ETV Bharat / state

মুর্শিদাবাদে 'সন্ত্রাস'! ইভিএম খারাপ, একাধিক বোমাবাজির ঘটনায় কাঠগড়ায় তৃণমূল - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 10:35 AM IST

Updated : May 7, 2024, 11:11 AM IST

Third Phase of Lok Sabha Election: দেশ তথা রাজ্যজুড়ে মঙ্গলবার রাজ্যের চারটি কেন্দ্রে চলছে লোকসভা নির্বাচন। ভোট হচ্ছে মালদা (উত্তর), মালদা (দক্ষিণ) মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে। পাশাপাশি উপনির্বাচন রয়েছে ভগবানগোলা বিধানসভা কেন্দ্রে। এদিন সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্য়ে মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় বোমাবাজির অভিযোগ ওঠে ৷ সেইসঙ্গে ইভিএম খারাপের অভিযোগও উঠেছে ৷

Third Phase of Lok Sabha Election
একাধিক বোমাবাজি মুর্শিদাবাদে (নিজস্ব চিত্র)

মুর্শিদাবাদে 'সন্ত্রাস' (ইটিভি ভারত)

মুর্শিদাবাদ, 7 মে: তৃতীয় দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ সকাল 7টা থেকে শুরু হয়ে গিয়েছে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদে ভোটগ্রহণ চলছে। কিন্তু ভোট শুরু হতেই উত্তপ্ত মুর্শিদাবাদ। বিক্ষিপ্তভাবে অশান্তির খবর আসছে নানা দিক থেকেই। ডোমকল, হরিহরপাড়া, রানিনগর, ভগবানগোলায় বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত তৃণমূল ৷ উল্লেখ্য, গতকালই মুর্শিদাবাদের দুই থানা থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর পরিমাণে বোমা। বেলডাঙা থানার মাড্ডা থেকে উদ্ধার হয়েছে 18টি সকেট বোমা। অন্যদিকে, সাগরপাড়া থানার জয়পুরে উদ্ধার হয়েছে আরও 12টি বোমা। নির্বাচনের আগের দিন বোমা উদ্ধারে এলাকায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷

ভোটের দিন সকালে হরিহরপাড়ার অঞ্চল কংগ্রেস সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার পাথরঘাটা এলাকায়। কংগ্রেসের অভিযোগ, ভোটারদেরকে ভয় দেখানোর উদ্দেশ্যে কংগ্রেসের অঞ্চল সভাপতির বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । ঘটনাস্থলে পৌঁছে হরিহরপাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

আজ সকালে ডোমকলের 254 ও 255 নম্বর বুথে সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে । সেইসঙ্গে মোটরবাইকও ভাঙচুর করা হয় ৷ এদিন বোমাবাজির পাশাপাশি আরও কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে ৷ মুর্শিদাবাদের ডোমকল দক্ষিণ নগর মাঠপাড়া 145 নম্বর বুথে ভোটারদের ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে ৷ অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধে। খবর শুনেই পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয় ঘটনাস্থলে। বর্তমানে পরিস্থিতি রয়েছে নিয়ন্ত্রণে।

ভোট শুরুর মুহূর্তে ইভিএম বিকল জলঙ্গির টিকরবাড়িয়াতে। তাই ভোটগ্রহণ বন্ধ ছিল। বুথ নম্বর 197। পাশাপাশি ইভিএম বিভ্রান্তের ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের কালীমন্দির এলাকার 18 নম্বর বুথে ৷ উল্লেখ্য, দিন সাতেক আগে বেলডাঙায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ৷ বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়ির রান্নাঘরের টালির চাল উড়ে যায়। তার আগে রেজিনগর থানার নাজিরপুরে বিস্ফোরণের তীব্রতায় আতঙ্ক ছড়িয়েছিল। উদ্ধার হয়েছিল 24টি তাজা বোমা ৷

আরও পড়ুন:

  1. ভোটের আগে মুর্শিদাবাদের দু'জায়গা থেকে উদ্ধার প্রচুর তাজা বোমা, আতঙ্ক এলাকায়
  2. পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত নাবালক, বিজেপির পথ অবরোধ
  3. উদ্ধার 35টি বোমা, ভোটের আগে আশঙ্কিত ডোমকলবাসী
Last Updated :May 7, 2024, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.