ETV Bharat / state

অন্ডাল বিমানবন্দরে নেমে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিলেন প্রধানমন্ত্রী মোদি

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 11:00 AM IST

Updated : Mar 1, 2024, 11:48 AM IST

PM Narendra Modi: শুক্রবার সকালে অন্ডাল বিমানবন্দরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তবে তার খানিক পরেই তিনি ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেন ৷ এদিনই ফের রাজ্যে আসবেন তিনি ৷

ETV Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দুর্গাপুর, 1 মার্চ: দু'দিনের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী ৷ শুক্রবার সকাল 10.15 মিনিটে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁদের অভ্যর্থনা জানাতে সেখানে ছিলেন রাজ্যের আইন বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক ৷ তবে এর খানিক পরেই 10.35 মিনিটে প্রধানমন্ত্রী ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দেন ৷ আজ বিকেলেই বাংলায় ফিরে আরামবাগে জনসভা করবেন প্রধানমন্ত্রী ৷ 2014 লোকসভা নির্বাচনে মোদির জনসভার মধ্য দিয়ে বাংলায় প্রচার শুরু করবেন মোদি ৷

তিনি বায়ুসেনার হেলিকপ্টারে ঝাড়খণ্ডের সিনড্রিতে গিয়েছেন ৷ একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি ৷ সেখান থেকে ফের বায়ুসেনার হেলিকপ্টারে করেই হুগলির আরামবাগে জনসভায় যোগ দেবেন ৷ আজ এই সফর নিয়ে সোশাল মিডিয়ায় নরেন্দ্র মোদি লেখেন, "আজ 1 মার্চ ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গে ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে জড়িত প্রজেকেটর শিল্যান্যাস আর উদঘাটনের সৌভাগ্য হবে ৷ এরপরের দিন পশ্চিমবঙ্গের সঙ্গে বিহারের বিকাশের অনুষ্ঠান হবে ৷"

শুক্রবার দুপুর তিনটে নাগাদ আরামবাগের কালিপুরে বিজেপির জনসভায় বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷ এদিন ধানবাদ থেকে বিশেষ হেলিকপ্টারে তিনি আরামবাগের সভাস্থল সংলগ্ন হেলিপ্যাডে পৌঁছবেন ৷ মোদীর সভাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী সমর্থকরা আরামবাগের দিকে রওনা দিয়েছেন ৷

ইতিমধ্যেই আরামবাগে পৌঁছেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বরা ৷ এদিনের সভার জন্য তিনটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে ৷ কড়া নিরাপত্তার মধ্যদিয়ে চাদরে মুড়ে ফেলা হয়েছে আরামবাগ চত্বর-সহ জেলা ৷ এই সফরেই হলদিয়া-বারাউনি অপরিশোধিত তেলের পাইপলাইনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ৷ এছাড়া কলকাতা শ্য়ামা প্রসাদ মুখার্জী বন্দরের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ প্রজেক্টের শিলান্যাস করবেন তিনি ৷ এছাড়া রেল, সড়ক, এলজিপি সাপ্লাই এবং দূষিত জল পরিশোধনের কয়েকটি প্রজেক্টেরও উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷

এখানে জনসভা শেষ করে আবার বায়ুসেনার হেলিকপ্টারে রাজভবনে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শুক্রবার সেখানে রাত্রিযাপন করবেন তিনি ৷ শনিবার সেখান থেকে নদিয়ার কৃষ্ণনগরে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে ৷ জনসভা শেষ করে শনিবারই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন বলেও জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী, প্রার্থী তালিকা আজই ?
  2. আরামবাগ-কৃষ্ণনগরে পদ্ম ফোটাতে বিজেপির ভরসা সেই 'মোদি ম্যাজিক'
  3. রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, সেই ভয়েই শাহজাহানকে গ্রেফতার; বিস্ফোরক লকেট
Last Updated : Mar 1, 2024, 11:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.