ETV Bharat / bharat

370 বাতিলের পর বৃহস্পতিতে প্রথম কাশ্মীর সফর মোদির, নিরাপত্তার কড়াকড়ি

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 6:54 PM IST

ETV BHARAT
ETV BHARAT

PM Modi to visit Kashmir: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার শ্রীনগরের বকসি স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন ৷ উদ্বোধন করবেন 5000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ৷ স্টেডিয়ামের আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরা এবং ড্রোন নজরদারির অধীনে রাখা হয়েছে ৷ ইটিভি ভারতের পারভেজ উদ্দিনের প্রতিবেদন ৷

শ্রীনগর, 6 মার্চ: বৃহস্পতিবার কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ উপত্যকায় সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল হওয়ার পর এটাই ভূস্বর্গে তাঁর প্রথম সফর ৷ প্রধানমন্ত্রীর আগমনের আগে শ্রীনগরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ।

প্রধানমন্ত্রী কাশ্মীরে 5000 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন ৷ শ্রীনগরে একটি সমাবেশে ভাষণ দেওয়ারও কথা রয়েছে তাঁর । প্রধানমন্ত্রীর সফরের আগে, শহর ও তার উপকণ্ঠে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে । শ্রীনগরের হাইওয়েগুলিতে মোবাইল চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে ৷ সেখানে পথচারী এবং যাত্রীদের পুঙ্খানুপুঙ্খভাবে চেকিং করা হচ্ছে ৷ পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলি যানবাহনও তল্লাশি করছে ।

শহরে প্রবেশ ও প্রস্থানের পথে প্রচুর সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে । শ্রীনগরের বকসি স্টেডিয়ামের আশপাশের এলাকা - যেখানে মোদি বৃহস্পতিবার সমাবেশে বক্তৃতা করবেন - সেখানে সম্পূর্ণভাবে সিল করা হয়েছে এবং জনগণের গতিবিধির উপর কড়া নজরদারি রাখতে ড্রোন এবং সিসিটিভি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে । পুলিশ, সিআরপিএফ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি সমাবেশস্থল ও আশপাশের এলাকাগুলিতে টহল দিচ্ছে ৷

একটি সরকারি বিবৃতি অনুসারে, প্রধানমন্ত্রী শ্রীনগরের বকসি স্টেডিয়ামে 'বিকশিত ভারত লিকশিত জম্মু কাশ্মীর' প্রোগ্রামে যোগ দেবেন এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কৃষি-অর্থনীতি বাড়ানোর জন্য প্রায় 5,000 কোটি টাকার উদ্যোগের উদ্বোধন করবেন ।

প্রধানমন্ত্রী হজরতবালের সমন্বিত উন্নয়নের জন্য একটি প্রকল্প-সহ 'স্বদেশ দর্শন' এবং 'প্রসাদ' (তীর্থযাত্রা পুনরুজ্জীবন এবং আধ্যাত্মিক, হেরিটেজ অগমেন্টেশন ড্রাইভ) প্রকল্পের অধীনে 1,400 কোটি টাকারও বেশি মূল্যের পর্যটন সম্পর্কিত দেশব্যাপী প্রকল্পও চালু করবেন তিনি । চ্যালেঞ্জ-বেসড ডেস্টিনেশন ডেভলপমেন্ট (সিবিডিডি) প্রকল্পের অধীনে নির্বাচিত পর্যটন গন্তব্য ঘোষণা করার পাশাপাশি তিনি 'দেখো আপনা দেশ পিপলস চয়েস ট্যুরিস্ট ডেস্টিনেশন পোল' এবং 'চলো ইন্ডিয়া গ্লোবাল ডায়াসপোরা' প্রচারাভিযানও চালু করবেন বলে বিবৃতিতে জানানো হয়েছে ৷

প্রধানমন্ত্রী জম্মু ও কাশ্মীরে প্রায় 1,000 নতুন-নিযুক্ত সরকারি কর্মচারীদের নিয়োগপত্র বিতরণ করবেন এবং মহিলা অর্জনকারী, কৃষক ও উদ্যোক্তা-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে তাঁর যোগাযোগ করার কথা রয়েছে । প্রধানমন্ত্রীর চালু করা 'হলিস্টিক এগ্রিকালচার ডেভেলপমেন্ট প্রোগ্রাম' (এইচএডিপি) এর অধীনে এই অঞ্চলের কৃষি-অর্থনীতিতে উত্সাহ দেওয়ার জন্য এই প্রোগ্রামটি তিনটি প্রধান ক্রিয়াকলাপের উপর জোর দেবে, উদ্যানপালন, কৃষি এবং পশুপালন ৷

এই প্রোগ্রামটি প্রায় 2.5 লক্ষ কৃষককে দক্ষতা-উন্নয়ন প্রশিক্ষণ দেবে বলে আশা করা হচ্ছে এবং প্রায় 2,000 কৃষকদের পরিষেবা কেন্দ্র স্থাপন করা হবে ৷ প্রধানমন্ত্রী 43টি প্রকল্পও চালু করবেন, যা সারা দেশে বিস্তৃত তীর্থস্থান এবং পর্যটন স্থানগুলির উন্নয়ন করবে । বিবৃতিতে বলা হয়েছে, তিনি 'দেখো আপনা দেশ পিপলস চয়েস 2024' আকারে পর্যটনে জাতির স্পন্দন চিহ্নিত করার জন্য প্রথম দেশব্যাপী একটি উদ্যোগও চালু করবেন ।

প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরের আগে বিজেপির জম্মু ও কাশ্মীর শাখা মোদিকে স্বাগত জানাতে শহরজুড়ে মেগা হোর্ডিং লাগিয়েছে ৷ কেন্দ্রশাসিত অঞ্চলে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ । প্রধানমন্ত্রীর সমাবেশের জন্য কর্তৃপক্ষ শুধুমাত্র শ্রীনগর থেকে প্রায় 7000 সরকারি কর্মচারী মোতায়েন করেছে এবং বৃহস্পতিবার দশম শ্রেণির পরীক্ষাও এই অনুষ্ঠানের জন্য স্থগিত করা হয়েছে ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির পাঁচ মহিলার সঙ্গে কথা মোদির, প্রধানমন্ত্রীর কাছে যেতে না-পেরে কাঁদলেন অনেকেই
  2. 'সন্দেশখালির ঝড় তৃণমূলকে উড়িয়ে নিয়ে যাবে বাংলা থেকে', বারাসতে হুঙ্কার মোদির
  3. সন্ত্রাসের অবসান ঘটিয়ে জম্মু-কাশ্মীরের পুনর্গঠন করেছে মোদি সরকার, দাবি অমিত শাহের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.