ETV Bharat / state

তাপপ্রবাহে মানবিক কর্পোরেশন, কর্মীদের স্বার্থে জারি একাধিক নির্দেশিকা - KMC on Heatwave

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 9:45 PM IST

Kolkata News
তাপপ্রবাহের জন্য কলকাতা কর্পোরেশনের নতুন নিয়ম

Heatwave Situation in Kolkata: যে হারে তাপমাত্রা বাড়ছে দিন দিন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ৷ তাপপ্রবাহের জেরে দিনের বেলা বাইরে বেরনো রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে ৷ এহেন পরিস্থিতিতে মানবিক পদক্ষেপ নিল কলকাতা পৌরনিগম ৷ তাপপ্রবাহের কারণে নয়া নির্দেশিকা জারি করা হল ৷

ফিরহাদ হাকিমের বক্তব্য

কলকাতা, 29 এপ্রিল: বেলা বাড়ার সঙ্গেই রোদের তেজ বাড়ছে । ধীরে ধীরে ফাঁকা হচ্ছে রাস্তাঘাট । তবে এই তীব্র গরমেও জঞ্জাল সাফাই থেকে স্বাস্থ্যকর্মীদের বা পৌরসভার বিভিন্ন বিভাগীয় কর্মীদের মাঠে ময়দানে গিয়ে কাজ করতে হচ্ছে । তাদের জন্য এবার মানবিক পদক্ষেপ কর্তৃপক্ষের । সোমবার জারি হল একগুচ্ছ নয়া নির্দেশিকা ।

সকাল 9টা বাজতে না বাজতেই তেতে উঠছে রাস্তাঘাট । তীব্র গরমে রাস্তায় কাজ করতে গিয়ে কেউ আচমকা শ্বাসকষ্ট অনুভব করছেন, কেউ বা জ্ঞান হারিয়ে ফেলছেন । কেউ কেউ হিটস্ট্রোকে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন । তাই তীব্র গরমের হাত থেকে বাঁচাতে কর্মীদের এবার কাজের সময় বদল করল কলকাতা পৌরনিগম ।

এদিন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "জঞ্জাল সাফাই বিভাগ থেকে 100 দিনের কর্মীদের এমনকি ছাড়া মাঠে ময়দানে বেরিয়ে কাজ করেন তারা এখন থেকে সকাল 10টা পর্যন্ত কাজ করবেন । পরবর্তী সময় ফের বিকেল 4টের পর থেকে করবেন । এই সময়ের মাঝে রাস্তা ঘাটে নেমে কোনও কর্মীকেই কাজ করতে হবে না । তবে দফতরে বসে কাজ যারা করেন, তারা করতেই পারবেন । আমরা চাই না কোনও কর্মীর অঘটন ঘটুক ।"

এদিকে সম্প্রতি স্বাস্থ্য বিভাগের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে । সেখানে বলা হয়েছে, সব স্বাস্থ্যকেন্দ্রে এই সময়কালে পর্যাপ্ত পরিমাণ ওআরএস প্যাকেট মজুত রাখতে হবে । শুধু তাই নয়, স্বাস্থ্যকর্মীরা দ্রুত বাইরের কাজ সেরে স্বাস্থ্যকেন্দ্রে চলে আসবেন । এই গরমে কারও কোনও শারীরিক সমস্যা হলে দ্রুত যাতে স্বাস্থ্যকেন্দ্রগুলোর চিকিৎসকরা ব্যবস্থা নেন, তা নিশ্চিত করতে হবে । তাদের রক্তচাপ পরীক্ষা করা থেকে শরীরের উপর বিশেষ নজর রাখতে হবে । পাশাপশি প্রয়োজনে নাগরিকদের জন্য ওআরএস বিলি করতে হবে ।

আরও পড়ুন :

  1. শহরে তাপপ্রবাহের মধ্যেই বর্ষা মোকাবিলার প্রস্তুতি বৈঠক কলকাতা পৌরনিগমের
  2. তীব্র গরম ! সাক্ষী দিতে এসে আদালতের এজলাসে মৃত্যু যুবকের
  3. গরম থেকে পালিয়ে... ঠান্ডার আমেজ পেতে পর্যটকদের ভরসা দার্জিলিং
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.