ETV Bharat / state

'কী দোষ করেছিল তৃণমূল ?', ঊনিশের হার নিয়ে জলপাইগুড়িতে আক্ষেপ মমতার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 1:11 PM IST

Updated : Apr 13, 2024, 4:32 PM IST

Lok Sabha Election 2024: মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দুঃখের কথা জানালেন ৷ তিনি বারবার জনসভায় প্রশ্ন তোলেন, কেন বিজেপিকে ভোট দেওয়া হয়েছে ৷

ETV Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

ডাবগ্রাম, 13 এপ্রিল: এবার তৃণমূল নেত্রীর গলায় আক্ষেপের সুর ৷ শনিবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রচারের জনসভায় মমতা প্রথমেই তাঁর দুঃখের কথা ভাগ করে নেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আজ আপনাদের একটা দুঃখের কথা বলি ৷ গৌতম যখন শেষবার 2021 সালে দাঁড়িয়েছিল ৷ তখন আমি এখানে এসেছিলাম ৷ আমি দেখেছিলাম মাঠ উপচানো ভিড় ৷ কিন্তু পরে দেখলাম গৌতম হেরে গেল ৷" এই সভা থেকেই তিনি ঘোষণা করেছেন, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহারে যাদের বাড়িঘর একেবারে ভেঙে গিয়েছে তাদের দু'কিস্তিতে 1 লক্ষ 20 হাজার টাকা দেবে সরকার ৷

বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের নাম না-করে তৃণমূল সুপ্রিমো বলেন, "আপনারা যাঁকে জেতালেন, তাঁকে আমি রাস্তা থেকে তুলে নিয়ে এসে গ্রামসভা পঞ্চায়েতের মেম্বার করেছিলাম ৷" এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় মাঝেমাঝেই এই আক্ষেপের কথা উঠে এসেছে ৷ বারবার তিনি মা-বোনেদের প্রশ্ন করেন, "আপনারা বিজেপিকে ভোট দিলেন কেন ? আপনারা বিজেপিকে জেতালেন ৷ কী দোষ করেছিল তৃণমূল ? উত্তরবঙ্গে তিনটি কেন্দ্র পেল বিজেপি ৷ জঙ্গলমহলের সব সিট বিজেপি পেল ?"

2019 লোকসভা নির্বাচনের পরাজয় মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভুলতে পারেননি ৷ ওই আসনে 87 হাজার ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূল প্রার্থী তথা বর্তমান শিলিগুড়ির মেয়র গৌতম দেব ৷ শুধু বিধানসভা নির্বাচনে নয়, গত লোকসভা নির্বাচনেও উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে সাতটি আসনেই জয় পেয়েছিল বিজেপি ৷ তবে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা থেকে দু-দু'বার জয়ী হয়েছিলেন গৌতম দেব ৷ কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির শিখা চট্টোপাধ্যায়ের কাছে তিনি পরাজিত হয়েছিলেন 27 হাজার ভোটে ৷

মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সমর্থকদের কটাক্ষ করে বলেন, "আমি বিজেপির বন্ধুদের জিজ্ঞেস করি, আপনারা কেন বিজেপিকে সমর্থন করেন, আপনারা তো আগে এরকম ছিলেন না ৷ আগে তো ডেডিকেটেড ছিলেন ৷ কাজ করতেন ৷ আর এখন কি পেয়ে পেয়ে হাত-পাগুলো মোটা মোটা হয়ে গিয়েছে ? শরীরগুলো মোটামোটা হয়ে গিয়েছে ৷ তাই এখন বিজেপি না-থাকলে আপনাদের চলবে না ? তাই জেলায় জেলায় গিয়ে টাকা দিচ্ছেন ৷ নানারকম কীর্তি-কেলেঙ্কারি করছেন ৷" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যারান্টিকে জুমলা করে আক্রমণ শানান তিনি ৷

এদিনও একশো দিনের টাকা, আবাস যোজনার টাকার প্রসঙ্গ উঠল ৷ এমনকী সন্দেশখালির কাছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাধা দিয়েছিলেন পুলিশ আধিকারিক যশপ্রীত সিং ৷ তখন তাঁকে 'খালিস্তানি' বলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে ৷ এই ঘটনার বিতর্ক তৈরি হয় ৷ এই প্রসঙ্গ উত্থাপন করে মমতা বলেন, "এই বিজেপি নেতারা পাঞ্জাবি পুলিশকে খালিস্তানি বলল ৷ মুসলিম পুলিশ অফিসারকে বলল পাকিস্তানি ৷ আপনারা কোনও প্রতিবাদ করেননি ৷ আমরা 100 দিনের কাজের টাকা আমরা দিলাম, বিজেপি কেন ভোট পাবে ?"

জলপাইগুড়িতে টর্নেডো হওয়ার দিন মাঝরাতে তিনি বিপর্যস্ত এলাকা দেখতে পৌঁছেছিলেন ৷ সেই থেকে প্রায় উত্তরবঙ্গই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা হয়ে গিয়েছে, বলাই যায় ৷ জনসভা মঞ্চ থেকে আগামী দিনেও উত্তরবঙ্গে তাঁর কর্মসূচির কথা জানালেন ৷ উল্লেখ্য, আগামী সপ্তাহে শুক্রবার, 19 এপ্রিল প্রথম দফার ভোটে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে লোকসভা ভোট হওয়ার কথা রয়েছে ৷ এই জনসভা থেকেই তিনি ঘোষণা করেন, 16 এপ্রিল ময়নাগুড়ির সভা সেরে শিলিগুড়িতে মিছিল করবেন ৷ এই মিছিলে অংশ নিতে সর্বধর্ম নির্বিশেষে সবাইকে আহ্বান জানান ৷

আরও পড়ুন:

  1. অভিষেকের চ্যালেঞ্জের জবাব, ভোটার মুখে উন্নয়নের শ্বেতপত্র প্রকাশ মোদি সরকারের
  2. 'বাংলা জঙ্গিদের মামার বাড়ি', বেঙ্গালুরুর ক্যাফে বিস্ফোরণ কাণ্ডে মমতাকে কটাক্ষ দিলীপের
  3. পাগড়ি মাথার পুলিশ 'খালিস্তানি', বিজেপির মন্তব্যকে 'ঔদ্ধত্য' বলে নিন্দায় মমতা; ড্যামেজ কন্ট্রোলে শুভেন্দু
Last Updated : Apr 13, 2024, 4:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.