ETV Bharat / state

জলপাইগুড়িতে ত্রাণ সরবরাহে অভিযোগ! দুর্গতদের অন্ন জোগাচ্ছেন সমাজকর্মীরা - Tornedo in Jalpaiguri

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 3, 2024, 10:25 AM IST

Jalpaiguri Storm: টর্নেডোয় বিধ্বস্ত জলপাইগুড়িতে ত্রাণ সামগ্রী নিয়ে অভিযোগ উঠল ৷ দুর্গত বাসিন্দারা শুকনো খাবার খেয়ে কোনওরকমে দিন কাটাচ্ছেন ৷ এই পরিস্থিতিতে এগিয়ে এলেন কয়েকজন সমাজকর্মী ৷

ETV Bharat
টর্নেডোয় বিধ্বস্ত জলপাইগুড়ি

টর্নেডোয় বিধ্বস্তদের মুখে রান্না করা খাবার তুলে দিচ্ছেন সমাজকর্মীরা

জলপাইগুড়ি, 3 এপ্রিল: জেলাতেই রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরই মাঝে ত্রাণ নিয়ে প্রশ্ন ওঠায় বিড়ম্বনায় পড়ল জেলাপ্রশাসন ৷ ময়নাগুড়ির বার্নিসে টর্নেডোয় ক্ষতিগ্রস্থদের সরকার থেকে ত্রাণ দেওয়া হলেও পর্যাপ্ত ত্রাণ না-পাওয়ার অভিযোগ উঠেছে ৷ যদিও মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলাশাসক- সবাই বলছেন ত্রাণ নিয়ে কোনও সমস্যা নেই ৷ এদিকে প্রশ্ন, ত্রাণ যাচ্ছে কোথায় ? সেই উত্তর খুঁজছে প্রশাসনও ৷

দুর্যোগের পরদিন থেকে জেলাপ্রশাসনের কর্তা, কর্মীরা ত্রাণ দিতে শুরু করেছেন ৷ কিন্তু অভিযোগ, একদিন পর থেকেই ত্রাণের খাবারে ভাটা পড়তে শুরু করেছে ৷ এদিকে জেলাপ্রশাসনের ত্রাণ দেওয়ার কথা না ভেবে ময়নাগুড়ির সমাজসেবী মনোজ সাহা নিজেই দুর্গতদের দু'বেলা খাবারের ব্যবস্থা করছেন ৷ শুধু তাই নয়, সুস্তির হাটের সমাজসেবী নবিউল আলমও চারটি জায়গায় রান্নার ব্যবস্থা করে খাওয়াচ্ছেন ৷ এখানেই প্রশ্ন উঠছে, বেসরকারি উদ্যোগে দুর্গতদের খাওয়ানো হলে, প্রশাসনের তরফে এই কাজ কেন করা যাচ্ছে না ৷ যদিও এর উত্তরে জেলাশাসক শামা পারভিন বলেন, "এক জায়গা থেকেই সেন্ট্রালি খাবারের ব্যবস্থা করেছিলাম ৷ কিন্তু মানুষজন সেখানে খাবার নিতে আসছিল না ৷ তাই আমরা এগারোটি জায়গায় খাবারের ব্যবস্থা করেছি ৷"

রবিবার দুপুরে কয়েক মিনিটের টর্নেডোয় জলপাইগুড়িতে প্রায় 2 হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ তছনছ হয়ে যাওয়া চাষের জমির পরিমাণ 165 হেক্টর, জানিয়েছেন জেলাশাসক শামা পারভিন ৷ তিনি আশ্বস্ত করেছেন, পর্যাপ্ত ত্রাণ সামগ্রী আছে ৷ বুধবার জেলার বার্নিস এলাকায় ক্ষতিগ্রস্তদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট দেওয়া হবে ৷

এদিকে মঙ্গলবার দুপুরে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বার্নিস গ্রামে বিধ্বস্ত এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন ৷ তাঁর অভিযোগ, সেখানে পর্যাপ্ত খাবার নেই ৷ ত্রাণ বিলি নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তিনি ৷ অনন্ত মহারাজ বলেন, "এখানে কিছু গোলমাল আছে ৷ ত্রাণ কেন পাবে না ? জেলাশাসক, বিডিও, এসডিওরা কী করছে তাহলে ? তাঁদেরই তো দেখার কথা!" অন্যদিকে জেলাশাসকের সাফাই, "ত্রাণের সামগ্রীর অভাব নেই ৷ সবাইকে সব কিছুই দেওয়া হচ্ছে ৷"

জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন বলেন, "জেলায় ঝড়ে প্রায় 2 হাজার বাড়ির ক্ষতি হয়েছে ৷ কৃষি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে 165 হেক্টর ৷ তবে সামগ্রিক ক্ষতির পরিমাণ এখনই বলা যাবে না ৷ বুধবার সকাল থেকে ক্ষতিগ্রস্থদের ডিএম কিট বণ্টন করা হবে ৷ আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু আছে ৷ ফলে আমাদের এমসিসি কমিটি থেকে যে নির্দেশ দেওয়া হবে, আমরা সেটাই করব । এখুনি বাড়ি বানিয়ে দেওয়ার কোন নির্দেশিকা আমাদের কাছে আসেনি ৷ বুধবার ক্ষতিগ্রস্তদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার-সহ তাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট কিট সরবরাহ করা হবে ।"

এদিকে ময়নাগুড়ির সমাজসেবী মনোজ সাহা বলেন, "সবাইকে বলব সবাই আসুন ৷ এখানে বিপর্যস্তদের সাহায্য করুন ৷ আমরা চেষ্টা করছি, যাতে দু'বেলা খাবার দেওয়া যায় ৷ আরও লোকবল দরকার ৷ কারণ, প্রত্যন্ত এলাকায় খাবার পৌঁছে দিতে হচ্ছে ৷ লোকবল বাড়লে কাজটা সহজ হবে ৷" ময়নাগুড়ি পিপিএসের সদস্য পীযূষ সরকার বলেন, "প্রথম দিন থেকেই আমরা উদ্ধার কাজে করে যাচ্ছি ৷ উদ্ধারের পাশাপাশি মানুষের যা দরকার, তা দিয়ে আমরা সহযোগিতা করছি ৷"

আরও পড়ুন:

  1. ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় অনন্ত মহারাজ, ত্রাণ বিলি নিয়ে ক্ষোভ সাংসদের
  2. 'তু খিচ মেরি ফোটো করতে জলপাইগুড়ি ছুটেছেন তিনি', মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর
  3. প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত এক হাজারেরও বেশি বাড়ি, বিপর্যস্ত জলপাইগুড়ি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.