ETV Bharat / state

তৃণমূলের ব্রিগেড সভাকে 'জলসা ও ফ্যাশন প্যারেড' বলে কটাক্ষ শুভেন্দুর, পালটা ফিরহাদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 4:47 PM IST

Updated : Mar 9, 2024, 5:25 PM IST

Etv Bharat
Suvendu Adhikari

Suvendu Adhikari: রবিবারের জনগর্জন সভা উপলক্ষে ব্রিগেডের মঞ্চকে যেভাবে শাসকদল সাজিয়েছে, তা সত্য়িই অভিনব! আর তৃণমূলের ব্রিগেডের মঞ্চকে জলসা ও ফ্যাশন প্য়ারেড বলে খোঁচা দিলেন শুভেন্দু অধিকারী ৷

তৃণমূলের ব্রিগেড সভাকে 'জলসা ও ফ্যাশন প্যারেড' বলে কটাক্ষ শুভেন্দুর

শিলিগুড়ি, 9 মার্চ: "তৃণমূলের জনগর্জন সভা নয় চোরেদের বিসর্জন সভা ৷ ব্রিগেডে আগামিকাল জলসা আছে। ফ্যাশন প্যারেড হবে ৷" বাগডোগরা বিমানবন্দরে এ কথাই বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে শনিবার কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে আসেন বিজেপি নেতা। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আগামিকাল কলকাতায় তৃণমূলের শোক সভা হচ্ছে। আগামিকাল সবাই জামা কাপড় শুকোতে দিতে পারেন, গরু ছেড়ে রাখতে পারেন, কারণ কোনও চোর বাড়িতে থাকবে না। ব্রিগেডে আগামিকাল জলসা হবে। ফ্যাশন প্যারেড হবে।" শুভেন্দুকে পালটা কটাক্ষ করেছেন তৃণমূলের মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবি শুভেন্দুর সন্দেশখালির শো আদতে হাফ প্যান্ট শো।

ব্রিগেডে অনেক সভা দেখেছে বাংলা তথা দেশ। রবিবার এমন ব্রিগেড সভা করতে চলেছে তৃণমূল তা হয়তো এর আগে দেখেনি কলকাতা, বাংলা এমনকী, দেশও। তৃণমূলের কথায়, তা অভূতপূর্ব! এই নিয়েই শুভেন্দু এদিন খোঁচা দিলেন তৃণমূল নেতৃত্বকে ৷ আগামিকালের ব্রিগেড সমাবেশ থেকে আনুষ্ঠানিকভাবেই লোকসভা নির্বাচনের শঙ্খনাদ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এমন খাতায় কলমে নির্বাচন ঘোষণা হয়নি। তবে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই রাজ্য "ডেইলি প্যাসেঞ্জারি" শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন কথাই চলছে তৃণমূলের অন্দরে ৷

বিজেপিকে পালটা জবাব দিতে জনগণের প্রতিবাদ দিল্লি পর্যন্ত পৌঁছে দিতেই আগামিকালের এই ব্রিগেড। তাই সবদিক থেকেই ঐতিহাসিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আগামিকাল ব্রিগেডের জন্য এখনও পর্যন্ত যে মঞ্চ করা হয়েছে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 72x20x12 ফুট। একইভাবে বাকি দু'টি মঞ্চের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হচ্ছে যথাক্রমে 58x28x10 ফুট। মূল বড় মঞ্চে দু'টি ধাপ। সেখান থেকেই 15টি ছোট ধাপের সিঁড়ি দিয়ে নামতে হবে র‌্যাম্পে। তার পরে মানুষের মাঝে যাবেন মমতা-অভিষেকরা। শাসকদলের তরফ থেকে দাবি করা হচ্ছে কালকের ব্রিগেডের মঞ্চ একসঙ্গে 600 জন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে উপস্থিত থাকবেন। আর মঞ্চের এই চলমক নিয়ে শুভেন্দুর কটাক্ষ জলসা ও ফ্য়াশন প্যারোড বলে ৷

কিন্তু, যে রবিবারের বারবেলায় ব্রিগেডে ঝড় তুলতে চলেছে তৃণমূল সেই রবিবারই সন্দেশখালিতে দাঁড়িয়ে তৃণমূলের উপর নতুন করে চাপ বাড়াতে বড় সভা করতে চলেছে পদ্ম শিবির। সন্দেশখালি চলোর ডাক দেওয়া হয়েছে বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার তরফ থেকে। সন্দেশখালি ন্যাজাট থানার দক্ষিণ আখড়াতলায় দুপুরে সভা রয়েছে বিজেপির। সভায় প্রধান বক্তা হিসাবে থাকছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর এই কটাক্ষকে পালটা দিয়েছেন ফিরহাদ হাকিম ৷ তিনি বলেছেন, এই সভা যদি ফ্যাশন প্যারেড ও জলসা হয় তাহলে সন্দেশখালির সভাকে কী বলব, হাফ প্যান্ট শো ৷ তিনি বলেন, "আমাদের সভামঞ্চের সামনের অংশ এত লম্বা করা হয়েছে কারণ, জনগণের কাছাকাছি গিয়ে আমাদের নেতা-নেত্রীর কথা বলতে সুবিধা হবে ৷ শুভেন্দুর এই ধরনের বক্তব্য বা ব্যক্তি আক্রমণ রাজনৈতিরক স্তরকে নিচু করে দেয় ৷

আরও পড়ুন:

  1. 'ভাঙছে মমতার দল, নো ভোট টু তৃণমূল', বিজেপির ব্যাট হাতে ময়দানে অভিজিৎ
  2. শিলিগুড়ির সভায় কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী, তাকিয়ে উত্তরবঙ্গের জনতা
  3. লোকসভা ভোটে সিপিএমের সঙ্গে 14 আসনে সমঝোতা চেয়ে আলিমুদ্দিনে হাজির আইএসএফ নেতৃত্ব
Last Updated :Mar 9, 2024, 5:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.