ETV Bharat / state

নিট পরীক্ষা দিতে এসে স্কুলে সাপের ছোবল! প্রশ্ন পরীক্ষার্থীদের নিরাপত্তায় - Neet Exam 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 3:31 PM IST

NEET Exam in Bengal: ডাক্তারি পরীক্ষার প্রবেশিকা দিতে এসে কেন্দ্রে সাপের কামড় এক খেলেন এক পরীক্ষার্থী ৷ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ফিরে এসে দিলেন পরীক্ষা ৷ ঘটনায় পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন ৷

NEET Exam in Bengal
পরীক্ষা দিতে এসে স্কুলেই সাপের ছোবল পরীক্ষার্থীকে! (নিজস্ব চিত্র)

স্কুলে সাপের ছোবল পরীক্ষার্থীকে! (নিজস্ব চিত্র)

মেদিনীপুর, 5 মে: নিট পরীক্ষা দিতে এসে রবিবার সাপের কামড় খেলেন এক পরীক্ষার্থী। ঘটনায় আতঙ্ক ছড়ায় স্কুলের মধ্যে। দ্রুততার সঙ্গে সেই পরীক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর ফের ছুটে আসেন পরীক্ষা দিতে । পরীক্ষার্থী লিপ্সা সাউয়ের একাগ্রতা ও দৃঢ়তা দেখে অবাক সেখানে উপস্থিত সকলেই ৷ ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের রাঙ্গামাটি কিরণময়ী হাইস্কুলে।

পরীক্ষার্থী লিপ্সার মাসি বলেন, "আমরা সকালবেলায় এসেছি আমাদের মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে গোপীবল্লভপুর থেকে। স্কুলে বাথরুমে যাওয়ার সময় ওকে সাপে কামড়ায়। তারপরই আমরা আতঙ্কে ছুটে যাই হাসপাতালে।" ঘটনাক্রমে জানা যায় গোপীবল্লভপুরের বাসিন্দা পূর্ণ চন্দ্র সাউ ও মনোরমা সাউয়ের একমাত্র মেয়ে লিপ্সা সাউ। ডাক্তারি নিট পরীক্ষা দেওয়ার জন্য এদিন তিনি গোপীবল্লভপুর থেকে প্রাইভেট গাড়িতে করে এসেছিলেন মা-বাবার সঙ্গে। পরীক্ষা ছিল দুপুর দুটো নাগাদ। কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে লিপ্সা যখন বাথরুমে যান সেই সময় তাঁকে সাপে ছোবল মারে বলে জানা যায়। লিপ্সা চিৎকার করে ওঠে ৷ সেই আওয়াজ শুনে ছুটে যান সকলে ৷

সেখানে লিপ্সা বাবা-মাকে জানান তাঁকে সাপে কামড়েছে ৷ সময় নষ্ট না করে তড়ঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁর রক্ত পরীক্ষা করেন ৷ নজর রাখেন তাঁর স্বাস্থ্যের উপরে ৷ ইতিমধ্যে পরীক্ষার সময় হয়ে যায়। স্কুল থেকে জানিয়ে দেওয়া হয় কোনওভাবেই তাঁর জন্য আলাদা করে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা যাবে না। এই ঘটনায় আতঙ্কিত পরিবার এবং লিপ্সা তড়িঘড়ি হাতে ব্যান্ডেজ এবং রক্ত দিয়েই গাড়িতে করে ছুটে আসেন নিজস্ব পরীক্ষা সেন্টারে। বসেন কেরিয়ারের সবচেয়ে বড় পরীক্ষা দিতে ৷ এই ঘটনায় একদিকে যেমন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে তেমনই লিপ্সার মনের জোরের তারিফ করেছেন সকলে ।

আরও পড়ুন

1. দশ বছরে 48 শতাংশ কমে তলানিতে তিলোত্তমার 'সবুজ'! দুশ্চিন্তায় পরিবেশকর্মীরা

2. এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে বিজেপি, মোদির কথা মতো তৈরি লিগাল কমিটি

3. 'রাজনীতি দিয়েই সবসময় খারাপ কাজ আটকেছে যাদবপুর', মত নয়া উপাচার্যের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.