ETV Bharat / state

কাওয়াখালিতে সাড়ে 4 হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করলেন মোদি

PM Modi in North Bengal: শিলিগুড়ির কাওয়াখালির মঞ্চ থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এদিনের এই মঞ্চ থেকে 4 হাজার 5000 কোটি টাকার রেল ও সড়ক সেক্টরের একাধিক উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন হল মোদির হাত ধরে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 7:59 PM IST

কাওয়াখালিতে মোদি
PM Modi in North Bengal

শিলিগুড়ি, 9 মার্চ: শনিবার শিলিগুড়ি থেকে রাজ্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারি এই সভায় সাড়ে 4 হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন। সেই সঙ্গে শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে গত 10 বছরে কেন্দ্রীয় সরকারের উন্নতি ও সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঞ্চে এদিন মোদির পাশেই ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, জন বার্লা এবং সাংসদ রাজু বিস্ত। কী সেই প্রকল্প...

  • একলাখি-বালুরঘাট রেল প্রকল্প
  • শিলিগুড়ি-রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেনের সূচনা
  • শিলিগুড়ি জংশন-আলুয়াবাড়ি রেল প্রকল্প
  • বারসই-রাধিকাপুর রেল প্রকল্প
  • 27 নম্বর জাতীয় সড়কের ঘোসপুকুর-ধূপগুড়ি শাখার ফোর লেন,
  • ইসলামপুর বাইপাসের উদ্বোধন
  • রানিনগর জলপাইগুড়ি-হলদিবাড়ি সেকশন
  • বাগডোগরা হয়ে শিলিগুড়ি-আলুয়াবাড়ি সেকশন
  • মণিগ্রাম-নিমতিতা সেকশনে রেললাইন
  • আমবাড়ি-ফালাকাটা-আলুয়াবাড়ি সেকশনে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং প্রকল্পের উদ্বোধন

এদিন নরেন্দ্র মোদি আরও বলেন, "পূর্ব ভারত দেশের উন্নয়নের গ্রোথ ইঞ্জিন। বাংলার উন্নয়নে আরও সাহায্য করব। অমৃত ভারত প্রকল্পে শামিল হয়েছে শিলিগুড়ি স্টেশন। স্বাধীনতার পর থেকে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়নি। আগে রেলে বাংলার বরাদ্দ ছিল 4 হাজার কোটি ৷ এখন তা বেড়ে 14 হাজার কোটিতে দাঁড়িয়েছে ৷ এনজেপি থেকে বাংলাদেশ পর্যন্ত ট্রেন চালু হয়েছে।"

মার্চের প্রথম 9 দিনের মধ্যে এদিন নিয়ে টানা চারবার বঙ্গসফর করলেন প্রধানমন্ত্রী। আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসতের পর শনিবার এলেন শিলিগুড়ি ৷ আরামবাগে 7 হাজার 200 কোটি টাকার প্রকল্পের সূচনা করেন মোদি। এরপরই নদিয়ার কৃষ্ণনগরে 15 হাজার কোটিকার প্রকল্পের উন্মোচন হয়। তিনি 6 মার্চ কলকাতায় প্রথম আন্ডারওয়াটার মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেন ৷ এদিন সরকারি অনুষ্ঠানের উত্তরবঙ্গে গত 10 বছরে কেন্দ্রীয় সরকার কী কী উন্নতি করেছে তার খতিয়ান তুলে ধরেন মোদি। প্রাকৃতিক সৌন্দর্য ও চায়ের জন্য বাংলা তথা উত্তরবঙ্গ বিখ্যাত। এমনটাই বলেন মোদি। স্বাধীনতার পর থেকে পূর্ব-ভারতের জন্য কোনও কাজ হয়নি বলে অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন:

  1. গোর্খা-সমস্যা সমাধানের দোড়গোড়ায়, পাশে থাকুন: নরেন্দ্র মোদি
  2. অভিজিতের মতোই প্রার্থী ঘোষণার আগে অভিষেকের নামে দেওয়াল লিখন ডায়মন্ড হারবারে
  3. তৃণমূলের ব্রিগেড সভাকে 'জলসা ও ফ্যাশন প্যারেড' বলে কটাক্ষ শুভেন্দুর, পালটা ফিরহাদের

শিলিগুড়ি, 9 মার্চ: শনিবার শিলিগুড়ি থেকে রাজ্যের একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সরকারি এই সভায় সাড়ে 4 হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেন। সেই সঙ্গে শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে গত 10 বছরে কেন্দ্রীয় সরকারের উন্নতি ও সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঞ্চে এদিন মোদির পাশেই ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, জন বার্লা এবং সাংসদ রাজু বিস্ত। কী সেই প্রকল্প...

