ETV Bharat / state

জীবনকৃষ্ণ সাহার পর হানিস! ইডি আধিকারিকদের দেখেই পাশের বাড়ির ছাদে মোবাইল ছুড়ে ফেললেন ব্যবসায়ী

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 11:54 AM IST

Businessman throws mobile phone after ED Raids: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের দেখে নিজের মোবাইল ফোন ছুড়ে ফেললেন ব্যবসায়ী ৷ সেই দৃশ্য দেখে ফেললেন তদন্তকারী আধিকারিকরা ৷

ETV Bharat
মোবাইল ফোন ছাদ থেকে ছুড়লেন ব্যবসায়ী

কলকাতা, 13 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেখেই মোবাইল লুকাতে তৎপর ব্যবসায়ী ৷ বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার পথেই হাঁটলেন ব্যবসায়ী হানিস তোসিবাল ৷ গত বছরের এপ্রিল মাসে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তাঁর মোবাইলগুলি পুকুরে ফেলে দিয়েছিলেন ৷ পরে পুকুরের জল বের করে সেই মোবাইল উদ্ধার হয় ৷ গ্রেফতার হন জীবনকৃষ্ণ ৷

এদিকে মঙ্গলবার কৈখালীতে ব্যবসায়ী হানিসও তাঁর ফ্ল্যাট থেকে মোবাইল ছুড়ে ফেলে দিলেন ৷ এদিন সকালে রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে তাঁর ফ্ল্যাটে হানা দেয় ইডি ৷ সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷ সূত্রের খবর, দূর থেকে তদন্তকারীদের দেখে নিজের মোবাইল ফোনটি পাশের ফ্লাটের ছাদে ছুড়ে ফেলে দেন এই ব্যবসায়ী ৷ কিন্তু পুরো বিষয়টি দেখে ফেলেন তদন্তকারীরা ৷ তাঁদের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পাশের ফ্ল্যাটের ছাদে উঠে হানিসের মোবাইল ফোনটি উদ্ধার করে ৷

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তাঁর আবাসনে এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি ৷ জানা গিয়েছে, উত্তর 24 পরগনার রেশন দুর্নীতির বেতাজ বাদশা বলে পরিচিত বাকিবুর রহমান ৷ তিনি তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেও পরিচিত ৷ সেই বাকিবুরের ঘনিষ্ঠ এই হানিস ৷ তিনি শেয়ার লেনদেনের ব্যবসা করেন ৷

ইডি তদন্তকারী আধিকারিকদের দাবি, এই শেয়ার ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছিল বাকিবুর রহমান ৷ অন্য রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিত্বরাও রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা শেয়ারে বিনিয়োগ করেছিল ৷ সেখান থেকেই কোটি কোটি টাকা সাদা টাকায় রূপান্তরিত হয় ৷ হানিসের ফ্ল্যাট এখনও পর্যন্ত দু'টি ল্যাপটপ, একাধিক মোবাইল ফোন-সহ বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে ৷

আরও পড়ুন:

  1. চলছে জিজ্ঞাসাবাদ, পুকুরের জল শুকিয়ে বিধায়কের মোবাইল উদ্ধারের চেষ্টা সিবিআইয়ের
  2. জীবনকৃষ্ণের বাড়ি লাগোয়া জঙ্গলে মিলল 6 ব্যাগ !
  3. রাজ্যের হাতে থাকা রেশন দুর্নীতির এফয়াইয়ারে স্থগিতাদেশ হাইকোর্টের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.