ETV Bharat / state

শিলিগুড়ির সভায় কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী, তাকিয়ে উত্তরবঙ্গের জনতা

PM Modi Public Meeting in Siliguri: সামনেই লোকসভা নির্বাচন। এবারও বিজেপির তুরুপের তাস সেই প্রধানমন্ত্রী মোদির চেহারা ৷ তিন দফার পর এবার উত্তরের জেলা সফরে যাচ্ছেন মোদি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 11:25 AM IST

Updated : Mar 9, 2024, 2:40 PM IST

Etv Bharat
Etv Bharat

শিলিগুড়ি, 9 মার্চ: শিলিগুড়িতে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় শনিবার বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ময়দানে এদিন বিকেলে প্রথমে সরকারি অনুষ্ঠান, তারপর রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন তিনি। বিকেল তিনটে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সেখান থেকে সড়কপথে সোজা সাড়ে তিনটে নাগাদ সভাস্থলে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর।

জানা গিয়েছে, এদিন প্রথমে রেলের প্রায় ছ'টি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী ৷ এছাড়াও শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও চারটি বড় প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সব মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও সূচনা করবেন প্রধানমন্ত্রী। কাওয়াখালি ময়দানে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের জন্য একটি আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে সরকারি অনুষ্ঠান সেরে জনসভায় বক্তব্য রাখবেন মোদি।

সামনেই লোকসভা নির্বাচন। আর নির্বাচনে এবারও বিজেপির লক্ষ্য উত্তরবঙ্গে নিজেদের আসন ধরে রাখা। গতবারে যে সাফল্য প্রধানমন্ত্রীর জনসভার পর পেয়েছিল গেরুয়া শিবির এবারও সেই আশাই রাখছে দলীয় নেতৃত্ব। অর্থাৎ, পাহাড়ে সাফল্য পেতে বিজেপির তাস সেই নরেন্দ্র মোদির মুখ ৷ তবে এবারের জনসভা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহলমহল। ইতিমধ্যে সকাল থেকে শিলিগুড়িতে প্রশাসনিক তৎপরতা যেমন তুঙ্গে, তেমনই গেরুয়া শিবিরের মধ্যেও রয়েছে চরম উন্মাদনা।

পাহাড়, তরাই, ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রী কোনও নতুন ঘোষণা বা প্রতিশ্রুতি দেন কি না, কার্যত সেদিকে তাকিয়ে রয়েছে উত্তরবঙ্গের মানুষ ৷ বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতি, পাহাড়ের 11টি জনজাতি, কামতাপুর, রাজবংশিদের জন্য বড় ঘোষণা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও আন্তর্জাতিক সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা নিয়েও বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী।

মার্চের প্রথম সপ্তাহ থেকেই বঙ্গে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ ইতিমধ্যেই তিন দফায় রাজ্য সফর করে গিয়েছেন মোদি ৷ এবার ফের তিনি আসছেন ৷ তবে এবার বিজেপির গড় বলেই পরিচিত উত্তরবঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি ৷

আরও পড়ুন:

  1. মমতার মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালির মহিলারা জানালেন, 'যা সমস্যা ছিল বেশিরভাগটাই মিটে গিয়েছে'
  2. নাম ঘোষণার আগেই অভিজিতের সমর্থনে নন্দীগ্রামে দেওয়াল লিখন বিজেপির

শিলিগুড়ি, 9 মার্চ: শিলিগুড়িতে বিজেপির বিজয় সংকল্প যাত্রায় শনিবার বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়ি সংলগ্ন কাওয়াখালি ময়দানে এদিন বিকেলে প্রথমে সরকারি অনুষ্ঠান, তারপর রাজনৈতিক সমাবেশে যোগ দেবেন তিনি। বিকেল তিনটে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সেখান থেকে সড়কপথে সোজা সাড়ে তিনটে নাগাদ সভাস্থলে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর।

জানা গিয়েছে, এদিন প্রথমে রেলের প্রায় ছ'টি প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী ৷ এছাড়াও শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের আরও চারটি বড় প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সব মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও সূচনা করবেন প্রধানমন্ত্রী। কাওয়াখালি ময়দানে প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানের জন্য একটি আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে। সেখানে সরকারি অনুষ্ঠান সেরে জনসভায় বক্তব্য রাখবেন মোদি।

সামনেই লোকসভা নির্বাচন। আর নির্বাচনে এবারও বিজেপির লক্ষ্য উত্তরবঙ্গে নিজেদের আসন ধরে রাখা। গতবারে যে সাফল্য প্রধানমন্ত্রীর জনসভার পর পেয়েছিল গেরুয়া শিবির এবারও সেই আশাই রাখছে দলীয় নেতৃত্ব। অর্থাৎ, পাহাড়ে সাফল্য পেতে বিজেপির তাস সেই নরেন্দ্র মোদির মুখ ৷ তবে এবারের জনসভা রাজনৈতিকভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহলমহল। ইতিমধ্যে সকাল থেকে শিলিগুড়িতে প্রশাসনিক তৎপরতা যেমন তুঙ্গে, তেমনই গেরুয়া শিবিরের মধ্যেও রয়েছে চরম উন্মাদনা।

পাহাড়, তরাই, ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রী কোনও নতুন ঘোষণা বা প্রতিশ্রুতি দেন কি না, কার্যত সেদিকে তাকিয়ে রয়েছে উত্তরবঙ্গের মানুষ ৷ বিশেষ করে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতি, পাহাড়ের 11টি জনজাতি, কামতাপুর, রাজবংশিদের জন্য বড় ঘোষণা করারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়াও আন্তর্জাতিক সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা নিয়েও বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী।

মার্চের প্রথম সপ্তাহ থেকেই বঙ্গে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ৷ ইতিমধ্যেই তিন দফায় রাজ্য সফর করে গিয়েছেন মোদি ৷ এবার ফের তিনি আসছেন ৷ তবে এবার বিজেপির গড় বলেই পরিচিত উত্তরবঙ্গে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি ৷

আরও পড়ুন:

  1. মমতার মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালির মহিলারা জানালেন, 'যা সমস্যা ছিল বেশিরভাগটাই মিটে গিয়েছে'
  2. নাম ঘোষণার আগেই অভিজিতের সমর্থনে নন্দীগ্রামে দেওয়াল লিখন বিজেপির
Last Updated : Mar 9, 2024, 2:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.