হায়দরাবাদ: চোখে কাজল বা লাইনার আর ঠোঁটে হালকা লিপস্টিক কম বেশি সবাই ব্যবহার করে থাকেন ৷ বাড়ি থেকে বেরোনোর সময় এইটুকু সাজগোজ তো করতেই হবে ৷ মেয়েদের কাছে যতই সাজ হোক না কেন ঠোঁট না রাঙালে সাজ সম্পূর্ণ হয় না ৷ কাজল বা লাইনার না লাগালেও ঠোঁট রাঙাতে কেউ ভোলেন না ৷
তবে বিশেষজ্ঞদের মতে, লিপস্টিকে যে রাসায়নিক ব্যবহার করা হয় তা ত্বকের জন্য খারাপ ৷ ঠোঁটের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করলেও লিপস্টিক ঠোঁটের জন্য ক্ষতিকর ৷ বিশেষজ্ঞরা বলেন, প্রতিদিন লিপস্টিক লাগালে কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে ।
শুষ্ক ঠোঁট: বাজারে যেসব লিপস্টিক পাওয়া যায়, তার বেশির ভাগেই ক্ষতিকর রাসায়নিক থাকে । বিশেষজ্ঞদের মতে, এগুলি নিয়মিত লাগালে ঠোঁট শুকিয়ে যাবে । এটাও বলা হয় যে প্রতিদিন লিপস্টিক লাগালে ঠোঁট ফাটতে পারে । তাই কেনার সময় এমন লিপস্টিক বেছে নিতে বলা হয় যাতে ক্ষতিকর রাসায়নিক থাকে না ।
2016 সালে 'কন্টাক্ট ডার্মাটাইটিস' জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায় যে মহিলারা প্রতিদিন লিপস্টিক লাগান, তাঁদের ঠোঁট শুষ্ক হওয়ার সম্ভাবনা 3 গুণ বেশি । নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের ডার্মাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডঃ জেনিফার এম লিন এই গবেষণায় অংশ নিয়েছিলেন । তিনি বলেন, "প্রতিদিন লিপস্টিক ব্যবহার করলে ঠোঁটে সংক্রমণ হওয়ার সম্ভবনা বেশি ও ঠোঁট শুষ্ক হয়ে যায় ৷"
অ্যালার্জি হওয়ার সম্ভবনা: বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন লিপস্টিক ব্যবহার করলে অ্যালার্জি, চুলকানি, ফোলাভাব এবং ঠোঁট লাল হয়ে যাওয়ার মতো পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ।
স্বাস্থ্য সমস্যা: লিপস্টিকে ক্ষতিকারক ধাতু, রাসায়নিক এবং প্যারাবেন বেশি থাকে । এই কারণে লিপস্টিকের রাসায়নিক পদার্থ রক্তে মিশে স্বাস্থ্যের ক্ষতি করে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা । ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকরা 30 জন মেয়ের উপর গবেষণা চালিয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন ।
সংক্রমণ: লিপস্টিকে উপস্থিত ব্যাকটেরিয়াগুলি ত্বকের সংক্রমণের কারণ বলে মনে করা হয় । তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন লিপস্টিক ব্যবহারের পর হাত ভালো করে ধুয়ে নিতে হবে ও অ্যাপ্লিকেটারগুলি পরিষ্কার রাখা প্রয়োজন ৷
লিপস্টিকের জন্য সতর্কতা:
- লিপস্টিক ব্যবহারের আগে ও পরে ঠোঁটে লিপবাম বা ভেসলিনের মতো ময়েশ্চারাইজার লাগান ।
- এমন লিপস্টিক বেছে নিন যাতে কোনও রাসায়নিক থাকে না ।
- রাতে ঘুমানোর আগে লিপস্টিক মুছে ফেলুন । শুতে যাওয়ার আগে লিপবাম ব্যবহার করা দরকার ৷