ETV Bharat / state

তথ্যপ্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কায় হাইকোর্টের দ্বারস্থ ইডি

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 3:17 PM IST

Sheikh Shahjahan Arrest: পুলিশি হেফাজতে শেখ শাহজাহান ৷ এরপরেই হাইকোর্টের দ্বারস্থ ইডি। তথ্য প্রমাণ নষ্ট হতে পারে, এই অভিযোগ তুলে প্রধান বিচারপতির কাছে চিঠি দিল ইডি।

Etv Bharat
শাহজাহান গ্রেফতার হতেই হাইকোর্টের দ্বারস্থ ইডি

কলকাতা, 29 ফেব্রুয়ারি: রাজ্য পুলিশের হাতে শাহজাহান শেখের গ্রেফতারির পর এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি। তথ্য প্রমাণ নষ্ট হতে পারে বলে আশঙ্কা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। দ্রুত শুনানির আবেদন করে মামলা দায়ের করা হল। সন্দেশখালির ঘটনায় রাজ্য প্রশাসন আগেই একটি সিট গঠন করেছিল। এই বিশেষ তদন্তকারী দল গঠনকে কেন্দ্র করে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। সেই মামলার শুনানি হওয়ার কথা ছিল 6 মার্চ। কিন্তু শুক্রবারই শুনানি করার জন্য প্রধান বিচারপতির কাছে চিঠি দিল ইডি।

ইডির তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানান, সিট গঠন সংক্রান্ত ডিভিশন বেঞ্চের স্থগিত মামলাটি 6 মার্চ শুনানির জন্য রাখা হয়েছে। কিন্তু আগামী ছ'দিন শাহজাহানকে রাজ্য পুলিশ নিজেদের হেফাজতে রেখে ওই মামলার তদন্তে তথ্য নথি নষ্ট করে দিতে পারে। তাই তাঁদের চ্যালেঞ্জ মামলাটি কাল অর্থাৎ শুক্রবারই জরুরি ভিত্তিতে শোনা হোক। আদালত অবশ্য এখনও এই ব্যাপারে কোনও আশ্বাস দেয়নি।

সূত্রের খবর, আদালতে পুলিশ যে নথি দিয়েছে, তাতে শাহজাহানের জবানবন্দির বিষয়টি উল্লেখ করা হয়েছে । নথিতে স্পষ্ট বলা রয়েছে, 5 জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে গিয়েছিলেন সন্দেশখালিতে তাঁর বাড়িতে। সেদিন ভয় পেয়ে গিয়েছিলেন শেখ শাহজাহান । সেই কারণে অনুগামীদের ফোন করে হামলার নির্দেশ দিয়েছিলেন শাহজাহান । আদালত সূত্রে খবর, পুলিশের নথিতে বুধবার রাত 1.15 মিনিটে শেখ শাহজাহানকে গ্রেফতার দেখানো হয়েছে । পুলিশের দাবি, জেরায় শেখ শাহজাহান তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন । ইতিমধ্যেই পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রমাণ পেয়েছে ।

দীর্ঘ 55 দিন ধরে অধরা ছিলেন সন্দেশখালির বাঘ তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান ৷ তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে অবশেষে প্রতিবাদে রাস্তায় নামেন স্থানীয় মহিলারা ৷ জমি দখল থেকে শুরু করে পাওনা টাকা না দেওয়া, একাধিক অভিযোগে স্থানীয় মহিলাদের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির বিভিন্ন এলাকা ৷ জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে রাজ্য কমিশনের প্রতিনিধিরা এলাকা পরিদর্শনে যান ৷ শোনেন অভাব-অভিযোগও ৷ শুধু তাই নয়, বিরোধী শিবিরের একাধিক নেতা-মন্ত্রীরাও সন্দেশখালি যেতে গেলে পুলিশি বাধার সম্মুখীন হলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে ৷ অবশেষে একাধিক আন্দোলেনর পর পুলিশি হেফাজতে শেখ শাহজাহান ৷

আরও পড়ুন:

1. গ্রেফতারির ভয়েই ইডির উপর হামলার নির্দেশ দেন, পুলিশি জেরায় স্বীকার শাহজাহানের

2. সন্দেশখালির কোন পুলিশ আধিকারিকদের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল শাহজাহানের ? জানতে মরিয়া সিআইডি

3. পুলিশি ঘেরাটোপে ধোপদুরস্ত 'আত্মবিশ্বাসী' শাহজাহানকে আনা হল ভবানী ভবনে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.