ETV Bharat / state

সারপ্রাইজ ভিজিট, বিচারপতিকে দেখে 'থ' জলপাইগুড়ির স্কুল

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 8:59 PM IST

Etv Bharat
Etv Bharat

Surprise Visit of Justice Biswajit Basu: সারপ্রাইজ ভিজিট বন্ধ হয়ে গিয়েছে শুনে বিচারপতির ইচ্ছে হয়েছিল স্কুলে সারপ্রাইজ ভিজিট করার ৷ যেমন ভাবা তেমনি কাজ ৷ হঠাৎ করে বিচারপতিকে স্কুলে দেখে অবাক কর্তৃপক্ষ ৷

আচমকা স্কুল পরিদর্শনে বিচারপতি

জলপাইগুড়ি, 14 মার্চ: হাইকোর্ট থেকে সোজা স্কুলে । হঠাৎ বিচারপতিকে দেখে চক্ষু চড়কগাছ স্কুল কর্তৃপক্ষের । বৃহস্পতিবার জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে এলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু । জলপাইগুড়ি জেলা বিদ্যালয় (মাধ্যমিক) পরিদর্শক বালিকা গোলেকে সঙ্গে নিয়ে শহরের পোস্ট অফিস মোড়ের ফণীন্দ্রদেব বিদ্যালয়ে যান বিচারপতি বিশ্বজিৎ বসু ।

এদিন জলপাইগুড়ি জেলা বিদ্যালয় (মাধ্যমিক) পরিদর্শক বালিকা গোলে জানান, বিচারপতি বিশ্বজিৎ বসু স্কুল পরিদর্শন করতে এসেছিলেন । ক্লাসরুম ছোট আছে বলে জানিয়েছেন । স্কুলে এসে দেখা গেল 45 জনের মধ্যে 12 জন শিক্ষক স্কুলে অনুপস্থিত ছিলেন । বিচারপতি একটা রিপোর্ট দিতে বলেছেন । স্কুল থেকে রিপোর্ট দেওয়ার পরই বিচারপতিকে রিপোর্ট দেব । যে কোনও জেলায় সারপ্রাইজ ভিজিট করতে বলেছেন ।

পরিদর্শন শেষে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন, "জেলা স্কুল পরিদর্শক একটা রিপোর্ট দিতে গিয়েছিলেন । সে সময় আমি তাঁর কাছে জানতে চাইলাম, বিভিন্ন স্কুলে আগের মতো সারপ্রাইজ হয় কিনা। জেলা পরিদর্শক জানালেন সারপ্রাইজ ভিজিট প্রায় বন্ধ হয়ে গিয়েছে । তাই এই স্কুলে পরিদর্শন করতে এসেছিলাম । স্কুলে এসে দেখলাম শিক্ষকদের উপস্থিতির হার কম । ছাত্র সংখ্যা খুব ভালো । তবে স্কুলের পরিকাঠামো উন্নয়নের প্রয়োজন আছে ৷ এদিন নিজে পরিদর্শন করার পর জেলার বিভিন্ন স্কুলে সারপ্রাইজ ভিজিট করতে বলেছেন বিচারপতি । এদিন ফণীন্দ্রদেব বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিমান বোস বলেন, "বিচারপতি আমাদের স্কুলে পরিদর্শনে এসেছিলেন । আমাদের স্কুলে ছাত্র সংখ্যার তুলনায় ক্লাসের সংখ্যা কম । কিছু শিক্ষক ছুটিতে আছেন । মোট 12 জন অনুপস্থিত আছেন । 6 জন অন ডিউটি আছেন। 6 জন অনুপস্থিত রয়েছেন ।

আরও পড়ুন :

  1. সাইকেল নিয়ে রাতে এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের পুলিশ সুপার
  2. সারপ্রাইজ ভিজিটে ভূমি রাজস্ব ও অর্থ দফতরে মুখ্যমন্ত্রী মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.