ETV Bharat / state

অভিজিতের মতোই প্রার্থী ঘোষণার আগে অভিষেকের নামে দেওয়াল লিখন ডায়মন্ড হারবারে

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 6:08 PM IST

Updated : Mar 9, 2024, 7:13 PM IST

Abhishek Banerjee
অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: চব্বিশে জয়ের লক্ষ্যমাত্রা আগেই দলীয় নেতৃত্বকে নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই প্রচারে কোনওরকম খামতি রাখতে নারাজ নেতৃত্ব। শনিবার ডায়মন্ড হারবারে দেওয়াল লিখন শুরু করে স্থানীয় নেতৃত্ব জানিয়ে দিল, তারা জয় সম্বন্ধে একশো শতাংশ নিশ্চিত ৷ এমনকী সংখ্য়ালঘু অধ্য়ুষিত এই কেন্দ্রে আইএসএফ'কেও তারা গুরুত্ব দিতে নারাজ ৷

অভিষেকের নামে দেওয়াল লিখন শুরু ডায়মন্ড হারবারে

ডায়মন্ড হারবার, 9 মার্চ: শনিবার ডায়মন্ড হারবারে লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হল ৷ আর গতকাল সদ্য বিজেপিতে যোগ দেওয়ার পর প্রার্থী হিসেবে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন দেখা গিয়েছে ৷ জায়গা দু'টি আলাদা হলেও একটি বিষয়ে মিল রয়েছে ৷ দল থেকে প্রার্থী ঘোষণা না-হলেও তৃণমূল থেকে অভিষেকের নাম ও বিজেপি থেকে অভিজিতের নাম দেওয়ালে লেখা হয়েছে ৷

ডায়মন্ড হারবারে প্রার্থী তালিকা ঘোষণা না-হলেও স্থানীয় তৃণমূল নেতৃত্ব এক প্রকার নিশ্চিত এখান থেকে তৃতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী লড়াই লড়বেন। এদিকে, তমলুক কেন্দ্রের বিভিন্ন জায়গায় শুক্রবার সকালে চোখে পড়ে বিজেপির দেওয়াল লিখন। তাতে পদ্মফুলের চিহ্নের পাশে জ্বল জ্বল করছে অভিজিতের নাম। এভাবে প্রার্থী ঘোষণা না-হলেও দেওয়াল লিখন নিয়ে জোর চর্চা রাজনৈতিক মহলে ৷

উল্লেখ্য, রাজনৈতিক মহলে জল্পনা সদ্য বিজেপিতে যোগ দেওয়া হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির হয়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আসরে অবতীর্ণ নামতে চলেছেন। যদিও এখনও পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের কোনওদলই তাদের প্রার্থী ঘোষণা করেনি। তবে, তৃণমূলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখে আবারও তাঁকে ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে জয়ী করার জন্য ইতিমধ্যেই ভোট ময়দানে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা।

Abhishek Banerjee
অভিষেকের নামে দেওয়াল লিখন শুরু ডায়মন্ড হারবারে

উল্লেখ্য, বিচারপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন কি না, ইই প্রসঙ্গে 'প্রাক্তন' বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, "তাহলে একটা মিনিংফুল লড়াই হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একজন প্রকৃত রাজনীতিবিদ হিসেবে মনে করি। কোনও তালপাতার সেপাইকে আমি দুষ্কৃতীর বেশি অন্য কোনও সম্মান দিতে পারব না।"

এখানে কাকে 'তালপাতার সেপাই' বলছেন, সেই নামটা কেন তিনি নিচ্ছেন না, সেই প্রশ্নের জবাবে অভিজিৎ বলেন, "না, নাম নিতে পারব না।" কে 'তালপাতার সেপাই?' জানতে চাওয়া হলে অভিজিৎ ব্যাখ্যা করে বলেন, "তাঁকে আপনারা সেনাপতি বলেন!" উল্লেখ্য়, তৃণমূলের অন্দরে এবং বাইরে 'সেনাপতি' হিসাবে উল্লেখ করা হয় অভিষেককেই ৷ শনিবার প্রচার শুরু করে বিধায়ক পান্নালাল হালদার বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দিনের থেকে আরও বেশি ভোটে জয়লাভ করবেন। নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তার জমানত বাজেয়াপ্ত হবে।"

আরও পড়ুন:

  1. ভাঙছে প্রথা ! ব্রিগেডে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা মমতার
  2. তৃণমূলের ব্রিগেড সভাকে 'জলসা ও ফ্যাশন প্যারেড' বলে কটাক্ষ শুভেন্দুর, পালটা ফিরহাদের
  3. 'ভাঙছে মমতার দল, নো ভোট টু তৃণমূল', বিজেপির ব্যাট হাতে ময়দানে অভিজিৎ
Last Updated :Mar 9, 2024, 7:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.