ETV Bharat / state

কোচিং ছাড়াই ইউপিএসসি পরীক্ষায় 14তম স্থানে ঝাড়গ্রামের মানস

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 1:21 PM IST

ETV BHARAT
ETV BHARAT

UPSC Result 2024: কোনও কোচিং ছাড়াই ইউপিএসসি পরীক্ষায় 14তম স্থান অধিকার করলেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দা মানস মাহাত ৷

ঝাড়গ্রাম, 25 ফেব্রুয়ারি: কোনও রকম কোচিং ছাড়াই সর্বভারতীয় চাকরির পরীক্ষায় সফল হলেন ঝাড়গ্রাম জেলার বাসিন্দা মানস মাহাত । বছর একত্রিশের মানসের বাড়ি জেলার নয়াগ্রাম ব্লকের প্রত্যন্ত চাঁদাবিলা গ্রামে । গত 23 ফেব্রুয়ারি ইউপিএসসি-র অ্যাসিস্ট্যান্ট জিওফিক্সিজ পদে চাকরির পরীক্ষার ফাইনাল মেধাতালিকা প্রকাশ হয় । তাতে মানস মাহাত দেশের মধ্যে 14তম স্থান অর্জন করেছেন । তাঁর সাফল্যে খুশি ঝাড়গ্রাম জেলাবাসীও ।

মানস মাহাতর কথায়, "আমার বাড়িতে প্রচুর বই রয়েছে । ওই বই পড়া এবং বিষয়ের উপরে দক্ষতাই আমার সফলতা নিয়ে এসেছে । বইয়ের বিকল্প নেই । শুধুমাত্র বই এবং ইন্টারনেটের সাহায্যে আমি অ্যাসিস্ট্যান্ট জিওফিক্সিজ পদে উর্ত্তীণ হয়েছি । মাত্র দু’নম্বরের জন্য জিওসায়েন্টিস্ট পদ পাইনি । আশা করি ওখানে ওয়েটিং লিস্টে থাকব ।"

শুধুই কি ইউপিএসসি ? না, তার আগে মানস সিএসআর নেট এবং রাজ্যের সেট পরীক্ষাতেও উর্ত্তীণ হয়েছেন । মানসের বাড়িতে রয়েছেন খাদ্য দফতরের ফুড ইন্সপেক্টর পদ থেকে অবসর নেওয়া বাবা চুনারাম মাহাত । গৃহবধূ মা গন্ধেশ্বরী মাহাত । চুনারাম-গন্ধেশ্বরীর তিন ছেলে । সব থেকে ছোট মানস । বড় ছেলে বিদ্যুৎ দফতরে এবং মেজো ছেলে হাইস্কুলে শিক্ষকতা করেন । ছোট ছেলে মানস স্থানীয় চাঁদাবিলা এসসি হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করেন 2008 সালে । 2010 সালে ঝাড়গ্রাম বাণীতীর্থ হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে ঝাড়গ্রাম রাজ কলেজে ফিজিক্স নিয়ে ভর্তি হন । তারপর 2013 সালে স্নাতক পাশ করে খড়গপুর আইআইটিতে এমএসসিতে ভর্তির সুযোগ পান ।

সেখান থেকে 2015 সালে পাশ করে সিএসআর নেট এবং রাজ্যের সেট পরীক্ষায়ও উর্ত্তীণ হয় । তারপর গবেষণা করার সিদ্ধান্ত নিলেও মাঝপথে ওই সিদ্ধান্ত বদল করেন তিনি । 2019 সালে প্রত্যন্ত চাঁদাবিলা গ্রামে ফিরে আসেন মানস । শুরু করেন চাকরির পরীক্ষার প্রস্তুতি ।

অ্যাসিস্ট্যান্ট জিওফিক্সিজ পদে চাকরির প্রসঙ্গে মানস বলেন, "আমি এমএসসিতে জিওফিজিক্সের কোনও পেপার পড়িনি । কিন্তু বিষয়টি ভালো লাগত বলে আমি নতুন বই কিনে চাকরির পরীক্ষার জন্য পড়তে শুরু করি । এখানে বিষয়ের দক্ষতা ও গভীরতা খুব গুরুত্ব সহকারে দেখা হয় । 2023 সালে কলকাতায় গিয়ে লিখিত পরীক্ষা দিয়েছিলাম । তারপর ওই পরীক্ষায় পাশ করতে গত 7 ফেব্রুয়ারি দিল্লি ইউপিএসসি ভবনে গিয়ে ইন্টারভিউ দিয়েছিলাম। গতকাল 23 ফেব্রুয়ারি মেধাতালিকা প্রকাশ হয়েছে । তাতে আমি 14তম স্থান অর্জন করতে পেরেছি ।"

শনিবার বিকেলে তাঁর বাড়িতে পৌঁছন ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু । তিনি মানসকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান । সুমন সাহু বলেন, "সবচেয়ে আশ্চর্যের বিষয়, কোনওরকম কোচিং বা ট্রেনিং ছাড়াই তিনি নিজে এই জায়গায় পৌঁছেছেন । খুবই সরল-সাদাসিধে জীবনযাত্রা । আমাদের প্রত্যন্ত এলাকা থেকে যে সর্বভারতীয় পরীক্ষায় পাশ করা যায়, তার দৃষ্টান্ত স্থাপন করলেন মানস । সত্যিই আজ আমরা আপ্লুত, অনুপ্রাণিত হয়েছি । ঝাড়গ্রাম জেলাবাসী হিসেবে, নয়াগ্রামবাসী হিসেবে তাঁর জন্য গর্ব অনুভব করছি । তাঁকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে পেরে ধন্য আমরা ।"

আরও পড়ুন:

  1. তৃতীয়বারে ইউপিএসসি পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল শিলিগুড়ির চৈতন্যর
  2. প্রথম দুবার প্রিলিমে ব্যর্থ, তৃতীয় প্রচেষ্টায় দেশের সেরা; সক্রিয় ক্রীড়াবিদ ঈশিতাকে জানুন
  3. ইউপিএসসি'তে 94 ব়্যাংক, জঙ্গলমহলের নাম উজ্জ্বল করলেন ইন্দ্রাশিস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.