ETV Bharat / state

অভিষেকের চ্যালেঞ্জের জবাব, ভোটের মুখে উন্নয়নের শ্বেতপত্র প্রকাশ বিজেপির - BJPs White Paper

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 1:41 PM IST

Updated : Apr 13, 2024, 5:11 PM IST

Modi Govt White Paper
Modi Govt White Paper

BJPs White Paper: দশ বছরে কী উন্নয়ন করেছে কেন্দ্রে মোদি সরকার, এই নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার অভিষেকের সেই চ্যালেঞ্জের জবাব দিল বিজেপি ৷ একটি ওয়েবসাইটের মাধ্যমে তারা প্রকাশ করল উন্নয়ন শ্বেতপত্র ৷

কলকাতা, 13 এপ্রিল: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জের জবাব দিল বিজেপি ৷ শ্বেতপত্র প্রকাশ করে তারা জানিয়ে দিল মোদি জমানায় দেশে কী কী উন্নয়নের কাজ বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার করেছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার বিভিন্ন প্রকল্পে কোন রাজ্যগুলিতে কতটা বরাদ্দ করেছে ও তাতে কী কী কাজ হয়েছে, সেই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ওই শ্বেতপত্রে ৷ এই নিয়ে শনিবার একটি ওয়েবসাইট সামনে এনেছে বিজেপি ৷ ওই ওয়েবসাইটের নাম শ্বেতপত্র ডট ইন (https://shwetapatra.in) ৷ সেখানেই বিজেপির তরফে এই নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে ৷

সংশ্লিষ্ট সাইটে রাজ্যওয়াড়ি তথ্য যেমন রয়েছে, তেমনই রয়েছে সারা দেশের সামগ্রিক চিত্র ৷ কোন প্রকল্পে কত টাকা খরচ হয়েছে, কত উপভোক্তা, সেই সব তথ্যও রয়েছে ৷ এমনকী লোকসভা আসন ধরে ধরেও তথ্য তুলে দেওয়া হয়েছে ৷ বিজেপির তৈরি করে শ্বেতপত্র ডট ইন ওয়েবসাইট খুললেই দু’টি বিকল্প দেওয়া হচ্ছে ৷ একটিতে সারা ভারতের তথ্য রয়েছে ৷ আর দ্বিতীয়টিতে রাজ্যওয়াড়ি তথ্য রয়েছে ৷ যে রাজ্য বেছে নেওয়া হবে ৷ সেখানে সংশ্লিষ্ট রাজ্য সম্বন্ধে বিভিন্ন তথ্য রয়েছে ৷

রাজ্যের বিভাগে প্রবেশ করলে সামগ্রিক চিত্রের পাশাপাশি লোকসভা আসন ভিত্তিক তথ্য দেখা যাচ্ছে ৷ সামগ্রিক চিত্র দেখার জন্য স্টেট লেভেল ডেটায় যেতে হবে ৷ সেখানে কোন প্রকল্পে কী কী সুবিধা পাওয়া গিয়েছে, সেই তথ্য রয়েছে ৷ কিন্তু সেই তালিকায় একাধিক প্রকল্পের বিবরণ থাকলেও একশো দিনের কাজ নিয়ে কোনও তথ্য নেই ৷ আর আবাস যোজনা অনুসারে কেন্দ্রীয় সরকার 2014 থেকে 2023 সাল পর্যন্ত 43 লক্ষ 59 হাজার 1টি বাড়ি তৈরির টাকা দিয়েছে বলে শ্বেতপত্রে জানানো হয়েছে ৷ এছাড়া একই তথ্য ইনফোগ্রাফিক্স ও ভিডিয়োর মাধ্যমে দেখানো হয়েছে ৷

BJPs White Paper
শ্বেতপত্রে পশ্চিমবঙ্গ নিয়ে দেওয়া তথ্যের একটি অংশ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পে বরাদ্দ নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে সরব তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ধরনা দিয়েছেন ৷ দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ৷ দিল্লিতে গিয়ে আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ কলকাতাকেও ধরনা দিয়েছেন৷ দেখা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ৷

তৃণমূলের অভিযোগ, বাংলাকে বঞ্চনা করার জন্যই কেন্দ্রীয় প্রকল্পের অর্থ আটকাচ্ছে মোদি সরকার ৷ বিশেষ করে একশো দিনের কাজের বকেয়া নিয়ে তারা বেশি সরব হয়েছে ৷ শেষে রাজ্য সরকারের তরফে বকেয়া অর্থ দেওয়ার কাজও শুরু হয়েছে৷ নির্বাচনী প্রচারে সেই প্রসঙ্গ তুলে বারবার সরব হয়েছেন অভিষেক ৷ তিনি সরাসরি চ্য়ালেঞ্জ করেছিলেন বিজেপিকে ৷ গত 10 বছরে বিজেপি সরকার কী কী কাজ করেছে, সেই নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছিলেন ৷

সেই দাবিই কার্যত মেনে নিল বিজেপি ৷ প্রকাশ করল শ্বেতপত্র ৷ এই নিয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. 'কোচবিহারের সভা থেকে শ্বেতপত্র প্রকাশ করুন', প্রধানমন্ত্রীকে খোলা চ্যালেঞ্জ তৃণমূলের
  2. একশো দিনের বকেয়া ইস্যুতে শ্বেতপত্র প্রকাশের দাবিতে মোদি সরকারকে ফের চ্যালেঞ্জ অভিষেকের
  3. 'কেন্দ্রের বিজ্ঞাপনে মিথ্যাচার', প্রধানমন্ত্রীর কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূলের
Last Updated :Apr 13, 2024, 5:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.