কলকাতা, 26 এপ্রিল: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় রাজ্যের রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিং কেন্দ্রে চলছে ভোট ৷ শুক্রবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷ অন্যদিকে, সমতলে প্রচার এখনও তুঙ্গে ৷ সূর্যের চোখ রাঙানিকে উপেক্ষা করে আজ টালিগঞ্জের 113 নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ ৷ নির্বাচনী প্রচারে বেরিয়ে ভোট, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় এবং প্রতিপক্ষ বাম-কংগ্রেস জোট সমর্থিত সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সম্বন্ধে ইটিভি ভারতের সঙ্গে অকপট সায়নী ৷
ইটিভি ভারত: এই প্রচণ্ড গরমে এত এনার্জি পাচ্ছেন কোথা থেকে?
সায়নী ঘোষ: একটাই এনার্জি । মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি । সবাইকে নিয়ে চলছি । দলের কর্মী-সমর্থকদের এনার্জি আর স্ট্যামিনা এখানে কাজ করছে । তাঁদের সকলকে দেখে এমনিই এনার্জি পেয়ে যাচ্ছি ।
ইটিভি ভারত: প্রার্থী হিসেবে সৃজন ভট্টাচার্যকে কীভাবে দেখছেন?
সায়নী ঘোষ: সিপিএম কিংবা সৃজনকে এখনও দেখা যাচ্ছে সেটাই তো বড় কথা । কাজেই আমি কীভাবে দেখছি সেটা গুরুত্বপূর্ণ নয়, পশ্চিমবঙ্গের মানুষ তাঁদেরকে কীভাবে দেখছেন সেটাই বড় কথা । আর সৃজনকে মনে হয় না চোখে পড়ার মতো বা চোখ ধাঁধানোর মতো কোনও প্রার্থী ৷
ইটিভি ভারত: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায়ে চাকরি হারিয়েছেন অনেকে ৷ এই প্রসঙ্গে কী বলবেন?
সায়নী ঘোষ: এটা খুব কঠোর রায় দেওয়া হয়েছে । আমার মনে হয় এরকম কঠোর নির্ণয় নেওয়ার আগে আরও অনেক ন্যায় পরায়ণ হতে হতো । যোগ্য প্রার্থীদের পাশে আমাদের সরকার আছে । সুপ্রিম কোর্টে আমরা যাচ্ছি । মমতা'দি বলেছেন, "যতজন চাকরিহারা আছে তাঁদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে ।" এপ্রিল মাসের বেতন সম্পূর্ণভাবে হাত পাবেন চাকরিহারারা ৷
শুক্রবার রামনগর শিবতলা রোডের রাধাকৃষ্ণ মন্দির থেকে ব়্যালি শুরু করেন সায়নী ৷ সেখানে প্রথমে পুজো দেন তিনি । এরপর নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশনার মাধ্যমে বরণ করে নেন তাঁকে । সায়নীর সঙ্গে এদিন ভোটের প্রচারে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ৷
আরও পড়ুন: