ETV Bharat / state

'অতীত' ভুলে বিষ্ণুপুরে ব্যবধান বাড়ানো লক্ষ্য সৌমিত্রর, 'অর্বাচীন' মন্তব্য তৃণমূল প্রার্থী প্রাক্তন স্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 10:28 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Soumitra Khan and Sujata Mondal Battle in Bishnupur Lok Sabha: বিষ্ণুপুর লোকসভায় যুযুধান প্রাক্তন স্বামী-স্ত্রী, তথা বিজেপি ও তৃণমূলের দুই প্রার্থী সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল ৷ যেখানে প্রতিপক্ষকে গুরুত্ব দিতে নারাজ কোনও পক্ষই ৷ তবে, একজন যখন অতীতের কথা মনে করার পরামর্শ দিচ্ছেন ৷ তখন অপরজন, সেই সবকে হেলায় উড়িয়ে দিচ্ছেন ৷

'অতীত' ভুলে বিষ্ণুপুরে ব্যবধান বাড়ানো লক্ষ্য সৌমিত্রর

বাঁকুড়া, 12 মার্চ: পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে, নাকি চলচ্চিত্রের নাটকীয় স্ক্রিপ্ট লেখা চলছে, তা বোঝা দুষ্কর ৷ অন্তত বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল ও বিজেপির দুই প্রার্থী এবং তাঁদের হাবভাবে সংশয় তৈরি হতেই পারে ৷ এই কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর প্রতিদ্বন্দ্বী তাঁর প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল ৷ তৃণমূলের টিকিটে নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি ৷ যদিও, 2019 লোকসভা নির্বাচনে আইনি জটিলতার কারণে, সৌমিত্রর হয়ে প্রচার করেছিলেন সুজাতাই ৷ আজ তাঁরা একে অপরের বিপক্ষে ৷

নির্বাচনী মঞ্চের এই দ্বৈরথ এখন বাকযুদ্ধে গড়িয়েছে ৷ যা একপ্রকার ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছে গিয়েছে ৷ বিজেপি প্রার্থীকে নিয়ে তৃণমূলের সুজাতাকে প্রশ্ন করা হলে তাঁর জবাব, "আমার আক্ষেপ ভোটের ময়দানে বিজেপিক প্রার্থী কোনও প্রতিদ্বন্দ্বী নয় ৷ গত 10 বছরে বিষ্ণুপুরের ভোটাররা একটা অপদার্থকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে ৷ কিন্তু, বিষ্ণুপুরের সাতটি বিধানসভায় একটা ভালো কাজও করে দেখাতে পারেনি ৷ তাই আমার সামনে বিজেপির প্রার্থী কোনও প্রতিদ্বন্দ্বী নয় ৷ আমার লড়াই বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ৷ নির্বাচনে জিতে বিষ্ণুপুরের মানুষের জন্য কাজ করা ও তাদের দাবিপূরণ করাই আমার লক্ষ্য ৷"

এপর্যন্ত বিষয়টি রাজনীতির ময়দানে দাঁড়িয়ে একজন প্রতিপক্ষের সমালোচনা ছিল ৷ কিন্তু, সৌমিত্র খাঁ তৃণমূল প্রার্থীকে হিসেবের মধ্যেই রাখছেন না, শুনে কার্যত ব্যক্তিগত আক্রমণ চলে গেলেন প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল ৷ তাঁর কথায়, "ওসব অবার্চীনকে নিয়ে কোনও প্রশ্ন করবেন না ৷ উনি গত 5 বছরে বিষ্ণুপুরের মানুষের জন্য সময় দিতে পারেননি ৷ এখন ভোটের সময় এসেছেন ৷ নতুন বিয়ে করেছেন, গিয়ে হানিমুন পিরিয়ড এনজয় করুন ৷"

উল্লেখ্য, 2019 লোকসভা নির্বাচনে আইনি জটিলতার কারণে বিষ্ণুপুরে প্রচার দূর, প্রবেশ পর্যন্ত করতে পারেননি সৌমিত্র খাঁ ৷ সেই সময় বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করেছিলেন 'স্ত্রী' সুজাতা ৷ বলতে গেলে তাঁর হাত ধরেই দ্বিতীয়বার বিষ্ণুপুরের সাংসদ নির্বাচিত হয়েছিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সৌমিত্র ৷ কিন্তু, সেসবের কোনও গুরুত্ব এখন বিষ্ণুপুরের সাংসদের কাছে নেই ৷ মুখের উপর স্পষ্ট সেকথা বলেও দিলেন তিনি ৷

সৌমিত্রর কথায়, "বিষ্ণুপুর লোকসভায় কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব ভোটে দাঁড়ালে প্রতিদ্বন্দ্বিতা হত ৷ রাজনীতি নিয়ে উন্নয়ন নিয়ে আলোচনা হত ৷ কিন্তু, যিনি ভোটে দাঁড়িয়েছেন, তাতে অনেক রেকর্ড আগে ভেঙেছি ভারতীয় জনতা পার্টির হয়ে ৷ এবার পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় ব্যবধানে বিষ্ণুপুর লোকসভা থেকে জিতব ৷" এরপরেই 2019 লোকসভায় তাঁর হয়ে সুজাতা মণ্ডলের প্রচারের প্রসঙ্গ তুলতেই, রীতিমতো বিরক্তিপ্রকাশ করতে দেখা সৌমিত্র খাঁকে ৷ তিনি বলেন, "আমি আপনাদের যেটা বলছি শুনুন ৷ 2019 সালে কী হয়েছে, সেটা ভুলে যান ৷ এবারের নির্বাচনে বিষ্ণুপুরের ব্যবধান চার লাখ ছাড়িয়ে যাবে ৷"

বাকযুদ্ধের মধ্যেই দুই প্রার্থী জোরকদমে প্রচারে নেমে পড়েছেন ৷ বাড়ি-বাড়ি ঘুরে জনসংযোগ করছেন সৌমিত্র এবং সুজাতা ৷ আর যা নিয়ে সুজাতা দাবি করেছেন, গত 5 বছর ধরে তিনি বিষ্ণুপুরের মাটিতে পড়ে রয়েছেন ৷ মানুষের সুখে ও দুঃখে পাশে থেকেছেন ৷ বিষ্ণুপুরের মানুষের দাবিতে তাঁকে তৃণমূল প্রার্থী করেছে ৷ তাই তাঁর কাছে নতুন করে কোনও প্রচার নয় ৷ মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে আসছেন ৷ অন্যদিকে, সৌমিত্র খাঁর প্রচার কিছুটা ম্যাড়ম্যাড়ে দেখাল ৷ তাঁর সঙ্গে যেমন দলীয় নেতা কর্মীর সংখ্যা ছিল হাতেগোনা ৷ তেমনি, সাংসদকে দেখে মানুষের মধ্যেও সেই উৎসাহ চোখে পড়ল না ৷ এর অর্থ কী ? তার জবাব দেবে ভোটবাক্স ও ভবিষ্যৎ ৷

আরও পড়ুন:

  1. সৌমিত্রকে 'লম্পট' অ্যাখ্যা দিয়ে বিষ্ণুপুরে সুজাতার ব্রিগেড চলোর প্রচার
  2. হুগলিতে ‘দিদি নম্বর ওয়ান’, বিষ্ণুপুরে ‘প্রাক্তন’; লোকসভায় সেয়ানে সেয়ানে কোলাকুলি
  3. মমতাকে 'মহিষাসুরমর্দিনী' অ্যাখ্যা দিয়ে ভোটের প্রচার শুরু কীর্তি আজাদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.