ETV Bharat / state

প্রধানমন্ত্রীর বারাসতের সভায় সন্দেশখালির গ্রামবাসীরা

PM Modi in Barasat: বারাসতে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকেই ফেরিঘাটে ভিড় জমালেন সন্দেশখালির গ্রামবাসীরা ৷ সকলেই সন্দেশখালি ফেরিঘাট পেরিয়ে ধামাখালি হয়ে আসতে শুরু করেছেন বারাসতে ৷ সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সন্দেশখালির মহিলারা কথা বলবেন বলেও জানা গিয়েছে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 10:53 AM IST

Updated : Mar 6, 2024, 12:07 PM IST

Etv Bharat
বারাসতে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে চলেছেন সন্দেশখালির বাসিন্দারা
প্রধানমন্ত্রীর বারাসতের সভায় সন্দেশখালির গ্রামবাসীরা

বারাসত, 6 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে সকাল হতেই বারাসতের উদ্দেশ্যে সন্দেশখালির গ্রামবাসীরা‌ । নতুনপাড়া, পাত্রপাড়া, মাঝেরপাড়া ও পুকুরপাড়া-সহ একাধিক গ্রাম থেকে দলবদ্ধ হয়ে মানুষজন সন্দেশখালি ফেরিঘাট পেরিয়ে ধামাখালি হয়ে আসতে শুরু করেছেন বারাসতে ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ৷ এই সভাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের নিয়ে আসার বিষয়ে আগেই মনস্থির করেছিল রাজ‍্য বিজেপি । তবে শুধু নিয়ে আসাই নয়, তাঁদের মনের কথাও শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এমনটাই এখনও পর্যন্ত ঠিক রয়েছে ।

সন্দেশখালির মহিলাদের কথা যাতে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া যায়,তার ব্যবস্থা সভাস্থলে রাখা হয়েছে বলেও খবর বিজেপি সূত্রে । সেই কারণে ভার্চুয়ালি 6 হাজার জায়গা থেকে মহিলাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে । এছাড়া সভাস্থলের আশেপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার লাইভ সম্প্রচার তুলে ধরা হবে বলেও জানা গিয়েছে । অর্থাৎ, মোদির জনসভা সফল করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি নেতৃত্ব ।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে সাজোসাজো রব বারাসতে । বিশেষ করে তুমুল উৎসাহ,উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে মহিলাদের মধ্যে । সভাস্থল এবং তার আশেপাশের এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । প্রচুর পুলিশকর্মীর পাশাপাশি অসংখ্য সাদা পোশাকের পুলিশও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে । যেহেতু প্রধানমন্ত্রী সড়কপথে বারাসতের জনসভায় যোগ দেবেন, সেহেতু যশোর রোডে যান নিয়ন্ত্রণ এবং ভারী যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে । সবমিলিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে কার্যত মাতোয়ারা উত্তর 24 পরগনার জেলা সদর বারাসত ।

আরও পড়ুন :

  1. দেশে প্রথম নদীর নীচে মেট্রো ছুটল কলকাতায়, উদ্বোধনের পর সফর প্রধানমন্ত্রীর
  2. সন্দেশখালির প্রসঙ্গ তুলে এসপি-ডিএমদের তুলোধনা ফুল বেঞ্চের

প্রধানমন্ত্রীর বারাসতের সভায় সন্দেশখালির গ্রামবাসীরা

বারাসত, 6 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে সকাল হতেই বারাসতের উদ্দেশ্যে সন্দেশখালির গ্রামবাসীরা‌ । নতুনপাড়া, পাত্রপাড়া, মাঝেরপাড়া ও পুকুরপাড়া-সহ একাধিক গ্রাম থেকে দলবদ্ধ হয়ে মানুষজন সন্দেশখালি ফেরিঘাট পেরিয়ে ধামাখালি হয়ে আসতে শুরু করেছেন বারাসতে ৷ সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা ৷ এই সভাকে জাতীয় স্তরে পৌঁছে দিতে সন্দেশখালির নির্যাতিতা মহিলাদের নিয়ে আসার বিষয়ে আগেই মনস্থির করেছিল রাজ‍্য বিজেপি । তবে শুধু নিয়ে আসাই নয়, তাঁদের মনের কথাও শুনবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এমনটাই এখনও পর্যন্ত ঠিক রয়েছে ।

সন্দেশখালির মহিলাদের কথা যাতে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া যায়,তার ব্যবস্থা সভাস্থলে রাখা হয়েছে বলেও খবর বিজেপি সূত্রে । সেই কারণে ভার্চুয়ালি 6 হাজার জায়গা থেকে মহিলাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে । এছাড়া সভাস্থলের আশেপাশে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে জায়েন্ট স্ক্রিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার লাইভ সম্প্রচার তুলে ধরা হবে বলেও জানা গিয়েছে । অর্থাৎ, মোদির জনসভা সফল করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে বিজেপি নেতৃত্ব ।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে সাজোসাজো রব বারাসতে । বিশেষ করে তুমুল উৎসাহ,উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে মহিলাদের মধ্যে । সভাস্থল এবং তার আশেপাশের এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে । প্রচুর পুলিশকর্মীর পাশাপাশি অসংখ্য সাদা পোশাকের পুলিশও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে । যেহেতু প্রধানমন্ত্রী সড়কপথে বারাসতের জনসভায় যোগ দেবেন, সেহেতু যশোর রোডে যান নিয়ন্ত্রণ এবং ভারী যানবাহন চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে । সবমিলিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে কার্যত মাতোয়ারা উত্তর 24 পরগনার জেলা সদর বারাসত ।

আরও পড়ুন :

  1. দেশে প্রথম নদীর নীচে মেট্রো ছুটল কলকাতায়, উদ্বোধনের পর সফর প্রধানমন্ত্রীর
  2. সন্দেশখালির প্রসঙ্গ তুলে এসপি-ডিএমদের তুলোধনা ফুল বেঞ্চের
Last Updated : Mar 6, 2024, 12:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.