ETV Bharat / technology

আইফোন 15 থেকে কতটা আলাদা নতুন iPhone 16 সিরিজ - iPhone 16 vs iPhone 15

Differences Between iPhone 16 and iPhone 15: আগামী 20 সেপ্টেম্বর থেকে অ্যাপলের নিজস্ব স্টোর এবং অন্যান্য স্টোর গুলিথেকে নতুন 16 সিরিজ হাতে পাবেন আইফোন প্রেমীরা ৷ তার আগে দেখে নিন 15 সিরিজের থেকে কতটা আলাদা আইফোন 16 ৷

author img

By ETV Bharat Tech Team

Published : Sep 11, 2024, 4:20 PM IST

IPHONE 16 VS IPHONE 15
iPhone 16 ও 15 (ফাইল ছবি)

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: আইফোন 16 কেমন হতে চলেছে তা নিয়ে আগে থেকেই জল্পনা ছিল আমজনতার মধ্যে ৷ অ্যাপলের পক্ষ থেকে অবশ্য আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আইফোন 16 সিরিজের থেকে বিস্তর আলাদা ৷ এই সিরিজের বেস মডেল iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max-এর ক্যামেরা আলাদা ৷ এবার তবে জেনে নেওয়া যাক আইফোন 15- থেকে আইফোন 16 কতটা আলাদা ৷ আইফোন 16 এবং15-এর মধ্যে প্রধান পাঁচটি পার্থক্য রয়েছে ৷

কবে থেকে কোথায় পাবেন iPhone 16 জেনে নিন বিস্তারিত

ডিজাইন এবং ডিসপ্লে কোয়ালিটি

আইফোন 16 এবং 15-এর স্ক্রিন 6.1 ইঞ্চি ৷ প্রো মডেলগুলির স্ক্রিনের সাইজ অবশ্য় বড় হয় ৷ আইফোন 15-এর মতো মেটাল ফ্রেম এবং ম্যাট গ্লাস সারফেস রয়েছে।

Differences Between iPhone 16 and iPhone 15
ক্যমেরার অবস্থান পরিবর্তন (বাঁ দিক থেকে আইফোন 15 ও আইফোন 16) ) (ফাইল ছবি)

অ্যাকশন সুইচ এবং ক্যামেরা কন্ট্রোল

উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে আর একটি হল অ্যাকশন বাটন যোগ করা হয়েছে iPhone 16 সিরিজে ৷ সাধারণত অ্যাকশন বাটন থাকত আইফোনের প্রো মডেলগুলিতে ৷ যেকোনও অ্যাপ সহজেই ব্যবহার করা যাবে ৷ এবার 16 সিরিজের বেস মডেলেও রয়েছে এই সুবিধা ৷ পাশাপাশি রয়েছে ক্যামেরা কন্ট্রোলের সুবিধাও ৷ ফলে ছবি তোলা আরও সহজ হবে ৷ iPhone 16 -এ থ্রি ডি (Spatial) ভিডিয়ো করার সুবিধা রয়েছে ৷

ঠিক কী কী কারণে কিনতে পারেন নতুন iPhone 16 সিরিজ

কর্মক্ষমতা এবং সফ্টওয়্যার

A18 চিপ, যা iPhone 16-কে আরও দ্রুত কাজে সাহায্য করে ৷ iPhone 15-এর A16 বায়োনিক চিপের থেকে এই নতুন চিপসেট আরও অত্যাধুনিক ৷ iPhone 16 এর 8GB RAM রয়েছে ৷ ফলে স্টোরেজও আরও বেশি আইফোন 15 এর থেকে ৷ 15 সিরিজে 6GB RAM ব্যবহার করা হয়েছিল ৷ নতুন 16 সিরিজে রয়েছে অ্যাপেল ইন্টেলিজন্স ৷

ক্যামেরা

আইফোন 16 এর ক্যামেরা15 এর চেয়ে বেশি অত্যাধুনিক ৷ এটিতে বিশেষ ডিজাইন এবং ক্যামেরা কন্ট্রোল বোতাম রয়েছে। যদিও আইফোন 15 ও আইফোন 16 উভয়ক্ষেত্রেই 48MP প্রাইমারি ক্যামেরা ৷ তবে আইফোন16 সিরিজে আল্ট্রা-ওয়াইড অ্যাপারচার এবং ম্যাক্রো শ্যুটিং ক্ষমতা রয়েছে ৷ ফলে কম আলোতও ছবি উন্নত করে।

বিভ্রান্ত! কোনটা কিনবেন আইফোন 16 নাকি গুগল পিক্সেল 9!

