ETV Bharat / state

‘পিছন থেকে ধাক্কা লেগেছে মুখ্যমন্ত্রীর’, দাবি এসএসকেএমের মেডিক্যাল বুলেটিনে

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 8:24 PM IST

Updated : Mar 15, 2024, 6:17 AM IST

Mamata Banerjee sustained Major Injury: গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএমে ৷ মেডিক্যাল বুলেটিন বলছে, কোনওভাবে পিছন থেকে ঠেলা লেগেছে মুখ্যমন্ত্রীর । তাতেই পড়ে গিয়ে গুরুতর আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat

এসএসকেএমের মেডিক্যাল বুলেটিন

কলকাতা, 14 মার্চ: গুরুতর আহত মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার নিজের বাড়িতেই পড়ে যান মুখ্যমন্ত্রী ৷ জানা গিয়েছে, হোঁচট খেয়ে পড়ে যান তিনি ৷ শোকেসে আঘাত লেগে মাথা ফেটে গিয়ে রক্তপাত শুরু হয়, নাকেও আঘাত লাগে ৷ সঙ্গে সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় ৷ রাতের দিকে তাঁর মেডিক্যাল বুলেটিন প্রকাশ্যে আনে এসএসকেএম হাসপাতাল ৷ এসএসকেএমের অধিকর্তা মণিময় গঙ্গোপাধ্যায় জানান, কোনওভাবে পিছন থেকে ঠেলা লেগে যায় মুখ্যমন্ত্রীর । তাতেই পড়ে গিয়ে গুরুতর আহত হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

প্রাথমিকভাবে বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে তাঁর মাথার সিটি স্ক্যান করা হয় ৷ তাঁর সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, লতা বন্দ্যোপাধ্যায়রা ৷ আপাতত বাড়ি ফিরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সূত্রের খবর, বাড়িতেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে ৷ প্রাথমিকভাবে উডবার্ন ওয়ার্ডের সাড়ে বারো নম্বর ভিভিআইপি কেবিনে ভর্তি করা হয়েছিল তাঁকে ৷ 8 সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করে মুখ্যমন্ত্রীর চিকিৎসা শুরু হয়েছে ৷ চিকিৎসার পাশাপাশি ঠিক কী কারণে মুখ্যমন্ত্রী পড়ে গেলেন, তাও খতিয়ে দেখছেন চিকিৎসকরা ৷ হাসপাতাল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল ৷ তাঁর কপালে ইতিমধ্যে 4টি সেলাই করা হয়েছে ৷ তাঁর সংজ্ঞা রয়েছে ৷ খানিক তন্দ্রাচ্ছন্ন থাকলেও চিকিৎসকদের সঙ্গে অল্প অল্প কথা বলছেন তিনি ৷ অতীতেও দেখা গিয়েছে, হাসপাতালে থাকা মুখ্যমন্ত্রী না-পসন্দ ৷ খানিক সুস্থ হয়েই বাড়ি ফিরেছেন তিনি ৷ এবারও গুরুতর আঘাত লাগলেও বাড়ি ফিরে গিয়েছেন মমতা ৷

Mamata Banerjee
বাড়ির পথে ‘স্থিতিশীল’ মুখ্যমন্ত্রী

তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করে ঘটনার কথা জানানো হয় ৷ প্রকাশ্যে আনা হয় মুখ্যমন্ত্রীর আহত অবস্থার ছবিও ৷ তৃণমূল সূত্রে খবর, কালীঘাটের বাড়িতেই হাঁটছিলেন মুখ্যমন্ত্রী ৷ সে সময়েই পড়ে যান তিনি ৷ ঘটনায় তাঁর কপাল ফেটে গিয়ে রক্তপাত শুরু হয় ৷ তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয় ৷ ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন মহানাগরিক ফিরহাদ হাকিম, মন্ত্রী ইন্দ্রনীল সেন, মালা রায়, শোভনদেব চট্টোপাধ্যায় ৷ হাসপাতালে পৌঁছেছেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়, বাবুন বন্দ্যোপাধ্যায়ও ৷ ইতিমধ্যেই এসএসকেএম চত্বরে ভিড় জমিয়েছেন তৃণমূলের প্রচুর কর্মী-সমর্থক ৷ ফোন করে মুখ্যমন্ত্রীর খোঁজ নিয়েছেন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ও উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় ৷ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর চৌধুরী ৷

প্রসঙ্গত, 2021 বিধানসভা ভোটের আগে 10 মার্চ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দুর্ঘটনার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নন্দীগ্রাম আসন থেকে বিধানসভা ভোটে মনোনয়ন জমা দিয়ে জনসংযোগ সেরে সেখানে তাঁর নির্দিষ্ট থাকার জায়গায় ফিরছিলেন ৷ সেই সময় কোনও ভাবে গাড়ির দরজা পা চেপে তিনি আহত হন ৷ পায়ে চিড় ধরে মুখ্যমন্ত্রীর ৷ এবার লোকসভা নির্বাচনের আগেও আবারও আহত হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

আরও পড়ুন:

  1. নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনায় তদন্তভার সিআইডিকে
  2. ব্যথা না-কমায় চলবে মুখ্যমন্ত্রীর ফিজিওথেরাপি, জানানো হল মেডিক্যাল বুলেটিনে
Last Updated : Mar 15, 2024, 6:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.