  • একলাখি-বালুরঘাট রেল প্রকল্প
  • শিলিগুড়ি-রাধিকাপুর প্যাসেঞ্জার ট্রেনের সূচনা
  • শিলিগুড়ি জংশন-আলুয়াবাড়ি রেল প্রকল্প
  • বারসই-রাধিকাপুর রেল প্রকল্প
  • 27 নম্বর জাতীয় সড়কের ঘোসপুকুর-ধূপগুড়ি শাখার ফোর লেন,
  • ইসলামপুর বাইপাসের উদ্বোধন
  • রানিনগর জলপাইগুড়ি-হলদিবাড়ি সেকশন
  • বাগডোগরা হয়ে শিলিগুড়ি-আলুয়াবাড়ি সেকশন
  • মণিগ্রাম-নিমতিতা সেকশনে রেললাইন
  • আমবাড়ি-ফালাকাটা-আলুয়াবাড়ি সেকশনে স্বয়ংক্রিয় ব্লক সিগন্যালিং প্রকল্পের উদ্বোধন

এদিন নরেন্দ্র মোদি আরও বলেন, "পূর্ব ভারত দেশের উন্নয়নের গ্রোথ ইঞ্জিন। বাংলার উন্নয়নে আরও সাহায্য করব। অমৃত ভারত প্রকল্পে শামিল হয়েছে শিলিগুড়ি স্টেশন। স্বাধীনতার পর থেকে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়নি। আগে রেলে বাংলার বরাদ্দ ছিল 4 হাজার কোটি ৷ এখন তা বেড়ে 14 হাজার কোটিতে দাঁড়িয়েছে ৷ এনজেপি থেকে বাংলাদেশ পর্যন্ত ট্রেন চালু হয়েছে।"

মার্চের প্রথম 9 দিনের মধ্যে এদিন নিয়ে টানা চারবার বঙ্গসফর করলেন প্রধানমন্ত্রী। আরামবাগ, কৃষ্ণনগর ও বারাসতের পর শনিবার এলেন শিলিগুড়ি ৷ আরামবাগে 7 হাজার 200 কোটি টাকার প্রকল্পের সূচনা করেন মোদি। এরপরই নদিয়ার কৃষ্ণনগরে 15 হাজার কোটিকার প্রকল্পের উন্মোচন হয়। তিনি 6 মার্চ কলকাতায় প্রথম আন্ডারওয়াটার মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করেন ৷ এদিন সরকারি অনুষ্ঠানের উত্তরবঙ্গে গত 10 বছরে কেন্দ্রীয় সরকার কী কী উন্নতি করেছে তার খতিয়ান তুলে ধরেন মোদি। প্রাকৃতিক সৌন্দর্য ও চায়ের জন্য বাংলা তথা উত্তরবঙ্গ বিখ্যাত। এমনটাই বলেন মোদি। স্বাধীনতার পর থেকে পূর্ব-ভারতের জন্য কোনও কাজ হয়নি বলে অভিযোগ তোলেন তিনি।

আরও পড়ুন:

  1. গোর্খা-সমস্যা সমাধানের দোড়গোড়ায়, পাশে থাকুন: নরেন্দ্র মোদি
  2. অভিজিতের মতোই প্রার্থী ঘোষণার আগে অভিষেকের নামে দেওয়াল লিখন ডায়মন্ড হারবারে
  3. তৃণমূলের ব্রিগেড সভাকে 'জলসা ও ফ্যাশন প্যারেড' বলে কটাক্ষ শুভেন্দুর, পালটা ফিরহাদের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.