ETV Bharat / state

18 বছরের তরুণীর অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা তদন্তে পুলিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 7:30 PM IST

Updated : Feb 10, 2024, 7:50 PM IST

Etv Bharat
প্রতীকী ছবি

Unnatural death of a girl in Kolkata: জোকার এক আবাসনে তরুণীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ৷ জানা গিয়েছে, 11 তলা থেকে তিনি নীচে পড়ে গিয়েছেন ৷ সেটি আত্মহত্যা নাকি খুন, তা তদন্ত করে দেখতে পুলিশ ৷

কলকাতা, 10 ফেব্রুয়ারি: 18 বছরের তরুণীর অস্বাভাবিক মৃত্যু কলকাতায়। ঘটনাস্থল জোকা। অভিযোগ নিজের আবাসনের নীচ থেকে ওই তরুণী রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়েছে। তরুণী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ। জানা গিয়েছে, তাঁর ঘরের টেবিল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ ৷

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "ওই তরুণীর ঘরের টেবিল থেকে একটি চিঠি পাওয়া গিয়েছে ৷ সেই চিঠিটি ইংরেজিতে লেখা।" তবে সংশ্লিষ্ট চিঠিতে কী লেখা হয়েছে তা প্রকাশ্যে আনছে না লালবাজার। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তে রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানানো গিয়েছে।

লালবাজার সূত্রে খবর, মৃতার নাম অনামিকা সর্দার (18)। তরুণী জোকায় ঠাকুরপুকুর থানা এলাকায় ‘মদগুল অন্তরা’ নামক একটি আবাসনের 11 তলায় থাকতেন বলে জানা গিয়েছে ৷ লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, শনিবার তাঁর দেহ উদ্ধার করা হয়েছে আবাসনের নীচে দরজার সামনে থেকে। নিথর হয়ে পড়ে ছিলেন ওই তরুণী। স্থানীয়রাই প্রথম তরুণীকে নীচে পড়ে থাকতে দেখেন ৷ এরপরেই খবর দেওয়া হয় পুলিশে ৷

ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা। দেহটি দেখে তাঁদের প্রাথমিক অনুমান, উপর থেকে পড়ে গিয়েই তরুণীর মৃত্যু হয়েছে। কিন্তু তাঁকে কেউ ঠেলে ফেলে দিয়েছে নাকি, তিনি আত্মহত্যা করেছেন সেই বিষয়টি এখনও স্পষ্ট নয় ৷ তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান, তরুণী আত্মহত্যা করেছেন। পরিবারের সদস্য থেকে শুরু করে তরুণীর পরিচিতদের সঙ্গে কথা বলছে পুলিশ। তিনি কেন আত্মহত্যা করলেন তা জানার চেষ্টা হচ্ছে। পাশাপাশি ওই সুইসাইড নোটটিও তাঁর নিজের লেখা কিনা সেটাও যাচাই করে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

1. কারিগরী দফতরের দুই অস্থায়ী কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার রায়গঞ্জে, গ্রেফতার বন্ধু

2. ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত মুরারই থানার ওসি, মৃত গাড়িচালক

3. বন্দুক হাতে প্রকাশ্যে সন্দেশখালিতে দাপাদাপি দুষ্কৃতীর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

Last Updated :Feb 10, 2024, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.