ETV Bharat / state

টিটাগড়ে শুটআউট, টোটোচালককে 'শিক্ষা' দিতে খুনের পরিকল্পনা প্রতিবেশীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 5:29 PM IST

Shootout in Titagarh
টিটাগড়ে শুটআউট

Shootout in Titagarh: টিটাগড় আছে টিটাগড়েই ! টোটো চালককে শিক্ষা দিতে দুই দুষ্কৃতীকে দিয়ে খুনের চেষ্টার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে । গুলিবিদ্ধ টোটোচালক চিকিৎসাধীন হাসপাতালে । ঘটনার গ্রেফতার একজন দুষ্কৃতী ৷

দুষ্কৃতীদের গুলিতে জখম টোটোচালক

ব‍্যারাকপুর, 2 মার্চ: ফের শুটআউট টিটাগড়ে ৷ দুষ্কৃতীদের গুলিতে জখম হলেন এক টোটোচালক ৷ তাঁর নাম মেহবুব রাজা ৷ ওই টোটো চালকের ডান হাতে গুলি লেগেছে । আপাতত তাঁর চিকিৎসা চলছে ব‍্যারাকপুর বিএন বসু হাসপাতালে । শনিবার এই ঘটনায় তীব্র চাঞ্চল ছড়িয়েছে টিটাগড়ের আলি হায়দার রোডে । গুলি-কাণ্ডে পুলিশ ইতিমধ্যে ওমর আলি নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট বেজে যাবে যে কোনও সময় ! কিন্তু দুষ্কৃতী দৌরাত্ম্য থামার কোনও লক্ষ্মণই নেই টিটাগর অঞ্চলে । দুষ্কৃতীরা যে স্বমহিমায় রয়েছেন তা আরও একবার স্পষ্ট হল টোটো চালকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় । টিটাগড় আছে টিটাগড়েই ।

জানা গিয়েছে, বছর পঞ্চাশের মেহবুব আলি হায়দার রোডের বাসিন্দা । সেখানেই পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন তিনি । সম্প্রতি ঘর নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয় মেহবুবের পরিবারের । অভিযোগ সেই সময় আমন নামে ওই প্রতিবেশী যুবককে মারধর করেন মেহবুবের ছেলে । এ নিয়ে পালটা তাঁর পরিবারকে শিক্ষা দিতে দিন গুনছিলেন আমনও । সেই শিক্ষা দিতে একেবারে দুই দুষ্কৃতীকে দিয়ে টোটো চালককে খুনের পরিকল্পনা করে বসেন তিনি বলে অভিযোগ ।

অভিযোগ, শনিবার সকালে মেহবুব যখন টোটো রেখে পায়ে হেঁটে বাড়ির দিকে ফিরছিলেন ৷ ঠিক তখনই ওই দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । গুলি গিয়ে লাগে সরাসরি মেহবুবের ডান হাতে । রক্তাক্ত অবস্থায় রাস্তাতেই লুটিয়ে পড়েন তিনি । গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে আসার আগেই আততায়ীরা চম্পট দেয় সেখান থেকে । এরপর স্থানীয় লোকজন গুলিবিদ্ধ টোটো চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য । তবে গুলি হাতে লাগায় বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন ওই টোটো চালক । ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায় ।

এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ আধিকারিকরা । কথা বলেছেন এলাকার লোকজনের সঙ্গেও । এমনকী যে হাসপাতালে গুলিবিদ্ধ মেহবুবের চিকিৎসা চলছে সেখানেও গিয়ে তাঁরা পরিবারের সদস্যদের সঙ্গে আলাদাভাবে কথা বলে পুলিশ । এরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করতে । সেই মতো এলাকা থেকে ওমর নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় । যদিও ঘটনার মূল চক্রী আমন ওরফে বাবু -হ আরও এক হামলাকারী দুষ্কৃতী এখনও অধরা । তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

অন‍্যদিকে পুরনো শত্রুতা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ ।

আরও পড়ুন:

  1. 'নো ক্রাইম, নো ক্রিমিনাল'; টিটাগড় খুনে ক্ষোভ প্রকাশ রাজ চক্রবর্তীর
  2. সাতসকালে কুলটিতে শুটআউট, দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা ঠিকাদার
  3. ব্যারাকপুরে তুলকালাম! টিটাগড় থানার সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.