ETV Bharat / state

Indrashis Dutta UPSC : ইউপিএসসি'তে 94 ব়্যাংক, জঙ্গলমহলের নাম উজ্জ্বল করলেন ইন্দ্রাশিস

author img

By

Published : May 31, 2022, 6:55 PM IST

ইউপিএসসি পরীক্ষার মেয়েদের জয়জয়কার। তবে জঙ্গলমহলের নাম উজ্জ্বল করলেন ইন্দ্রাশিস দত্ত (Indrashis Dutta is ranked 94th in UPSC) । এবারের ইউপিএসসি পরীক্ষায় তাঁর ব়্যাংক 94 ৷ যদিও এর থেকেও আরও ভাল রেজাল্ট আশা করেছিলেন তিনি। ভবিষ্যতে আইএএস হওয়ারও ভাবনা-চিন্তা রয়েছে ইন্দ্রাশিসের।

upsc exam
জঙ্গলমহলের ইন্দ্রাশিস দত্ত

মেদিনীপুর, 31 মে : এবার ইউপিএসসি-তে টপার হলেন জঙ্গলমহলের ইন্দ্রাশিস দত্ত (Indrashis Dutta is ranked 94th in UPSC) । নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছিলেন তিনি ৷ সেবার টপার হয়েছিলেন ইন্দ্রাশিস ৷ ইউপিএসসি-তে ইন্দ্রাশিসের রাঙ্কিং হয়েছে 94। ইন্দ্রাশিসের এই ফলাফলে গর্বিত মেদিনীপুরবাসী ৷

ইন্দ্রাশিস মাধ্যমিক দিয়েছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে এবং উচ্চ-মাধ্যমিক দিয়েছেন মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে। প্রসঙ্গক্রমে বলা যায়, ইন্দ্রাশিসের একমাত্র লক্ষ্য ছিল আইএএস হওয়া। সেই লক্ষ্যে অনড় থেকেই গতবার 318 র‍্যাঙ্ক হওয়ার পরও হাল ছাড়েননি মেদিনীপুরের এই যুবক ইন্দ্রাশিস দত্ত। ইন্দ্রাশিস ইউপিএসসি 2021-এর এই ফলাফল জানতে পারেন সোমবার সন্ধ্যা নাগাদ। তারপর থেকেই তাঁকে একে একে অনেকেই শুভেচ্ছা জানান ৷

2011 তে মেডিক্যাল এন্ট্রান্স পরীক্ষায় বসে 35 র‍্যাঙ্ক করেন ইন্দ্রাশিস। কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তিও হন তিনি। তাঁর দাদা একজন চিকিৎসক ৷ বাবা গুরুপদ দত্ত ছিলেন এলআইসি'র উচ্চপদস্থ আধিকারিক। মা কৃষ্ণা দত্ত মেদিনীপুর শহরের মিশন গার্লসের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তাঁরা সকলেই চেয়েছিলেন গতানুগতিক ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, ইন্দ্রাশিস আরও উঁচু কোনও সম্মানের জায়গাতে পৌঁছে যাক। তাই, মাঝপথেই মেডিক্যাল ছেড়ে বেঙ্গালুরুতে আইআইএসসি-তে পড়ার সিদ্ধান্ত নেন ইন্দ্রাশিস।

জঙ্গলমহলের নাম উজ্জ্বল করলেন ইন্দ্রাশিস

আরও পড়ুন : UPSC CSE Result : ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় নজির গড়ে প্রথম তিনে মহিলারা

পরবর্তীকালে বেঙ্গালুরু থেকে ইজরায়েলে পাড়ি দেন তিনি। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের স্কলারশিপ বা বৃত্তি পেয়ে প্রায় সারা দেশ পরিভ্রমণও করেন। তারপরই তিনি মনস্থ করেন, প্রশাসনিক সর্বোচ্চ পদ আইএএস-এ পৌঁছতে এ ইউপিএসসি-র প্রস্তুতি নেবেন। তাই 2018 সালে দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসেই ইন্দ্রাশিস এই পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করেন। প্রথমবারই 318 র‍্যাংক ! কিন্তু আইএএস হওয়ার লক্ষ্যে অনড় ছিলেন ইন্দ্রাশিস। আরও কঠোর পরিশ্রম শুরু করেন তিনি। আর তাতেই এই সাফল্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.