ETV Bharat / state

ট্রেনে চড়লেন সৌমিত্র, সুজাতা মাতলেন আদিবাসী নৃত্যে; ভোট প্রচারে সরগরম মল্লগড়

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 10:00 PM IST

Etv Bharat
Etv Bharat

Saumitra and Sujata on Election Campaign: ভোটের লড়াইয়ে আজ তাঁরা পরস্পরের প্রতিপক্ষ ৷ বিষ্ণুপুর এবারের ভোটযুদ্ধে দেখবে প্রাক্তন স্বামী-স্ত্রীর একে অপরকে টক্কর দেওয়ার লড়াই ৷ মানুষের সঙ্গে মিশে প্রচারে মন দিলেন দু'জনেই ৷ বাকবিতণ্ডা নয়, অন্য মুডে প্রচার সারলেন সৌমিত্র-সুজাতা ৷

ভোট প্রচারে সুজাতা-সৌমিত্র

বিষ্ণুপুর, 18 মার্চ: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা ৷ পিছিয়ে নেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের শাসক-বিরোধী দুই প্রার্থী ৷ এই কেন্দ্রের চমক, প্রাক্তন স্বামী-স্ত্রী একে অপরের প্রতিপক্ষ ৷ বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বরাবর দেখা গিয়েছে তাঁরা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করেছেন ৷ তবে সোমবার তাঁদের দেখা গেল অন্যরকম প্রচারে ৷

মানুষের কাছে পৌঁছতে একজন লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে উঠলেন। অন্য জন আদিবাসী গ্রামে গিয়ে মারাংবুরুর পুজো করে মহিলাদের সঙ্গে কোমর দোলালেন ৷ বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সোনামুখী থেকে মশাগ্রাম স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনে চেপে ভোট চাইলেন যাত্রীদের কাছে ৷ ঝালমুড়ি খেতে খেতেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করলেন। জানালেন, চার বছর অক্লান্ত পরিশ্রম করে বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া রেলপথের কাজ করেছেন ৷ প্রতিশ্রুতি দিলেন অপূর্ণ কাজ সম্পূর্ণ করবেন। ফের জিতলে এলাকার আরও উন্নয়ন করবেন ৷

অপরদিকে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল বাঁকুড়ার বেনাচাপড়ার আদিবাসী গ্রামে গিয়ে মারাংবুরুর পুজো করলেন ৷ সামিল হলেন আদিবাসী নৃত্যে ৷ লালপাড় শাড়ি পরে ধামসা-মাদলের তালে কোমর দোলানোর পাশাপাশি করলেন নির্বাচনী প্রচারও ৷ ভোটযুদ্ধের ময়দানে প্রাক্তন স্বামী-স্ত্রীর লড়াইয়ের দিকে তাকিয়ে সকলেই। দুই পক্ষই জনতার দরবারে পৌঁছে যাওয়াক অভিনব প্রয়াস চালালেও জনতার রায়ে শেষ হাসিটা কে হাসেন সেটা বলবে সময়। পাশাপাশি কংগ্রেস ও সিপিএমের তরফ থেকে এখানে কাকে প্রার্থী করা হয় সেটাও সবদিক থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন :

  1. 'অতীত' ভুলে বিষ্ণুপুরে ব্যবধান বাড়ানো লক্ষ্য সৌমিত্রর, 'অর্বাচীন' মন্তব্য তৃণমূল প্রার্থী প্রাক্তন স্ত্রীর
  2. তৃণমূলের 'চোখ উপড়ে' নেওয়ার হুমকি সৌমিত্রের, কটাক্ষ সুজাতার
  3. সৌমিত্রকে 'লম্পট' অ্যাখ্যা দিয়ে বিষ্ণুপুরে সুজাতার ব্রিগেড চলোর প্রচার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.