ETV Bharat / bharat

'উপত্যকায় সন্ত্রাসবাদ বহাল, কেন্দ্রের নজর শুধুই পর্যটনে', পর্যটন-নিরাপত্তা প্রশ্নে দাবি ফারুক আব্দুল্লার

author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 22, 2023, 2:31 PM IST

Center Only Talk About Increasing Tourism but Terrorism Not Ended in Kashmir Valley: অনুচ্ছেদ 370 অবলুপ্তির পরেও জম্মু ও কাশ্মীরে জঙ্গি নাশকতা বন্ধ হয়নি ৷ আর এর ফলে কাশ্মীর উপত্যকায় ঘুরতে আসা পর্যটকদের জীবন ঝুঁকির মধ্য রয়েছে বলে মনে করেন সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা ৷

ETV BHARAT
ETV BHARAT

জম্মু ও কাশ্মীর, 22 ডিসেম্বর: জম্মু ও কাশ্মীর এখনও সন্ত্রাসবাদ মুক্ত নয় ৷ এমনই দাবি করলেন উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আব্দুল্লা ৷ শুক্রবার কাঠুয়া সফরে গিয়ে তিনি জানান, কেন্দ্রের বিজেপি সরকার যে দাবি করে, তা আদৌ সত্যি নয় ৷ তাঁর কথায়, উপত্যকায় এখন সন্ত্রাসবাদী কার্যকলাপ জারি রয়েছে ৷ আর সেই কারণেই, জম্মু ও কাশ্মীরে ঘুরতে আসা পর্যটকরা এখনও নিরাপদ নন ৷

কেন্দ্রীয় সরকার তথা বিজেপির দাবির বিরুদ্ধে ফারুক আব্দুল্লা সতর্ক করেছেন সকলকে ৷ তিনি বলেন, ‘‘‘সন্ত্রাসবাদ এখনও শেষ হয়নি ৷ তারা (কেন্দ্রীয় সরকার) শুধুমাত্র কাশ্মীরে বাড়তে থাকা পর্যটনের কথা বলছে ৷ তাহলে কেউ (বিজেপি নেতা) এগিয়ে আসবে না এখানে ৷’’ উল্লেখ্য, বৃহস্পতিবার পুঞ্চে জঙ্গিদের সঙ্গে গুলিযুদ্ধে চার সেনা জওয়ান শহিদ হয়েছেন ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই ফারুক আব্দুল্লা এই কথাগুলি বলেন ৷ উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘আজও জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদ জীবিত রয়েছে ৷ আর এই ঘটনা (4 সেনা জওয়ানের মৃত্যু) তারই একটা অংশ ৷’’

এর পরেই কেন্দ্রের বিরুদ্ধে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অবহেলার অভিযোগে নিশানা করেন ফারুক আব্দুল্লা ৷ উল্লেখ্য, গত 11 ডিসেম্বর সুপ্রিম কোর্ট অনুচ্ছেদ 370 বাতিলের বিষয়টিকে সম্পূর্ণ বৈধ বলে রায় দিয়েছে ৷ এমনকি জম্মু ও কাশ্মীরের 'বিশেষ মর্যাদা' সক্রান্ত ওই অনুচ্ছেদকে সাময়িক ব্যবস্থা বলে উল্লেখ করে আদালত ৷ যার পরেই 2019 সালের 5 অগস্ট কেন্দ্রে আনা নয়া আইনের ভিত্তিতে অনুচ্ছেদ 370 ও 35এ বাতিলের সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর পড়ে যায় ৷

এমনকি দ্রুত জম্মু ও কাশ্মীরকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ সেই সঙ্গে আগামী বছরের সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতের নির্বাচন কমিশনকে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে বিধানসভা ভোটের আয়োজন করতে বলেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ৷

আরও পড়ুন:

  1. 370 ধারা বিলোপের সিদ্ধান্ত অসাংবিধানিক নয়, জম্মু ও কাশ্মীরের মামলায় জানাল শীর্ষ আদালত
  2. 370 ধারার বিলোপ সাংবিধানিক পদক্ষেপ! শীর্ষ আদালতের রায়ে হতাশ জম্মু ও কাশ্মীরের 2 প্রাক্তন মুখ্যমন্ত্রী
  3. বছর শেষে ফিরে দেখা 2023 সালে সুপ্রিম কোর্টের 10 গুরুত্বপূর্ণ রায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.