ETV Bharat / state

দিনহাটায় নিশীথ প্রামাণিক-সহ 45 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের তৃণমূলের

Dinhata TMC-BJP Clash: মঙ্গলবার রাতে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা শহর ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ-র মধ্যে ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ ৷ এই নিয়ে নিশীথ প্রামাণিক-সহ 45 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 20, 2024, 12:47 PM IST

Nisith Pramanik
Nisith Pramanik

দিনহাটা, 20 মার্চ: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ 45 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস ৷ তাঁদের বিরুদ্ধে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রাণে মারার চেষ্টার অভিযোগ দায়ের করা হল কোচবিহারের দিনহাটা থানায় । তৃণমূল কংগ্রেসের নেতা পরিতোষ অধিকারী দিনহাটা থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

পুলিশের কাছে পরিতোষ অধিকারীর অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁরা দিনহাটার পাঁচমাথা মোড়ে উদয়ন গুহের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন । সেই সময় নিশীথ প্রামাণিক তাঁর অনুগামীদের নিয়ে তাঁদের উপর চড়াও হন । তৃণমূল কর্মীদের মারধর করেন নিশীথের অনুগামীরা ৷ এই ঘটনায় অনেকে আহত হয়েছেন ৷ আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন । সেই কারণেই পুলিশের কাছে প্রাণে মারার চেষ্টার অভিযোগ দায়ের করা হল ৷

উল্লেখ্য, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের মধ্যে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ এই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা শহর ।

তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি মৌমিতা ভট্টাচার্য জানান, চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন চলছিল । সেই সময় নিশীথ প্রামাণিক কনভয় থামিয়ে পুলিশ আধিকারিক-সহ তৃণমূল নেতাদের মারধর করে । এর ফলে একাধিক তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ।

অভিযোগ, এই ঘটনায় দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের মাথা ফাটে । এরপরইে উদয়ন ও তাঁর বাহিনী পালটা প্রতিরোধ গড়ে তোলে । তখন নিশীথ ও উদয়ন গুহর মধ্যে ধাক্কাধাক্কি হয় । এ দিনের ঘটনার পরেই দিনহাটার পাঁচমাথার সমস্ত দোকান বন্ধ হয়ে যায় । বুধবার সকাল থেকে দিনহাটা শহর বনধ চলছে । এলাকার পরিস্থিতি থমথমে ৷

আরও পড়ুন:

নিশীথ-উদয়নের 'সংঘর্ষ', রণক্ষেত্র দিনহাটায় মাথা ফাটল এসডিপিও'র

আজ দিনহাটায় রাজ্যপাল, তৃণমূলের ডাকা বনধে বিপর্যস্ত জনজীবন

দিনহাটা, 20 মার্চ: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ 45 জন বিজেপি কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস ৷ তাঁদের বিরুদ্ধে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-সহ তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রাণে মারার চেষ্টার অভিযোগ দায়ের করা হল কোচবিহারের দিনহাটা থানায় । তৃণমূল কংগ্রেসের নেতা পরিতোষ অধিকারী দিনহাটা থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷

পুলিশের কাছে পরিতোষ অধিকারীর অভিযোগ, মঙ্গলবার রাতে তাঁরা দিনহাটার পাঁচমাথা মোড়ে উদয়ন গুহের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন । সেই সময় নিশীথ প্রামাণিক তাঁর অনুগামীদের নিয়ে তাঁদের উপর চড়াও হন । তৃণমূল কর্মীদের মারধর করেন নিশীথের অনুগামীরা ৷ এই ঘটনায় অনেকে আহত হয়েছেন ৷ আহতদের অনেকে হাসপাতালে চিকিৎসাধীন । সেই কারণেই পুলিশের কাছে প্রাণে মারার চেষ্টার অভিযোগ দায়ের করা হল ৷

উল্লেখ্য, মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহের মধ্যে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ৷ এই অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা শহর ।

তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি মৌমিতা ভট্টাচার্য জানান, চেয়ারম্যান গৌরিশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে মন্ত্রী উদয়ন গুহর জন্মদিন পালন চলছিল । সেই সময় নিশীথ প্রামাণিক কনভয় থামিয়ে পুলিশ আধিকারিক-সহ তৃণমূল নেতাদের মারধর করে । এর ফলে একাধিক তৃণমূল কর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ।

অভিযোগ, এই ঘটনায় দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের মাথা ফাটে । এরপরইে উদয়ন ও তাঁর বাহিনী পালটা প্রতিরোধ গড়ে তোলে । তখন নিশীথ ও উদয়ন গুহর মধ্যে ধাক্কাধাক্কি হয় । এ দিনের ঘটনার পরেই দিনহাটার পাঁচমাথার সমস্ত দোকান বন্ধ হয়ে যায় । বুধবার সকাল থেকে দিনহাটা শহর বনধ চলছে । এলাকার পরিস্থিতি থমথমে ৷

আরও পড়ুন:

নিশীথ-উদয়নের 'সংঘর্ষ', রণক্ষেত্র দিনহাটায় মাথা ফাটল এসডিপিও'র

আজ দিনহাটায় রাজ্যপাল, তৃণমূলের ডাকা বনধে বিপর্যস্ত জনজীবন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.