ETV Bharat / state

দেশে প্রথম নদীর নীচে মেট্রো ছুটল কলকাতায়, উদ্বোধনের পর সফর প্রধানমন্ত্রীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 10:34 AM IST

Updated : Mar 6, 2024, 2:20 PM IST

PM Modi inaugurates countrys first underwater metro: বুধবার এসপ্ল্যানেড থেকেই পুনে এবং উত্তর প্রদেশের একাধিক মেট্রো রুটেরও উদ্বোধন করেন মোদি ৷ সবকটি রুটের উদ্বোধনের পর এদিন ধর্মতলা থেকে গঙ্গার নীচ দিয়ে মোট্রোয় যাত্রাও করেন প্রধানমন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতায় নদীর নীচে মেট্রো সফরে প্রধানমন্ত্রী

কলকাতা, 6 মার্চ: এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান দেশের প্রথম নদীর নীচে মেট্রো পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ একইসঙ্গে বুধবার রুবি-গড়িয়া এবং তারাতলা-মাঝেরহাট আরও দু'টি মেট্রো রুটেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ৷ পাশাপাশি বুধবার এসপ্ল্যানেড থেকেই পুনে এবং উত্তর প্রদেশের একাধিক মেট্রো রুটেরও উদ্বোধন করেন মোদি ৷ সবকটি রুটের উদ্বোধনের পর এদিন ধর্মতলা থেকে গঙ্গার নীচ দিয়ে মোট্রো সফরেও সামিল হলেন প্রধানমন্ত্রী ৷ তাঁর সঙ্গে বেশ কিছু স্কুলের ছাত্রছাত্রীরাও সেই মেট্রোয় গঙ্গার নীচ দিয়ে যাত্রা করে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একঝলক দেখার জন্য এদিন সকাল থেকেই ভিড় জমেছিল এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখে জনতার উদ্দেশে হাত নাড়তে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপরই এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে মেট্রো উদ্বোধনের অনুষ্ঠানে চলে আসেন মোদি ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর স্কুলপড়ুয়াদের সঙ্গে মেট্রোয় সফরও করেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে স্কুলপড়ুয়াদের সঙ্গে হালকা চালে খোশমেজাজে আলাপচারিতা গল্পে মেতে উঠতে দেখা গেল প্রদানমন্ত্রীকে ৷ মেট্রো আধিকারিকদের সঙ্গেও বেশ কিছু কথাও বলেন তিনি ৷

এরপর এদিন বারাসতে রাজনৈতিক কর্মসূচিও ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। মঙ্গলবারই তিনি কলকাতায় পৌঁছে গিয়েছিলেন। এদিন সকাল সওয়া 10টা নাগাদ মেট্রো উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের পর এদিন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, "কলকাতাবাসীর কাছে এটি অত্যন্ত বিশেষ দিন ৷ কারণ, শহরের মেট্রো ব্যবস্থার উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটল। এর ফলে যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে এবং যানজট কমবে। এটি এক গর্বের মুহূর্ত যে, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড মেট্রো শাখায় নদীর নীচে দিয়ে দেশের প্রথম জলনিম্নস্থ মেট্রো পরিবহন সুড়ঙ্গ চালু হল।"

অন্যদিকে, বারাসতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, "কলকাতায় কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের সূচনা করেছি ৷ একসঙ্গে, আগ্রা মেট্রো, পুনে মেট্রো, কোচি মেট্রোর উদ্বোধন হয়েছে ৷ আমি ছোটবেলায় প্রথমবার যখন কলকাতা এসেছিলাম, তখন মেট্রো দেখার ইচ্ছা ছিল ৷ কেন্দ্রের বিজেপি সরকার কত দ্রুততার সঙ্গে কাজ করেছে তার প্রমাণ কলকাতা মেট্রো ৷ গত 40 বছরে মাত্র 28 কিমি কাজ হয়েছিল কলকাতা মেট্রোর ৷ আর গত 10 বছরে আরও 31 কিমি কলকাতা মোট্রোর সম্প্রসারণ হয়েছে ৷"

আরও পড়ুন:

  1. এপ্রিল থেকে অঙ্গনওয়াড়ি-আশাকর্মীদের বেতন বৃদ্ধি, ফেসবুক ভিডিয়ো বার্তায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
  2. প্রধানমন্ত্রীর বারাসতের সভায় সন্দেশখালির গ্রামবাসীরা
Last Updated : Mar 6, 2024, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.