শিলিগুড়ি, 26 এপ্রিল: কেন্দ্রীয় বাহিনী নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তা ৷ এবার সরাসরি কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নিদান দিলেন তিনি ৷ তাঁর স্পষ্ট বক্তব্য, "কোনও অসামাজিক তত্ত্ব সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে বাঁধা দিলে কেন্দ্রীয় বাহিনীর প্রতিরোধ করা উচিত।"
এর আগে 2021 সালে বিধানসভা ভোটের সময় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল কয়েকজনের ৷ যে ঘটনার জল গড়িয়েছে অনেকদূর ৷ লোকসভা ভোটের প্রচারের ক্ষেত্রেও শাসকদল তৃণমূল নেতৃত্বের গলায় বারবার উঠে এসেছে সেই প্রসঙ্গ ৷ বাহিনী নিয়ে সতর্ক নির্বাচন কমিশনও ৷ তার মাঝেই দ্বিতীয় দফার ভোটের দিনই ফের সেই বাহিনীকেই গুলি চালাতে বললেন বিজেপি প্রার্থী ৷ শিলিগুড়িতে এমনই বিতর্কিত মন্তব্য করলেন দার্জিলিংয়ের গেরুয়া শিবিরের প্রার্থী রাজু বিস্তা। বিজেপি প্রার্থীর দাবি, চোপড়ায় দেদার ছাপ্পা ভোট দেওয়া এবং সাধারণ মানুষকে ভোট দেওয়া থেকে আটকাচ্ছে শাসকদলের গুন্ডারা ৷
এদিন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী বলেন, "আমি তো বলব, কেন্দ্রীয় বাহিনীর বন্দুকে মরচে পরে যাবে যদি তারা এই ধরণের অসামাজিক তত্ত্বকে গুলি না করে।" বেশ কয়েকটি বুথে পুনর্নিবাচনেরও আবেদন জানিয়েছেন রাজু। উল্লেখ্য, এদিন দ্বিতীয় দফার ভোট চলছে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ আসনে ৷ এর মাঝেই দুপুর পর্যন্ত তিন কেন্দ্র থেকে ছাপ্পা ভোট-সহ প্রায় 411টি অভিযোগ জমা পড়েছে কমিশনের কাছে ৷ তবে আপাত শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলেই জানাচ্ছে কমিশন ৷ সেই সঙ্গে দুপুর তিনটে পর্যন্ত 60 শতাংশের বেশি ভোট পড়েছে তিন কেন্দ্র মিলিয়ে ৷ তার মাঝেই অবশ্য রাজু বিস্তার বিতর্কিত মন্তব্যে ফের জল্পনা শুরু হয়েছে ৷
আরও পড়ুন
সরবেড়িয়ায় সিবিআই তল্লাশিতে উদ্ধার বিদেশি আগ্নেয়াস্ত্র, আটক শাহজাহান ঘনিষ্ঠ
হাইকোর্টে হবে না জরুরি শুনানি, মনোনয়ন বাতিল নিয়ে 'সুপ্রিম' দ্বারে যেতে পারেন দেবাশিস