ETV Bharat / state

'তৃণমূলকে সাফ করে দিয়েছি', ভোট দিয়েই হুঙ্কার শুভেন্দুর - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 11:48 AM IST

Suvendu Adhikari: ভোটের দিনই তৃণমূলকে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর ৷ সেই সঙ্গে, বিরোধী দলনেতার দাবি, কয়েক'শো বুথে এজেন্টই দিতে পারেনি তৃণমূল ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী (নিজস্ব চিত্র)

কাঁথি, 25 মে: ভোট দিয়ে বেরিয়েই হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ বাড়ির পাশের বুথে ভোট দিয়ে তিনি স্পষ্টতই বললেন, "আমরা সাফ করে দিয়েছি তৃণমূলকে ৷ তৃণমূল তো 200-র বেশি জায়গায় এজেন্টই দিতে পারেনি ৷" পাশাপাশি তমলুকে বিজেপি প্রার্থী জিতবে বলেও ফের একবার জানিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷

ভোট দিয়ে হুঙ্কার শুভেন্দুর (ইটিভি ভিডিয়ো)

সকাল থেকে একাধিক জায়গায় বিচ্ছিন্ন অশান্তির খবর এলেও খোশমেজাজে পাওয়া গেল বিরোধী দলনেতাকে ৷ শান্তিকুঞ্জ থেকে ভোটদানের জন্য নন্দীগ্রামের উদ্দেশে বেরোনোর সময়ও তৃণমূলকে ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী ৷ পরে নন্দীগ্রামের নন্দনায়ক বার প্রাথমিক স্কুলে ভোট দেন শুভেন্দু ৷ আর ভোট দিয়ে বেরিয়ে শুভেন্দু বলেন, "আমরা সাফ করে দিয়েছি তৃণমূলকে ৷ তৃণমূল 200-র বেশি জায়গায় এজেন্ট দিতে পারেনি ৷ আইপ্যাককে দিয়ে কিছুটা অশান্তি পাকানোর চেষ্টা করছে কিন্তু পারবে না কিছু করতে ৷ ঘাটালে হিরণকে আটকেছিল এখন পালটা মার খাচ্ছে ৷ তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবেই ৷"

আরও পড়ুন: বুথের বাইরে অভিজিৎকে ঘিরে 'চোর' স্লোগান, বিক্ষোভে এলাকা ছাড়লেন বিজেপি প্রার্থী

আগে বাড়ি থেকে বেরনোর সময়ও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী ৷ সেই সময় তিনি বলেন, "যে কায়দায় বিগত দিনে ভোট করাত তৃণমূল, সেই কায়দায় এবার ভোট হয়নি, হচ্ছে না ৷ তৃণমূল কোথায় ? কোনও তৃণমূল নেই ৷ পুলিশের সঙ্গে ঝামেলা হচ্ছে ৷ বুথে কোনও গণ্ডগোল করতে পারছে না ৷ ভিতরে কিছু করতে পারছে না ৷ যে আটটা কেন্দ্রে ভোট হচ্ছে সেখানে প্রায় 15 হাজার বুথের মধ্য়ে 474টি বুথে ক্যামেরা অফ ছিল ৷ আমাদের গুঁতোয় সেটা এখন 200-তে নেমে এসেছে ৷ টুকটাক কোথাও কিছু করছে ৷ বড় কিছু করতে পারছে না ৷ সাংগাঠনিক শক্তির থেকেও বেশি আমরা এজেন্ট দিয়েছি এবার ৷ যা গত বিধানসভাতেও পারিনি ৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সমন্বয়ের অভাব ছিল ৷ সেটা আস্তে আস্তে মিটে যাচ্ছে ৷"

আরও পড়ুন: ভোটের আগে মহিষাদলে কুপিয়ে খুন তৃণমূল নেতা, রিপোর্ট চাইল কমিশন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.