ETV Bharat / state

প্রার্থী কোন ঘোষ ? জল্পনার মাঝেই বিজেপির দেওয়ালে দিলীপ, দৌড়ে ভারতীও - BJP Candidate for Medinipur

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 24, 2024, 2:57 PM IST

Updated : Mar 24, 2024, 6:47 PM IST

ETV BHARAT
ETV BHARAT

BJP Candidate for Medinipur: মেদিনীপুরে বিজেপি প্রার্থী কে হবেন ? ভারতী ঘোষ নাকি দিলীপ ঘোষ ৷ এই নিয়ে জল্পনার মাঝেই দিলীপ ঘোষের হয়ে শুরু হয়ে গেল দেওয়াল লিখন ৷ কারণ অনেকেরই আশংকা, ভারতী ঘোষ এলাকায় ফিরে এলে ফিরবে সন্ত্রাস ৷

মেদিনীপুরের বিজেপি প্রার্থী নিয়ে জল্পনা

মেদিনীপুর, 24 মার্চ: লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বিজেপির কার সঙ্গে টক্কর দেবেন, তা এখনও স্পষ্ট নয় ৷ সূত্রের খবর, মেদিনীপুরে বিজেপি এ বার বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের পরিবর্তে ভারতী ঘোষকে প্রার্থী করতে চলেছে ৷ তবে স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে বাসিন্দাদের অনেকেই প্রার্থী হিসেবে চাইছেন না প্রাক্তন আইপিএস অফিসারকে ৷ পুলিশ সুপার থাকাকালীন তিনি এলাকায় তাণ্ডব চালিয়েছেন বলে অনেকের অভিযোগ ৷ সেই কারণেই দিলীপ ঘোষকেই মেদিনীপুরের প্রার্থী হিসেবে চাইছেন বিজেপির কর্মী সমর্থকদের একাংশ ৷ তাঁরা প্রার্থী ঘোষণা হওয়ার আগেই দিলীপ ঘোষের নামে শুরু করে দিয়েছেন দেওয়াল লিখন ৷

আসন্ন লোকসভা নির্বাচনে শাসক-বিরোধী উভয়পক্ষ নেমে পড়েছে ভোটের প্রচারে । রাজনৈতিক দলগুলি তাঁদের প্রার্থীর নাম যেমন ঘোষণা করেছে, তেমনই প্রচারও শুরু করেছেন জোরকদমে । রাজ্যে শাসকদল তৃণমূল সব আসনেই প্রার্থী ঘোষণা করেছে ৷ তবে এখনও পর্যন্ত মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বিজেপি তার প্রার্থী তালিকা ঘোষণা করেনি । প্রথম দফায় 20 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি ৷ 22 জনের নাম ঘোষণা এখনও বাকি ৷ কিন্তু অভ্যন্তরীণ সমস্যা থাকায় ও প্রার্থীপদ নিয়ে ঐক্যমত্য না হওয়ায় সেই নাম বিজেপি এখনও ঘোষণা করে উঠতে পারেনি বলে মত ওয়াকিবহাল মহলের ।

পশ্চিম মেদিনীপুর জেলার দুটি লোকসভার মধ্যে অন্যতম হল মেদিনীপুর লোকসভা । যেখানে গতবার দাঁড়িয়ে প্রায় লক্ষাধিক ভোটে জিতেছিলেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় নেতা মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ । তিনি তৃণমূল নেতা মানস ভুঁইয়াকে হারিয়ে এই আসন দখল করেন ।সেইসঙ্গে উজ্জীবিত করেন বিজেপি কর্মী সমর্থক এবং নেতৃত্বদের । তাঁর হয়ে প্রচারে এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু এ বার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পরিবর্তন হয়েছে । মানসরঞ্জন ভুঁইয়ার জায়গায় প্রার্থী হয়েছেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া । একইরকমভাবে বিজেপিও এখানে প্রার্থী পরিবর্তন করতে চায় বলে খবর । জেতা সাংসদ দিলীপ ঘোষকে সরিয়ে এখানে প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষকে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে । আর তাতেই চিন্তিত এলাকার মানুষ ৷

