ETV Bharat / state

অর্থ দফতরের অনুমোদনের অপেক্ষায় বাইপাস-নিউটাউন উড়ালপুল

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 10:39 AM IST

Bypass to Newtown Fly-over of KMDA: খুব দ্রুত টেন্ডার ডাকা হবে বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত নতুন উড়ালপুল তৈরির জন্য ৷ তবে, অর্থ দফতরের অনুমোদন না মেলায় এখনও সেই কাজ শুরু করতে পারছেন না কেএমডিএ ৷ এই উড়ালপুলটি তৈরির জন্য 2024-25 অর্থ বর্ষের বাজেটে বরাদ্দ ঘোষণা করেছে রাজ্য সরকার ৷

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 28 ফেব্রুয়ারি: বাইপাসের সঙ্গে নিউটাউনকে জুড়ে এয়ারপোর্ট যাওয়ার পথকে আরও সুগম করার ভাবনাচিন্তা দীর্ঘদিন ধরে ছিল রাজ্য সরকারের ৷ এর জন্য ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস থেকে নিউটাউন পর্যন্ত একটি উড়ালপুল বানানোর পরিকল্পনা রয়েছে ৷ 2024-25 অর্থ বর্ষের বাজেটে এর জন্য বরাদ্দ ঘোষণা করা হয়েছে ৷ 150 কোটি টাকা এবছরের জন্য ধার্য করেছে রাজ্য ৷ বরাদ্দ ঘোষণার পর এবার বাস্তবে এই উড়ালপুলকে সম্পন্ন করার উদ্যোগ শুরু হল ৷

নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকারের তরফ থেকে এই উড়ালপুল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ কেএমডিএকে ৷ এই কাজকে পরবর্তী পর্যায়ে এগিয়ে নিয়ে যেতে ইতিমধ্যেই অর্থ দফতরের অনুমোদন চাওয়া হয়েছে ৷ জানা গিয়েছে, অর্থ দফতর অনুমোদন দিলে দ্রুত টেন্ডার ডাকা হবে ৷ এখনও পর্যন্ত যতদূর জানা যাচ্ছে, তাতে বাইপাসের মেট্রোপলিটান থেকে এই উড়ালপুল মহিষবাথান হয়ে সরাসরি চলে যাবে নিউটাউন পর্যন্ত ৷

প্রায় 7 কিলোমিটার দীর্ঘ এই উড়ালপুল তৈরি করার প্রস্তুতি রাজ্য সরকারের দীর্ঘদিন ধরেই ছিল ৷ কিন্তু, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্য বিষয়টি ঝুলে ছিল ৷ তবে, সেই ছাড়পত্র পেতেই পরবর্তী পদক্ষেপ শুরু হয়েছে ৷ উড়ালপুল তৈরি নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, উড়ালপুল তৈরি করতে প্রায় 728 কোটি টাকা খরচ হবে ৷ তিন বছরের মতো সময় লাগবে বলে জানান তিনি ৷ তাঁর কথায়, বাজেটে আসন্ন অর্থ বর্ষের জন্য 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ কেএমডিএ এই কাজের দায়িত্ব পেয়েছে ৷ অর্থ দফতর থেকে অনুমোদন পেলেই টেন্ডার ডাকা হবে ৷

দ্রুত কলকাতা থেকে এয়ারপোর্ট পৌঁছানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই উড়ালপুল ৷ যেটি মেট্রোপলিটান থেকে শুরু হবে ৷ এরপর চিংড়িঘাটা-সেক্টর ফাইভ হয়ে সরাসরি নিউ টাউনে গিয়ে নামবে ৷ মনে করা হচ্ছে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের উন্নয়ন ও তৎসংলগ্ন এলাকায় যোগাযোগেএই উড়ালপুল নতুন মাত্রা যোগ করবে ৷

আরও পড়ুন:

  1. অর্থ দফতরের অনুমোদন ছাড়াই মিলবে তিনটি প্রকল্পের টাকা, ঘোষণা নবান্নের
  2. নতুন বছর থেকে নবান্নে অ্যাক্সেস কার্ডের মাধ্যমে প্রবেশাধিকার, চলছে কার্ড তৈরির প্রক্রিয়া
  3. নবান্নের পার্কিং লটের উদ্বোধন মমতার, চালু করলেন ভ্রাম্যমাণ ডেন্টাল ভ্যান ও অ্যাম্বুলেন্স
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.