ETV Bharat / state

রাজ্যপাল পৌঁছনোর আগেই বনধ প্রত্যাহার, দিনহাটায় বিজেপির বিক্ষোভ

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 3:23 PM IST

Updated : Mar 20, 2024, 4:59 PM IST

Etv Bharat
Etv Bharat

TMC-BJP Clash in Cooch Behar: দিনহাটায় ঘটনায় শাসকদলের ডাকা বনধে বুধবার সকাল থেকে এলাকায় চলেনি কোনও গাড়ি ৷ দোকানপাটও বন্ধ । বিকেল চারটেয় সেই বনধ প্রত্যাহারের কথা ঘোষণা করলেন উদয়ন গুহ ৷ ফলে রাজ্যপাল আনন্দ বোস পৌঁছনোর আগেই বনধ উঠে যাচ্ছে ৷

কোচবিহার, 20 মার্চ: ভোটপ্রচারকে সামনে রেখে নজিরবিহীন ঘটনার সাক্ষী থেকেছে কোচবিহার ৷ উত্তপ্ত বাদানুবাদ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের দুই মন্ত্রী ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ‘মারামারি’তে ক্রমশ জটিল হয়েছে পরিস্থিতি ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ওপর আক্রমণের ঘটনায় কোচবিহার পুলিশ সুপারের দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি । ব্যারিকেডের ওপর উঠে যান বিজেপি কর্মীরা । ইতিমধ্যেই নিশীথ প্রামাণিক-সহ 45 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস । উদয়ন গুহ-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রাণে মারার অভিযোগ দায়ের করা হয়েছে দিনহাটা থানায় ।

প্রায় 24 ঘণ্টা পরেও ঝামেলার রেশ কাটেনি ৷ ঘটনার পরেই দিনহাটা পাঁচমাথার সমস্ত দোকান বন্ধ হয়ে যায় । বুধবার সকাল থেকে শহরে বনধ চলছে । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ 24 ঘণ্টার ওই বনধ প্রত্যাহার করে নিয়েছেন । বিকেল চারটের পর বনধ তুলে নেবার কথাও ঘোষণা করেছেন তিনি । ফলে রাজ্যপাল সিভি আনন্দ বোস পৌঁছনোর আগে দিনহাটায় বনধ উঠে যাচ্ছে ৷ সোশাল মিডিয়ায় দিনহাটার বিধায়ক লিখেছেন, দোষী প্রমাণিত হলে মন্ত্রীত্ব ছেড়ে দেবেন । তৃণমূলের ডাকা ওই বনধে আজ কার্যত বিপর্যস্ত দিনহাটার জনজীবন । সকাল থেকে এলাকায় চলেনি কোনও গাড়ি ৷ দোকানপাটও বন্ধ । রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে চলেছে পুলিশি টহল ।

গতকাল ঠিক হয়েছিল ?

তৃণমূলের অভিযোগ, দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন চলছিল । সে সময় নিশীথ প্রামাণিক কনভয় থামিয়ে পুলিশ আধিকারিক-সহ তৃণমূল নেতা-কর্মীদের মারধর করেন । এর ফলে একাধিক তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । এই ঘটনায় দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের মাথা ফাটে । এরপরেই ঝামেলায় জড়িয়ে পড়ে তৃণমূল ও বিজেপি দু’পক্ষ । উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সামনে বিক্ষোভে ফেটে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক । ধাক্কাধাক্কি শুরু হয় দুই মন্ত্রীর মধ্যে ।
আরও পড়ুন:

  1. রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়, দিনহাটা রওনা হওয়ার আগে মন্তব্য রাজ্যপালের
  2. দিনহাটায় নিশীথ প্রামাণিক-সহ 45 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের তৃণমূলের
  3. নিশীথ-উদয়নের 'সংঘর্ষ', রণক্ষেত্র দিনহাটায় মাথা ফাটল এসডিপিও'র
Last Updated :Mar 20, 2024, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.