ETV Bharat / state

ভোটযুদ্ধে সাংসদকে কাজের খতিয়ান প্রকাশ করার চ্যালেঞ্জ প্রাক্তন আইপিএস অফিসারের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 12:45 PM IST

Updated : Mar 13, 2024, 6:44 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Maldaha Uttar TMC candidate Campaign: ভোটযুদ্ধে নেমে বর্তমান সাংসদকে কাজের খতিয়ান প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷

উত্তর মালদায় তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়

মালদা, 13 মার্চ: মালদায় পা রেখেই একের পর এক গেরুয়া শিবিরের প্রতি আক্রমণ শানিয়ে চলেছেন তৃণমূলের উত্তর মালদা লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্য সরকারের প্রকল্পকে সামনে রেখেই যে তিনি ভোট বৈতরণী পার করতে চাইছেন, তা গত 48 ঘণ্টায় তাঁর মন্তব্যে কার্যত পরিষ্কার । ভোটব্যাংকের ঝুলি মজবুত করতে এ বার বর্তমান সাংসদকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার । জবাবে বিজেপির পোড় খাওয়া সাংসদের তরফে কি প্রতিক্রিয়া আসে সেদিকেই এখন তাকিয়ে জেলার রাজনৈতিক মহল ।

এ বছর মালদা জেলার দুটি লোকসভা আসনের জন্য এক জোড়া নতুন মুখ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেস । উত্তর মালদা কেন্দ্র থকে লড়াইয়ের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার, এক সময়ের মালদা জেলা পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় । মালদা জেলায় পা রেখেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছেন তিনি । গত পাঁচ বছরে এলাকার কী উন্নয়ন হয়েছে, তার পরিসংখ্যান তুলে ধরতে সাংসদের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এক সময়ের জেলার পুলিশ সুপার ।

আজ পুরাতন মালদার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে প্রসূন বলেন, "সাধারণ মানুষের জানা নেই এলাকায় গত পাঁচ বছরে কী উন্নয়ন হয়েছে । এই সময়ে খগেন মুর্মু এলাকার কী উন্নয়ন করেছেন তা উনি নিজেই বলুন । আসলে উনি কিছুই করেননি । অথচ উনি ভোটের সময় ভোট চাইতে বেরিয়ে পড়ছেন । এতে মানুষের মধ্যে ভুল বার্তা যাচ্ছে । একজন সাংসদ হিসেবে নিজের এলাকায় মানুষের জন্য যা যা করার সেটাই করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি । পশ্চিমবঙ্গ সরকারের এত প্রকল্পের কথা বলতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে যাবে । সেই সমস্ত প্রকল্পের সুবিধে সমস্ত স্তরের মানুষ পেয়েছে । অথচ কেন্দ্রীয় সরকার বাংলার উপর বঞ্চনা চালাচ্ছে । আমাদের টাকা আটকে রাখা হয়েছে । মানুষ এ বার 'নো ভোট টু বিজেপি' মনস্থির করে ফেলেছে ।"

তৃণমূলের প্রার্থীর এই চ্যালেঞ্জের মুখে উত্তর মালদার বিজেপি সাংসদ কী প্রতিক্রিয়া দেন সেটাই এখন দেখার ।

আরও পড়ুন:

  1. উনি এখনও বিজেপি সাংসদ, অর্জুনের দিল্লি যাত্রাকে কটাক্ষ কাকলির
  2. 'অতীত' ভুলে বিষ্ণুপুরে ব্যবধান বাড়ানো লক্ষ্য সৌমিত্রর, 'অর্বাচীন' মন্তব্য তৃণমূল প্রার্থী প্রাক্তন স্ত্রীর
  3. ‘শাহনাওয়াজ রাষ্ট্রদ্রোহী’, মালব্যর অভিযোগে পালটা দিলেন তৃণমূলের লোকসভা প্রার্থীও
Last Updated :Mar 13, 2024, 6:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.