ETV Bharat / state

Mamata Banerjee: সারপ্রাইজ ভিজিটে ভূমি রাজস্ব ও অর্থ দফতরে মুখ্যমন্ত্রী মমতা

author img

By

Published : May 17, 2023, 5:14 PM IST

সরকারি কর্মীদের কর্ম সংস্কৃতি দেখতে ফের সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার তিনি নবান্নে ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং অর্থ দফতরে যান ৷

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 17 মে: আবার সারপ্রাইজ ভিজিটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার তিনি পৌঁছে গেলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতর এবং অর্থ দফতরে ৷ কয়েকদিন আগেই নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে সরকারি কর্মচারীদের কাজ ফেলে রেখে আন্দোলন করা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । এমনকি কয়েকদিন আগে স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরে সারপ্রাইজ ভিজিটে গিয়ে যেভাবে ফাইলের পাহাড় দেখেছিলেন তিনি, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে শোনা গিয়েছিল রাজ্যের প্রশাসনিক প্রধানকে ।

এবার আকস্মিক পরিদর্শনে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন তাঁর হাতে থাকা ভূমি ও ভূমি সংস্কার দফতরে । সেখান থেকে বুধবার নবান্নে অর্থ দফতরেও ঢুঁ মারেন তিনি । এদিন এই দফতরগুলিতে গিয়ে সেখানে উপস্থিতির হার এবং কাজের গতিপ্রকৃতি নিয়ে জানতে চান মুখ্যমন্ত্রী । বুধবার দুপুর সোয়া বারোটা নাগাদ আচমকাই ভূমি সংস্কার ও অর্থ দফতরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় । লিফটে যেতে যেতে আচমকাই সাততলায় নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় । এই সাত তলাতেই রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে থাকা ভূমি এবং ভূমি সংস্কার দফতর । এই সময় ভূমি এবং ভূমি রাজস্ব দফতরের বিভিন্ন জায়গা তিনি ঘুরে দেখেন । কর্মীদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁরা কেমন আছেন তা জানতে চান । এও জানতে চান কাজকর্ম ঠিকমতো চলছে কি না । খোঁজ খবর নেন কর্মীদের বাড়ির সদস্যদের ৷

এছাড়াও এদিন এই দফতরের সচিবের সঙ্গেও মিনিট পাঁচেক কথা বলেন তিনি । সেখানে তাঁর প্রশ্ন ছিল, হাজিরা ঠিকঠাক আছে কি না । সবাই সঠিক সময় আসছেন কি না তাও জানতে চান মুখ্যমন্ত্রী । কাজ ঠিক মতো চলছে কি না, ইত্যাদি। সেখান থেকে তিনি সোজা চলে যান লিফটের দিকে। তখনও কেউ ভাবতে পারেনি মুখ্যমন্ত্রীর লিফট আবার কোন দফতরে যাচ্ছে ৷ এবার তার লিফট দাঁড়ায় বারো তলায় থাকা অর্থ দফতেরর সামনে। একইভাবে এই বারো তলাতেও অর্থ দফতরের কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করেন । তাঁদের হাজিরা সম্পর্কে জানতে চান । কাজকর্ম ঠিক মতো চলছে কি না, খবর নেন । সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান রাজ্যের অর্থ সচিব মনোজ পন্থের ঘরে । সেখানে প্রায় দশ মিনিট বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই সময়ে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও ।

আরও পড়ুন: এগরায় বিস্ফোরণ-কাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর

তারপর সেখান থেকে বেরিয়ে আবার লিফট ধরে সোজা 14 তলায় তাঁর নিজের অফিসে পৌঁছে যান রাজ্যের প্রশাসনিক প্রধান । রাজ্যে মহার্ঘভাতার দাবিতে সরকারি কর্মচারীদের একাংশ আন্দোলনের রাস্তাকে বেছে নিয়েছেন। এই অবস্থায় বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ । বিশেষ করে যখন তাঁকে একাধিকবার সরকারি কর্মচারীদের আন্দোলন নিয়ে উষ্মাপ্রকাশ করতে শোনা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.