ETV Bharat / state

আবাসে বরাদ্দ কেন্দ্র না আটকালে হয়তো..., ঝড়ে ক্ষতির দায় বিজেপির ঘাড়ে চাপালেন অভিষেক - Abhishek Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 4:47 PM IST

Updated : Apr 1, 2024, 10:13 PM IST

Abhishek Banerjee: জলপাইগুড়িতে ঝড়ে ক্ষয়ক্ষতির দায় বিজেপির ঘাড়ে চাপালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি তিনি এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে তোপ দাগেন ৷ পাশাপাশি তিনি শিলিগুড়ির একটি নার্সিংহোমে যান জলপাইগুড়িতে ঝড়ে আহত দুই শিশুর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee

হাসপাতালে অভিষেক

শিলিগুড়ি, 1 এপ্রিল: জলপাইগুড়িতে ঝড়ে ক্ষয়ক্ষতি নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকারের ঘাড়ে দায় চাপালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে না রাখলে এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি এত ব্যাপক হতো না ৷ সোমবার শিলিগুড়ি থেকে তিনি এই কথা বলেন ৷

এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘... এর দায় কার ? আজ যদি আবাস হতো, এই শিশুদের এভাবে হাসপাতালে ভরতি হতে হতো না ৷ এদের মাথার উপর এই আঘাত আসত না ৷ এই চোট লাগত না ৷ এর দায় কার ? এর দায় একমাত্র কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতাদের ৷’’ এ দিন অভিষেক আবারও কেন্দ্রের কাছে আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন ৷

জলপাইগুড়িতে রবিবার বিকেলে যে ঝড় হয়, সেখানে আহতদের মধ্যে দুই শিশু শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন ৷ সোমবার শিলিগুড়িতে পৌঁছেই রোহিত রায় (14) ও পিহু রায় (আড়াই বছর) নামে দুই শিশুর সঙ্গে দেখা করতে সংশ্লিষ্ট নার্সিংহোমে যান ৷ তার পর বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতির দায় বিজেপির ঘাড়ে চাপিয়ে দেন ৷

এর আগে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেও বিজেপি নেতৃত্বদের একহাত নেন অভিষেক । বিশেষ করে আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা কোনও রাজনীতি করতে চাই না । সবাইকে একজোট হয়ে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে । এখন বিজেপি রাজনীতি করতে চাইছে । মুখ্যমন্ত্রী নিজে মাঝরাতে সেখানে পৌঁছে সবার পাশে দাঁড়িয়েছেন । কিন্তু বিজেপি নেতা, জনপ্রতিনিধিদের দেখা মেলেনি । এখানেও তাঁরা রাজনীতি করছেন ।"

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি বলেন, "এখন বলা হচ্ছে মুখ্যমন্ত্রী ছবি তোলার জন্য এসব করছেন । তাহলে প্রধানমন্ত্রীকেই বা তা কর‍তে কে বাধা দিয়েছে ? তিনি তো এতো সম্মেলন, সাফারিতে যান । ছবি দেন । এখন কেন করলেন না ?"

পাশাপাশি তিনি জলপাইগুড়ির ঝড় নিয়ে নাম না করে দিলীপ ঘোষের মন্তব্যের নিন্দা করেন ৷ অভিষেক বলেন, ‘‘যারা এই ঘূর্ণিঝড় নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করছে... বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, তিনি বলছেন বিজেপির ঝড়ে বাড়ি উড়ে গিয়েছে ৷ বিজেপির ঝড় চলছে ৷ যাদের এতটুকু ন্যূনতম উপলব্ধি নেই যে নির্বাচনকে সামনে রেখে রাজনীতি না করে এই দুর্যোগের সময়, দুঃসময়ে মানুষের দাঁড়িয়ে দু’টো প্রাণ যদি আমি বাঁচাতে পারি ৷ বা একটু সাহায্য করে তাদের জন্য যাতে ছাদের ব্যবস্থা করতে পারি ৷ তাঁদের মানসিকতা নেই ৷ তাঁদের প্রকৃত চেহারা মানুষের কাছে উন্মোচিত হয়েছে ৷

এদিকে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর উপর আক্রমণের ঘটনার তিনি বলেন, "বারাবার বিজেপি হিংসার রাজনীতি করছে । বারবার আক্রমণ করা হচ্ছে । কোচবিহার, আলিপুরদুয়ারের পরিস্থিতি নষ্ট করা হচ্ছে । আমরাও অনায়াসে এসবের জবাব দিতে পারি । আমরা জবাব দিলে তারা সেই জবাব সহ্য করতে পারবে না । কিন্তু আমরা বুলেটের জবাব ব্যালটে দেব । আর এবার উত্তরবঙ্গে তৃণমূল অভাবনীয় ফল করবে ।"

আরও পড়ুন:

  1. ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রাজ্যপাল, জরুরি সেলের নম্বর দিয়ে সাহায্যের আশ্বাস
  2. ঝড়ে বিধ্বস্ত জলপাইগুড়ি নিয়ে উদ্বিগ্ন শাহ, ফোন মমতাকে
  3. মৃত 4, আহত শতাধিক; রাতেই ঝড়ে বিধ্বস্ত এলাকায় মমতা
Last Updated :Apr 1, 2024, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.