ETV Bharat / state

বাংলায় উত্তরপ্রদেশ মডেল প্রতিষ্ঠার ডাক যোগীর - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 30, 2024, 7:39 PM IST

বঙ্গে যোগী আদিত্যনাথ , Yogi Adityanath
অন্ডালে যোগী আদিত্যনাথের জনসভা

Yogi Adityanath Public Meeting at Andal: অন্ডালে নির্বাচনী প্রচারে এসে উত্তরপ্রদেশের মডেল বাংলায় প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে গেলেন যোগী আদিত্যনাথ ৷ জনসাধারণের উদ্দেশ্যে আর কী বললেন তিনি ?

যোগী আদিত্যনাথ ৷

দুর্গাপুর, 30 এপ্রিল: "বাংলা উত্তরপ্রদেশ মডেল চাইছে, আপনারা চাইছেন তো ?" মঙ্গলবার পশ্চিম বর্ধমানের অন্ডালে জনসভায় যোগ দিয়ে জনসাধারণকে এই প্রশ্ন ছুড়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । অন্ডালের খন্দরায় আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে এদিন নির্বাচনী জনসভায় যোগ দেন যোগী ৷

সভামঞ্চ থেকে তিনি বলেন,"প্রধানমন্ত্রী আবাস যোজনায় উত্তরপ্রদেশে 57 লক্ষ বাড়ি বানিয়েছি । কিন্তু এ রাজ্যে বানাতে দেওয়া হচ্ছে না । জয় শ্রীরাম বললেও গুলি করে দেওয়া হচ্ছে । কিন্তু এখানেই লেখা হয়েছিল বাংলার রামায়ণ ।"

এরপরেই তৃণমূল-কংগ্রেস ও সিপিএমকে একযোগে আক্রমণ করে যোগী আদিত্যনাথ বলেন, "তৃণমূল-কংগ্রেস-সিপিএম তিন দলের নাম আলাদা হলেও কিন্তু ওরা একই । ওদের দুর্নীতির ঢংও এক । ওদের তিন দলকে বিশ্বাস করবেন না । আধ্যাত্মিক পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে আজ আমি এখানে এসেছি । বাংলা 'উত্তরপ্রদেশ মডেল' চাইছে । আপনারা চান তো ? অযোধ্যার মতো রামমন্দির বাংলায় হোক চান ? যারা বাংলার কৃষ্টি, সংস্কৃতি নষ্ট করেছে তাঁদেরকে ভোট দিয়ে ভুল করবেন না । উত্তরপ্রদেশে মাফিয়ারাজ রুখে দিয়েছি । মাফিয়ারা প্রার্থনা করছে, আমাদের প্রাণে মেরো না । আর এ রাজ্যে সন্দেশখালির মতো ঘটনা ঘটছে আর ওদের বাঁচানোর চেষ্টা করছে এই তৃণমূল সরকার ।"

খুব স্বল্পক্ষণের ভাষণে যোগী আদিত্যনাথ বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে এই দেশের আদি কৃষ্টি ও সংস্কৃতি বলে বাঙালি জাতিকে জেগে ওঠার আহ্বান জানান । তিনি আরও বলেন, "রাষ্ট্রগানের রচয়িতা এই বাংলায়, যে বাংলায় প্রথম রামায়ণ অনুবাদ করেছিল সেই বাংলাতেই আজ রাম নাম নিষিদ্ধ । অথচ উত্তরপ্রদেশে 50 হাজার দুর্গাপুজো হয়, সেখানে হিংসা হয় না । আমরা হিংসাকারীদের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে তা গরিবদের মধ্যে বিতরণ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছি ৷"

আরও পড়ুন :

  1. উত্তরপ্রদেশে রামনবমীতে হিংসা ছড়ালে উলটো করে ঝুলিয়ে এমন হাল করতাম..., হুঁশিয়ারি যোগী আদিত্যনাথের
  2. মোদির শাসনকালই স্বাধীন ভারতের স্বর্ণযুগ, মন্তব্য যোগী আদিত্যনাথের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.