ETV Bharat / state

তাপস-অস্বস্তি কাটাতে কাউন্সিলরদের নিয়ে বৈঠক তৃণমূলের - LOK SABHA ELECTION 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 8:40 PM IST

Updated : May 3, 2024, 10:51 PM IST

TMC Councillor Meeting
তাপস রায় ও ফিরহাদ হাকিম(নিজস্ব চিত্র)

TMC Councillor Meeting: কলকাতা উত্তর আসনে তৃণমূলের নয়া চিন্তার নাম তাপস রায়। দলীয় সভা-সমাবেশ থেকে আক্রমণের পাশপাশি বিজেপি প্রার্থীকে ঠেকাতে অন্য পন্থা নিল তৃণমূল।

কলকাতা, 3 মে: একদা নিশ্চিত আসন কলকাতা উত্তর নিয়ে তৃণমূল যে স্বস্তিতে নেই তা আবারও স্পষ্ট হল। আর নিজেদের এতকালের মৃগয়াভূমিতে তৃণমূলের অস্বস্তির কারণ বিজেপি নয়, একদা মমতা ঘনিষ্ঠ জোড়াফুল নেতা । তৃণমূলে থাকাকালীন তাপস রায়ের যোগাযোগ ছিল দলের সমস্ত স্তরে। সে কথা মাথায় রেখে দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসলেন ফিরহাদ হাকিম, দেবাশিস কুমাররা। কোনও ভাবেই কোনও চোরাস্রোত যেন নির্বাচনে তাপস রায়ের পক্ষে কাজ না করে, তা নিশ্চিত করাই ছিল এই বৈঠকের লক্ষ্য। শহরের এক পাঁচতারা হটেলে হওয়া এই বৈঠক থেকে তৃণমূল নেতারা কাউন্সিলরদের কার্যত বুঝিয়ে দিলেন, এতদিন যা ছিল তা অতীত । এখন তাপস রায় তাঁদের রাজনৈতিক শত্রু ! আর তাই তাঁকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেওয়া যাবে না ।

কলকাতা পৌরনিগমের 144টি ওয়ার্ড চারটি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে । উত্তর ও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের পাশাপাশি যাদবপুর এবং ডায়মন্ড হারবারও আছে এই তালিকায় । এর মধ্যে নয়া রাজনৈতিক সমীকরণে উত্তর কলকাতা আসন নিয়ে খানিকটা হলেও চিন্তিত তৃণমূলের থিঙ্কট্যাঙ্ক । সেই অস্বস্তির জায়গা থেকেই কাউন্সিলদের নিয়ে বৈঠকে বসলেন ফিরহাদরা।

সূত্রের খবর, এদিনের বৈঠকে ফিরহাদরা কাউন্সিলরদের বলেছেন, "তাপস রায়ের মেয়ের বিয়েতে যেতেই পারেন। সেই সৌজন্য সবসময় থাকবে। কিন্তু এখন ভোট। এখন তাপস রায় আমাদের শত্রু। তাই রাজনৈতিক লড়াইয়ে এক ইঞ্চি জায়গাও ছাড়া যাবে না। যারা চোরা স্রোতে গা ভাসাতে চাইছেন, তাঁরা ভাববেন না যে দল বুঝতে পারছে না। তাদের বলি, দল প্রতিটি কাউন্সিলরের দিকেই নজর রাখছে।"

প্রায় সিংহ ভাগ শাসক-কাউন্সিলরের উপস্থিতিতে তৃণমূল নেতারা আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় সকলের জন্য দিন রাত এক করে ভোট প্রচার করে চলেছেন। দলরে প্রতিটা কাউন্সিলরকে তার দলীয় প্রার্থীকে জেতানোর কাজ করতে হবে। ভোট করাতে হবে জোড়া ফুলের প্রতীকের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রকে ঘিরে গত কয়েকমাসে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তৃণমূল ছেড়ে তাপসের গেরুয়া শিবিরের প্রার্থী হওয়া অবশ্যই প্রধান অস্বস্তি, তবে একমাত্র নয়। কারণ, এর পাশাপাশি কুণাল ঘোষের সমগ্র অধ্যায়ও চিন্তা বাড়িয়েছে। এর বাইরে 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ও অনশনে বসেছিলেন দলেরই একাংশের বিরুদ্ধে। সব মিলিয়ে জটিল রাজনৈতিক পরিস্থিতিতে আরও একবার জলমাপার কাজ করল তৃণমূল।

আরও পড়ুন:

  1. উত্তর কলকাতার পদ্মপ্রার্থী তাপস রায়কে নিয়ে গান বাঁধলেন আরেক তাপস
  2. কুণালকে দলীয় পদ থেকে অপসারণ সংকীর্ণ রাজনীতি, মত তাপসের
  3. আমার মুখে লাগাম পরানোয় আনন্দিত বিরোধীরা, ক্ষুব্ধ কুণাল; কুইজমাস্টার তকমা ডেরেককে
Last Updated :May 3, 2024, 10:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.