হ্যাপটিক্স এবং অডিয়ো গুণমান

আইফোন 16-এর স্পিকারগুলি অবশ্য খুব বেশি তফাৎ নেই আইফোন 15-এর তুলনায় ৷

ব্যাটারি এবং চার্জিং

iPhone 16-এর ব্যাটারি লাইফ আইফোন 15-এর তুলনায় সামান্য বেশি ৷ 15-এ 20 ঘণ্টার ভিডিয়ো প্লেব্যাকের সুবিধা আছে, নতুন 16 সিরিজে রয়েছে 22 ঘণ্টা ৷ ওয়্যারলেস চার্জিং দ্রুত হয় ৷ ম্যাগসেফ 15W এর পরিবর্তে 25W চার্জের সুবিধা আছে ৷ তারযুক্ত চার্জিং এখনও শুধুমাত্র 20W সমর্থন করে।

10 হাজারের কমে 5জি মোবাইল, দেখে নিন ইনফিনিক্স হট ৫০র ফিচার

হায়দরাবাদ, 11 সেপ্টেম্বর: আইফোন 16 কেমন হতে চলেছে তা নিয়ে আগে থেকেই জল্পনা ছিল আমজনতার মধ্যে ৷ অ্যাপলের পক্ষ থেকে অবশ্য আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল আইফোন 16 সিরিজের থেকে বিস্তর আলাদা ৷ এই সিরিজের বেস মডেল iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro এবং iPhone 16 Pro Max-এর ক্যামেরা আলাদা ৷ এবার তবে জেনে নেওয়া যাক আইফোন 15- থেকে আইফোন 16 কতটা আলাদা ৷ আইফোন 16 এবং15-এর মধ্যে প্রধান পাঁচটি পার্থক্য রয়েছে ৷

কবে থেকে কোথায় পাবেন iPhone 16 জেনে নিন বিস্তারিত

ডিজাইন এবং ডিসপ্লে কোয়ালিটি

আইফোন 16 এবং 15-এর স্ক্রিন 6.1 ইঞ্চি ৷ প্রো মডেলগুলির স্ক্রিনের সাইজ অবশ্য় বড় হয় ৷ আইফোন 15-এর মতো মেটাল ফ্রেম এবং ম্যাট গ্লাস সারফেস রয়েছে।

Differences Between iPhone 16 and iPhone 15
ক্যমেরার অবস্থান পরিবর্তন (বাঁ দিক থেকে আইফোন 15 ও আইফোন 16) ) (ফাইল ছবি)

অ্যাকশন সুইচ এবং ক্যামেরা কন্ট্রোল

উল্লেখযোগ্য পরিবর্তনগুলির মধ্যে আর একটি হল অ্যাকশন বাটন যোগ করা হয়েছে iPhone 16 সিরিজে ৷ সাধারণত অ্যাকশন বাটন থাকত আইফোনের প্রো মডেলগুলিতে ৷ যেকোনও অ্যাপ সহজেই ব্যবহার করা যাবে ৷ এবার 16 সিরিজের বেস মডেলেও রয়েছে এই সুবিধা ৷ পাশাপাশি রয়েছে ক্যামেরা কন্ট্রোলের সুবিধাও ৷ ফলে ছবি তোলা আরও সহজ হবে ৷ iPhone 16 -এ থ্রি ডি (Spatial) ভিডিয়ো করার সুবিধা রয়েছে ৷

ঠিক কী কী কারণে কিনতে পারেন নতুন iPhone 16 সিরিজ

কর্মক্ষমতা এবং সফ্টওয়্যার

A18 চিপ, যা iPhone 16-কে আরও দ্রুত কাজে সাহায্য করে ৷ iPhone 15-এর A16 বায়োনিক চিপের থেকে এই নতুন চিপসেট আরও অত্যাধুনিক ৷ iPhone 16 এর 8GB RAM রয়েছে ৷ ফলে স্টোরেজও আরও বেশি আইফোন 15 এর থেকে ৷ 15 সিরিজে 6GB RAM ব্যবহার করা হয়েছিল ৷ নতুন 16 সিরিজে রয়েছে অ্যাপেল ইন্টেলিজন্স ৷

ক্যামেরা

আইফোন 16 এর ক্যামেরা15 এর চেয়ে বেশি অত্যাধুনিক ৷ এটিতে বিশেষ ডিজাইন এবং ক্যামেরা কন্ট্রোল বোতাম রয়েছে। যদিও আইফোন 15 ও আইফোন 16 উভয়ক্ষেত্রেই 48MP প্রাইমারি ক্যামেরা ৷ তবে আইফোন16 সিরিজে আল্ট্রা-ওয়াইড অ্যাপারচার এবং ম্যাক্রো শ্যুটিং ক্ষমতা রয়েছে ৷ ফলে কম আলোতও ছবি উন্নত করে।

বিভ্রান্ত! কোনটা কিনবেন আইফোন 16 নাকি গুগল পিক্সেল 9!

হ্যাপটিক্স এবং অডিয়ো গুণমান

আইফোন 16-এর স্পিকারগুলি অবশ্য খুব বেশি তফাৎ নেই আইফোন 15-এর তুলনায় ৷

ব্যাটারি এবং চার্জিং

iPhone 16-এর ব্যাটারি লাইফ আইফোন 15-এর তুলনায় সামান্য বেশি ৷ 15-এ 20 ঘণ্টার ভিডিয়ো প্লেব্যাকের সুবিধা আছে, নতুন 16 সিরিজে রয়েছে 22 ঘণ্টা ৷ ওয়্যারলেস চার্জিং দ্রুত হয় ৷ ম্যাগসেফ 15W এর পরিবর্তে 25W চার্জের সুবিধা আছে ৷ তারযুক্ত চার্জিং এখনও শুধুমাত্র 20W সমর্থন করে।

10 হাজারের কমে 5জি মোবাইল, দেখে নিন ইনফিনিক্স হট ৫০র ফিচার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.