ETV Bharat / state

ইয়ামি গৌতমের 'আর্টিকেল 370' দেখে দরাজ প্রশংসা রাজ্যপালের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 8:13 PM IST

Updated : Mar 6, 2024, 8:59 PM IST

Governor watches Article 370 film: আর্টিকেল 370 ফিল্ম দেখে দরাজ প্রশংসা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ বাইপাসের ধারে একটি মাল্টিপ্লেক্সে তিনি এই ছবি দেখেন ৷

ETV BHARAT
ETV BHARAT

আর্টিকেল 370 দেখে উচ্ছ্বসিত রাজ্যপাল

কলকাতা, 6 মার্চ: ইয়ামি গৌতমের 'আর্টিকেল 370' ফিল্মটি দেখে উচ্ছ্বসিত রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ আজ বাইপাসের ধারে একটি মাল্টিপ্লেক্সে তিনি এই ছবি দেখেন ৷

বারাসতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা চলছে, তখনই বাইপাসের ধারের একটি মাল্টিপ্লেক্সে হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস । আদিত্য সুহাস পরিচালিত 'আর্টিকল 370' দেখতে গিয়েছিলেন তিনি । কড়া নিরাপত্তার মধ্যে নির্ধারিত সময়ে হাজির হন রাজ্যপাল । ছবি দেখে তিনি বেশ খুশি ৷ এ দিন তিনি বলেন, "খুব ভালো এবং চিত্তাকর্ষক ছবি ।" তাঁর বক্তব্যে উঠে আসে নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ এবং শেখ শাহজাহানের কথাও । উঠে আসে ভারতীয় রাজনীতির নানা কথা ।

23 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘আর্টিকেল 370’। এই ছবিতে গোয়েন্দার চরিত্রে দেখা গিয়েছে ইয়ামি গৌতমকে । জুনি হকসারের চরিত্রে অভিনয় করেছেন তিনি । কাশ্মীরের পটভূমির উপর নির্ভর করে গড়ে উঠেছে এই ছবি । বক্স অফিস কাঁপালেও পশ্চিম এশিয়ার দেশগুলিতে নিষিদ্ধ করা হয়েছে এই ছবিটি ।

সংবিধানের 370 অনুচ্ছেদ অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ছিল ৷ 2019 সাল অনুচ্ছেদ 370 বাতিল করা হয় । ফলে জম্মু ও কাশ্মীর সেই বিশেষ মর্যাদার তকমা হারায়‌ এবং জম্মু-কাশ্মীর রাজ্যকে দুই কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর এবং লাদাখে ভাগ করা হয় । সেই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য । এই ছবির ভূয়সী প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি ইয়ামি গৌতমের অভিনয়েরও সুখ্যাতি করেছিলেন । আর আজ এই ছবি দেখে একই কথা শোনা গেল রাজ্যপাল সিভি আনন্দ বোসের গলায় ।

আরও পড়ুন:

  1. বক্সঅফিস লড়াইয়ে ইয়ামি-বিদ্যুৎ, প্রথম তিন দিনে বাজিমাত কার
  2. 'উপত্যকায় সন্ত্রাসবাদ বহাল, কেন্দ্রের নজর শুধুই পর্যটনে', পর্যটন-নিরাপত্তা প্রশ্নে দাবি ফারুক আব্দুল্লার
  3. 370 বাতিলের পর বৃহস্পতিতে প্রথম কাশ্মীর সফর মোদির, নিরাপত্তার কড়াকড়ি
Last Updated : Mar 6, 2024, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.