কলকাতা, 21 ফেব্রুয়ারি: ফের সাতসকালের মহানগরের বুকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হানা ৷ তবে এ বার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড বা রেশন দুর্নীতি নয়, বরং ভুয়ো কল সেন্টার খুলে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগের তদন্তে তল্লাশি অভিযানে নামলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ তথ্যপ্রযুক্তি হাব সল্টলেকের সেক্টর ফাইভে ভুয়ো কল সেন্টার খুলে কোটি কোটি টাকার প্রতারণার করা হয়েছে বলে অভিযোগ ।
ইডি দফতর সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ আচমকাই ইডির একটি গাড়ি বেনিয়াপুকুরের উদ্দেশে রওনা দেয় । বেনিয়াপুকুর থানার সঙ্গে যোগাযোগ করে তারা ওই এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যান বলে জানা গিয়েছে ৷ সংশ্লিষ্ট ব্যবসায়ীর নাম শোয়েব আমাল । তাঁর সল্টলেকের সেক্টর ফাইভে একটি কল সেন্টারের অফিস রয়েছে । যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সংশ্লিষ্ট কল সেন্টারটি একেবারে নকল বা ভুয়ো । সেখানে মূলত সাইবার প্রতারণার কাজ হয় । সেখানে বসে বিদেশের একাধিক নাগরিকদের ফোন করা হয় এবং নানাভাবে তাদের প্রলোভন দেখানো হয় ৷ অভিযোগ, ফোনের মাধ্যমে তাদের কাছ থেকে ব্যাংকের তথ্য নিয়ে প্রতারণা করতেই খোলা হয়েছে এই ভুয়ো কল সেন্টারটি । এই অভিযোগ পাওয়ার পরেই আদালতের নির্দেশে তদন্ত নেমেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।
সকাল থেকে এখনও বেনিয়াপুকুরের শোয়েব আমাল নামে ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান চলছে । ওই ব্যবসায়ী-সহ তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা । যাতে এলাকায় কোনওরকমের আইন-শৃংখলার অবনতি না হয় তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও সঙ্গে নিয়ে গিয়েছে ইডি । পাশাপাশি এলাকায় নজরদারি চালাচ্ছে বেনিয়াপুকুর থানার পুলিশ । কয়েক বছর আগে এইরকমই একটি ঘটনায় কলকাতা পুলিশের অন্তর্গত মেটিয়াব্রুজ এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছিলেন ইডির তদন্তকারী আধিকারিকরা । সেখান থেকে প্রায় 11 কোটি টাকা নগদ উদ্ধার করেছিল ইডি ।
আরও পড়ুন: