তৃণমূলের প্রার্থী তালিকায় একাধিক চমক, লড়ছেন ইউসুফ পাঠান-রচনা বন্দ্যোপাধ্যায়-দেব-জুন ; দেখুন সরাসরি

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 11:21 AM IST

Updated : Mar 10, 2024, 2:32 PM IST

thumbnail

একশো দিনের কাজ-সহ একাধিক কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের বকেয়া টাকা এখনও পায়নি রাজ্য সরকার ৷ তার প্রতিবাদে বারবার ধরনা, অবস্থান, বিক্ষোভ করলেও সেই পাওনা মেটায়নি বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিকে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার সময় দোরগোড়ায় ৷ এই পরিস্থিতিতে শুধুমাত্র মার্চের প্রথম 10 দিনে তিন দফায় পশ্চিমবঙ্গে এসে মোট চারটি সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি রাজ্যের বিরুদ্ধে মনরেগা-সহ একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছেন ৷ প্রধানমন্ত্রী তাঁর ভাষণে তৃণমূল সরকারকে নিশানা করেছেন বঙ্গের বিভিন্ন জনসভা থেকে ৷ তারই পালটা রবিবার তৃণমূলের জনগর্জন সভা ৷ উপস্থিত থাকছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যাপাধ্যায় ৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার পাশাপাশি আজ ব্রিগেডের মঞ্চ থেকেই আসন্ন লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের 42টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী ৷ প্রত্যেক প্রার্থীর সঙ্গে কর্মী-সমর্থকদের সঙ্গে পরিচয়ও করিয়ে দেওয়ার কথা তাঁর ৷ 

Last Updated : Mar 10, 2024, 2:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.