ETV Bharat / state

একহাতে কাটা মুন্ডু, অন্য হাতে অস্ত্র ! স্ত্রী'কে খুনের পর পুলিশের জন্য অপেক্ষা ব্যক্তির

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 5:54 PM IST

Updated : Feb 14, 2024, 6:36 PM IST

Man Kills Wife: স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে পুলিশের জন্য অপেক্ষা করছেন এক ব্যক্তি ৷ এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার চিশতিপুর গ্রাম ৷ এমনকি পুলিশ দেরিতে আসা নিয়ে আক্ষেপ করতেও শোনা গেল অভিযুক্তকে ৷

ETV BHARAT
ETV BHARAT

পটাশপুর, 14 ফেব্রুয়ারি: ভালোবাসার দিনে ভয়াবহ এক দৃশ্য পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার চিশতিপুর গ্রামে ৷ এই গ্রামের বাসিন্দা গৌতম গুছাইত (45) তাঁর স্ত্রীর গলা কেটে হত্যার পর, কাটা মুন্ডু নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন ! আর অপেক্ষা করছেন, কখন পুলিশ আসবে ৷ বুধবারের হাড়হিম করা এই ঘটনায় কেঁপে উঠলেন পথচলতি লোকজন ৷ পরে পুলিশ গিয়ে গৌতম গুছাইতকে আটক করে ও মহিলার কাটা মুন্ডুটি হেফাজতে নেয় ৷

স্থানীয় সূত্রে খবর, গৌতম গুছাইতের সঙ্গে স্ত্রীর প্রায়ই ঝগড়া লেগে থাকত ৷ প্রতিদিনের মতো আজও স্বামী-স্ত্রীর মধ্য অশান্তি হচ্ছিল ৷ অভিযোগ ঝগড়া চলাকালীন বাড়িতে থাকা একটি ধারাল অস্ত্র দিয়ে, স্ত্রীর গলায় কোপ মারেন গৌতম ৷ আর তাতেই ধর থেকে মাথা আলাদা হয়ে যায় ৷ পুলিশ সূত্রে খবর, স্ত্রী মাথা ধর থেকে আলাদা করেও খান্ত হননি গৌতম ৷ অভিযোগ স্ত্রীর দেহের উপর চড়ে বসে কাটারি দিয়ে কোপাতে থাকেন তিনি ৷ এরপর শরীরে রক্তমাখা অবস্থায় স্ত্রীর কাটা মুন্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরতে শুরু করেন ৷ মূলত, রাস্তার উপর পুলিশের জন্য অপেক্ষা করছিলেন গৌতম ৷

তবে, দীর্ঘক্ষণ হয়ে গেলেও পুলিশ না-আসায় মুখ্যমন্ত্রী ও প্রশাসনের সমালোচনাও করতে শোনা যায় তাঁকে ৷ কটাক্ষের সুরে বলতে থাকেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের এই মাটিকে লন্ডন বানানোর প্রয়াস করেছেন ৷ আমি ভারতের মাটিকে প্রণাম করি ৷ কিন্তু, এই সরকারের পুলিশ এতক্ষণ খুন হওয়ার পরেও এখানে এসে পৌঁছল না ৷ সে আবার কি করে লন্ডন বানাবেন !" বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ এসে গৌতম গুছাইতকে গ্রেফতার করে ৷ মহিলার কাটা মুন্ডু হেফাজতে নেয় ও বাড়িতে গিয়ে দেহের বাকি অংশ উদ্ধার করে ৷

কাটা মাথা-সহ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ স্থানীয় সূত্রে খবর, গৌতম গুছাইত পেশায় আইসক্রিম বিক্রতা ৷ আবার মাঝেমধ্যে সবজিও বিক্রি করতেন ৷ তবে গৌতম মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা গিয়েছে ৷ তবে, পুলিশ খুনের কারণ জানতে স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ খুনের সঠিক কারণ অথবা স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির আসল কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি ৷ পুলিশের গৌতম গুছাইতের মানসিকভাবে সমস্যার বিষয়টিও খতিয়ে দেখছে ৷

আরও পড়ুন:

  1. 18 বছরের তরুণীর অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ
  2. গলা কেটে খুন ! ঘর থেকে উদ্ধার গয়না ব্যবসায়ী ও মেয়ের রক্তাক্ত দেহ
  3. চাকরির লোভে বাবাকে খুন, ধৃতকে সঙ্গে নিয়ে ঘটনার পুননির্মাণ পুলিশের
Last Updated :Feb 14, 2024, 6:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.