ETV Bharat / state

CBI Raid at MLA House: জীবনকৃষ্ণের বাড়ি লাগোয়া জঙ্গলে মিলল 6 ব্যাগ !

author img

By

Published : Apr 15, 2023, 3:20 PM IST

জীবনকৃষ্ণ সাহার বসত বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার করা হল ছ'টি ব্যাগ ! শেষ পাওয়া খবর অনুসারে, তাঁর বড়ঞার বাড়িতে এখনও চলছে তল্লাশি অভিযান ৷ অন্যদিকে, বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ ৷

CBI seized six bags during Raid at TMC MLA Jiban Krishna Saha house in Burwan of Murshidabad
বিধায়কের বাড়িতে সিবিআই অভিযান
জঙ্গল থেকে উদ্ধার 6টি ব্যাগ

বড়ঞা (মুর্শিদাবাদ), 15 এপ্রিল: তাঁর নাকি এতটাই অহং বোধ যে মানুষজনকে বলতেন, তাঁকে ভোট দিয়ে জেতানোর কোনও প্রয়োজন নেই ! এলাকাবাসীর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারও করতেন ! উন্নয়নের জন্য কখনও কোনও কাজ করেননি ! বদলে চাকরি দেওয়ার নামে শুধুই মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন ! বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সম্পর্কে এমনই সব অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷ শুক্রবার থেকে তাঁর মুর্শিদাবাদের বড়ঞার বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই ৷ 24 ঘণ্টা কেটে গেলেও সেই তল্লাশি পর্ব শেষ হয়নি ৷ এই গোটা সময়টায় বাইরের কাউকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি ৷ বের হতে পারেননি বাড়ির ভিতরে থাকা মানুষজনও ৷ এরই মধ্যে বিধায়কের বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে ছ'টি ব্যাগ ! সেগুলি ঘিরে বাড়ছে রহস্য ৷

সম্প্রতি বাম আমলের শিক্ষা দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ৷ শুক্রবার সেই তাঁরই বাড়িতে পৌঁছে যায় সিবিআই ৷ শুরু হয় খানাতল্লাশি ৷ জীবনকৃষ্ণের বিরুদ্ধে রাজ্যের নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ সূত্রের দাবি, ইতিমধ্যেই বিধায়ককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তার মধ্যেই তিনি না কি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন ! তবে, গোয়েন্দারা তাঁর সেই উদ্যোগে জল ঢেলে দেন ! তাঁকে পাকড়াও করে পাঁচিল থেকে নামিয়ে আনা হয় ৷ আরও জানা গিয়েছে, সিবিআই অভিযান চলাকালীনই বাড়ির পিছনের পুকুরে দু'টি মোবাইল ও একটি পেনড্রাইভ ছুড়ে ফেলে দেন তিনি ! সেগুলি উদ্ধার করতে পাম্প বসিয়ে পুকুরে জল ছেঁচার কাজ শুরু হয়েছে ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা

এর পাশাপাশি, বিধায়কের বাড়ির আশপাশ ঘিরে থাকা জঙ্গলেও তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেই জঙ্গল থেকেই মিলেছে ছ'টি ব্য়াগ ! মনে করা হচ্ছে, ওই ব্যাগগুলির মধ্যে কোনও গুরুত্বপূর্ণ নথি বা তথ্যপ্রমাণ থাকতে পারে ৷ ফলে তা নিয়ে রহস্য বাড়ছে ৷ আর এসবের মধ্যেই বিধায়কের বিরুদ্ধে একটু একটু করে মুখ খুলছেন এলাকাবাসীর একাংশ ৷ বিধায়কের বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে তাঁদের ৷ এমনকী, কেউ কেউ জীবনকৃষ্ণকে গ্রেফতার করারও দাবি তুলেছেন !

জঙ্গল থেকে উদ্ধার 6টি ব্যাগ

বড়ঞা (মুর্শিদাবাদ), 15 এপ্রিল: তাঁর নাকি এতটাই অহং বোধ যে মানুষজনকে বলতেন, তাঁকে ভোট দিয়ে জেতানোর কোনও প্রয়োজন নেই ! এলাকাবাসীর সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারও করতেন ! উন্নয়নের জন্য কখনও কোনও কাজ করেননি ! বদলে চাকরি দেওয়ার নামে শুধুই মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন ! বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সম্পর্কে এমনই সব অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা ৷ শুক্রবার থেকে তাঁর মুর্শিদাবাদের বড়ঞার বাড়িতে তল্লাশি শুরু করেছে সিবিআই ৷ 24 ঘণ্টা কেটে গেলেও সেই তল্লাশি পর্ব শেষ হয়নি ৷ এই গোটা সময়টায় বাইরের কাউকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি ৷ বের হতে পারেননি বাড়ির ভিতরে থাকা মানুষজনও ৷ এরই মধ্যে বিধায়কের বাড়ির পিছনের জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে ছ'টি ব্যাগ ! সেগুলি ঘিরে বাড়ছে রহস্য ৷

সম্প্রতি বাম আমলের শিক্ষা দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ৷ শুক্রবার সেই তাঁরই বাড়িতে পৌঁছে যায় সিবিআই ৷ শুরু হয় খানাতল্লাশি ৷ জীবনকৃষ্ণের বিরুদ্ধে রাজ্যের নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ সূত্রের দাবি, ইতিমধ্যেই বিধায়ককে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তার মধ্যেই তিনি না কি পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন ! তবে, গোয়েন্দারা তাঁর সেই উদ্যোগে জল ঢেলে দেন ! তাঁকে পাকড়াও করে পাঁচিল থেকে নামিয়ে আনা হয় ৷ আরও জানা গিয়েছে, সিবিআই অভিযান চলাকালীনই বাড়ির পিছনের পুকুরে দু'টি মোবাইল ও একটি পেনড্রাইভ ছুড়ে ফেলে দেন তিনি ! সেগুলি উদ্ধার করতে পাম্প বসিয়ে পুকুরে জল ছেঁচার কাজ শুরু হয়েছে ৷

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানা

এর পাশাপাশি, বিধায়কের বাড়ির আশপাশ ঘিরে থাকা জঙ্গলেও তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা ৷ সেই জঙ্গল থেকেই মিলেছে ছ'টি ব্য়াগ ! মনে করা হচ্ছে, ওই ব্যাগগুলির মধ্যে কোনও গুরুত্বপূর্ণ নথি বা তথ্যপ্রমাণ থাকতে পারে ৷ ফলে তা নিয়ে রহস্য বাড়ছে ৷ আর এসবের মধ্যেই বিধায়কের বিরুদ্ধে একটু একটু করে মুখ খুলছেন এলাকাবাসীর একাংশ ৷ বিধায়কের বিরুদ্ধে হাজারো অভিযোগ রয়েছে তাঁদের ৷ এমনকী, কেউ কেউ জীবনকৃষ্ণকে গ্রেফতার করারও দাবি তুলেছেন !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.