ETV Bharat / state

টাকা ফেরত পেতে পাশে থাকুন চিটফান্ডে প্রতারিতরা, আহ্বান সুজন-সব্যসাচীদের - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 6:44 PM IST

Updated : Apr 26, 2024, 7:46 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Promise to chit fund scam victims: সুজন চক্রবর্তী ও সব্যসাচী চক্রবর্তীকে সমর্থনের জন্য আহ্বান জানানো হল সারদা ও রোজভ্যালি-সহ বিভিন্ন চিটফান্ড সংস্থার প্রতারিতদের ৷

চিটফান্ডে প্রতারিতদের পাশে থাকার আহ্বান সুজন-সব্যসাচীদের

কলকাতা, 26 এপ্রিল: সারদা, রোজভ্যালি-সহ একাধিক চিটফান্ড সংস্থায় টাকা রেখে যাঁরা প্রতারিত হয়েছেন সেই আমানতকারী ও এজেন্টদের বাম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হল ৷ আমানতকারীদের পাশে দাঁড়ানো বাম নেতারা আজ বলেন, যত বেশি বাম প্রার্থীরা জিতবে, প্রতারিতদের টাকা ফেরত পাওয়াটাও তত সহজ হবে ৷

সুজন চক্রবর্তী ও আবদুল মান্নানরা প্রতারিত আমানতকারী ও এজেন্টদের সংগঠিত করেছিলেন । তাঁদের হয়ে আইনি লড়াই লড়েছেন বিকাশ ভট্টাচার্যরা । প্রতারিতদের সংগঠন চিটফান্ড সাফারার্স ইউনাইটেড ফোরাম দমদম কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সুজন চক্রবর্তী ও হাওড়া কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সব্যসাচী চক্রবর্তী-সহ বাম প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে । শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সেই দাবি করা হল সংগঠনের তরফে । উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, বিকাশ ভট্টাচার্য-সহ অন্যান্যরা ।

এ দিন চিটফান্ডের প্রতারিত আমানতকারীদের মঞ্চের তরফে বিকাশ ভট্টাচার্য বলেন, "সংসদে বামেরা দুর্বল বলে প্রতিবাদটাও দুর্বল । সংগঠিত করা যাচ্ছে না । যত বেশি বাম প্রার্থী জিতিয়ে পাঠাতে পারবেন তত সহজ হবে আপনাদের টাকা ফেরানোর প্রক্রিয়া । মোদি বলেছেন টাকা দেবেন । এর আগে অমিত শাহ বলেছিলেন । বিভ্রান্ত হবেন না এদের কথায় । এরা মিথ্যা বলে । নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে সব অংশে বাম প্রার্থীদের জেতান । শুরু থেকেই চিটফান্ড প্রতারিতদের পাশে থেকেছেন সুজন চক্রবর্তীরা ।"

দমদম কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, "প্রতারকরা যে সর্বনাশ করেছে তার অবসান হতে হবে । টাকা ফেরত চাই, প্রতারকদের শাস্তি চাই । আদালতে বিকাশ ভট্টাচার্য যোগ্য নেতৃত্ব দিয়েছেন ৷ রাস্তায় আমরা ছিলাম । কেন্দ্রের ইডি যে বিপুল টাকা বাজেয়াপ্ত করেছে, সেটা প্রতারিতদের ফেরত দেবে না বলছে । অন্যদিকে, রাজ্যে সরকার জানিয়েছে, টাকা ফেরানোর দায়িত্ব নেবে না । দু'জনের অবস্থান স্পষ্ট ৷ এরা কেউ এটা চায় না । লড়াইটা রুটি, রুজির । লড়াইটা ভাব দেখানোর লড়াই না । আপনারা সব স্পষ্ট বোঝেন । দায়িত্ব নিন ৷ দুই প্রতারক দিল্লি ও রাজ্য, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান ।"

আরও পড়ুন:

  1. 'গুলি চালানো উচিত বাহিনীর, না হলে বন্দুকে মরচে পড়ে যাবে', বিতর্কিত মন্তব্য রাজু বিস্তার
  2. 'সৃজন চোখে পড়ার মতো কোনও প্রার্থীই নয়', দাবি সায়নীর
  3. 26 হাজার পরিবারের রুটি-রুজি বন্ধ করেছে, এসএসসি নিয়ে তৃণমূলকে নিশানা মোদির
Last Updated :Apr 26, 2024, 7:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.