কলকাতা, 9 মার্চ: 2021-এর বিধানসভা ভোটে কংগ্রেস-সিপিএমের সঙ্গে জোট করেছিল আব্বাস সিদ্দিকর দল ইন্ডিয়ান সেলুলার ফ্রন্ট (আইএসএফ) । পঞ্চায়েত নির্বাচনে একা লড়াই করে তারা । এবার লোকসভা ভোটে ফের সিপিএমের হাত ধরতে ইচ্ছে প্রকাশ করল আইএসএফ । শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতর কমরেড মুজাফফর আহমেদ ভবনে আইএসএফে দুই প্রতিনিধি হাজির হন বলে সিপিএম সূত্রে জানা গিয়েছে ৷ সিপিএম সূত্রে জানা গিয়েছে, এ দিন আইএসএফের দুই সদস্যের প্রতিনিধি দল দেখা করে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে ।
বিধানসভায় বাম ও কংগ্রেস শূন্য হয়ে যায় ৷ তবে একটি আসনে জয়ী হয় আইএসএফ ৷ সেই আসনে জয়ী নওশাদ সিদ্দিকী এখন রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তি ৷ তবে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ একাই লড়েছিল ৷ ফলও বিভিন্ন জায়গায় ভালো হয় ৷ সেই পরিস্থিতিতে তারা বামেদের সঙ্গে আসন সমঝোতায় 14টি আসন চেয়েছেন বলে সূত্রের খবর ৷ সেই তালিকায় ডায়মন্ড হারবার, বারাসত, বনগাঁ, বসিরহাট, উলুবেরিয়ার মতো আসন রয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷
ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে, এ দিনের আলোচনা একেবারে প্রাথমিক পর্যায়ে হয়েছে ৷ এরপরে বামফ্রন্টে অভ্যন্তরীণ আলোচনা হবে ৷ কংগ্রেসের তরফ থেকে কোন বার্তা আছে কি না, তাও খতিয়ে দেখা হবে ৷ তার পর এই নিয়ে চূড়ান্ত পর্যায়ের বৈঠকে হবে ৷ সেটাই এ দিন আইএসএফের প্রতিনিধি দলকে জানানো হয় বিমান-সেলিমের তরফে ।
এই বৈঠকের বিষয় নিয়ে বাম বা আইএসএফের কোনও পক্ষই প্রকাশ্যে মুখ খুলতে নারাজ । আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেন, ‘‘পারিবারিক কাজে ব্যস্ত আছি । এই বিষয়টি ঠিক আমি বলতে পারছি না ৷ তবে রাজ্য নেতৃত্ব কোনও বৈঠক করেছে কি না, সেটা আমি ঠিক জানি না ।’’
এক প্রবীণ সিপিএম নেতা বলেন, ‘‘আমাদের সম্পাদক আগেই জানিয়েছেন 42 আসনে লড়ার জন্য বামফ্রন্ট প্রস্তুত । এর পরেও কংগ্রেস ও সহযোগী দলগুলোর সঙ্গে আলোচনার পথ খোলা । তৃণমূল ও বিজেপিকে ঠেকাতে লোকসভায় আসন নিয়ে আলোচনা হতেই পারে ।’’
তবে সূত্র মারফত জানা গিয়েছে, সিপিএম বা বামফ্রন্টের অন্যান্য দলের সঙ্গে আসন সমঝোতা করতে ইচ্ছা প্রকাশ করলেও কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে অনীহা প্রকাশ করেছে আইএসএফ । ফলে বাম ও কংগ্রেসের মধ্যে জোট হয়, সেক্ষেত্রে এই আইএসএফের সঙ্গে আসন সমঝোতা আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে ৷
আরও পড়ুন: