ডাবগ্রাম-ফুলবাড়ির জাবরাভিটায় জনসভা মুখ্যমন্ত্রীর, দেখুন সরাসরি - Lok Sabha Election 2024

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 12:55 PM IST

Updated : Apr 13, 2024, 1:44 PM IST

thumbnail

আর মাত্র ছ'দিন ৷ 19 এপ্রিল প্রথম দফার ভোটে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে লোকসভা ভোট ৷ ইতিমধ্যে মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই তিন কেন্দ্রের প্রার্থীদের হয়ে প্রচার করছেন ৷ আজ তিনি শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার জাবরাভিটায় জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনে জনসভায় এসেছেন ৷ ডাবগ্রাম-ফুলবাড়িতে এই জনসভা যথেষ্ট তাৎপর্য বলে মনে করছে রাজনৈতিক মহল ৷ কারণ, একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে পরাজিত হয়েছিল তৃণমূল ৷ বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ একই ফল হয়েছিল পঞ্চায়েত নির্বাচনেও ৷ ডাবগ্রাম 2 অঞ্চল হাতাছাড়া হয় তৃণমূলের ৷ আর তাই ওই বিধানসভায় ড্যামেজ কন্ট্রোলে মাঠে নেমেছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন চালসা থেকে সড়কপথে সরাসরি জনসভা মঞ্চে পৌঁছান তিনি ৷ এখান থেকে আজই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী ৷

Last Updated : Apr 13, 2024, 1:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.