BJP Candidate for Medinipur
দিলীপের নামে দেওয়াল লিখন

সূত্র অনুযায়ী, দিলীপ ঘোষ নাকি ভারতী ঘোষ, কে হবেন এই কেন্দ্রে প্রার্থী, এই নিয়ে বারে বারে বৈঠক করেছে সংঘ এবং সর্বভারতীয় বিজেপি । তবে এই নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব হয়নি ৷ এখনও প্রার্থী ঘোষণা হয়নি । দুই ঘোষের নাম নিয়েই এই কেন্দ্রে চর্চা চলছে ৷ তবে নাম ঘোষণা না হওয়া সত্ত্বেও দিলীপ ঘোষের হয়ে দেওয়াল লেখা শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন অংশে । বিশেষ করে খড়্গপুর, কেশিয়াড়ির মতো জায়গায় বিজেপির হয়ে দেওয়াল লেখা শুরু হয়েছে । দিলীপ ঘোষকেই প্রার্থী হিসেবে তুলে ধরে দেওয়াল লিখছেন বিজেপি কর্মী সমর্থকরা । এই ঘটনায় প্রার্থী নিয়ে জল্পনা আরও বেড়েছে এই এলাকায় ৷

খড়্গপুরের বিজেপি কাউন্সিলর-সহ স্থানীয় বাসিন্দাদের অনেকেই বিজেপি প্রার্থী হিসেবে এখানে চাইছেন ভারতী ঘোষকে ৷ এক স্থানীয় বাসিন্দার কথায়, "ভারতী ঘোষ যখন পুলিশ সুপার ছিলেন, তখন তিনি এলাকায় গুন্ডাগিরি করতেন, সন্ত্রাস চালাতেন ৷ তিনি বিনা কারণে বিজেপি কর্মী-সমর্থকদের ডেকে নিয়ে গিয়ে থানায় ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখতেন । বিভিন্ন মিথ্যে মামলায় তাঁদের গ্রেফতার করে জেলে পাঠাতেন । তাই আমরা এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে দিলীপ ঘোষকেই চাই । কারণ দিলীপ ঘোষ সাংসদ হওয়ার পর থেকে আমরা শান্তিতে রয়েছি । আমরা ব্যবসা-বাণিজ্য করতে পারছি । স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছি । আমরা চাই না ভারতী ঘোষের হাত ধরে মেদিনীপুরে আবার সেই সন্ত্রাস ফিরে আসুক ।"

যদিও এ বিষয়ে বিজেপির মুখপত্র অরূপ দাস বলেন, "আমাদের দলের সিদ্ধান্তই চূড়ান্ত । যেই প্রার্থী হোন না কেন, আমরা তাঁর হয়ে প্রচার করব এবং আমরা লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী হব । কেউ কেউ অতি উৎসাহিত হয়ে দেওয়াল লেখা শুরু করে দিয়েছে ৷ কিন্তু দলীয়ভাবে কোথাও আমাদের প্রচার শুরু হয়নি । অন্যদিকে, তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরার বক্তব্য, "দিলীপ ঘোষ প্রার্থী হলে আমরা 2 লক্ষ ভোটে জিতব, ভারতী ঘোষ হলে চার লক্ষ ভোটে জিতব । বিজেপি নিজেরাই জর্জরিত গোষ্ঠীদ্বন্দ্বে ।"

প্রসঙ্গত, সূত্রের মারফৎ জানা গিয়েছে, এখনও পর্যন্ত মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভারতী ঘোষের নামই চূড়ান্ত করেছে বিজেপি ৷ সোমবার বা মঙ্গলবার বিজেপির পরবর্তী প্রার্থী তালিকায় বাংলার প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার কথা ৷ মেদিনীপুরে শেষ হাসিটা কে হাসবেন এখন সেটাই দেখার ৷

আরও পড়ুন:

  1. 'কানের নীচে থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না', 'চোর' স্লোগানে মেজাজ হারালেন দিলীপ
  2. সুন্দর মুখ দেখে ভোট দেবে না মানুষ, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপের
  3. ভারতী কী ফুল এঁকেছেন বোঝেনি বাম নেতৃত্ব, 24 ঘণ্টার মধ্যেই মোছা হল দেওয়াল
Last Updated :Mar 24, 2024, 6:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.