ETV Bharat / state

কাজ করে না মোবাইল, দূর-পাহাড়ে স্যাটেলাইট ফোন ব্যবহার করবেন ভোটকর্মীরা - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 10:05 PM IST

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বক্সা পাহাড়ে এমন তিনটি বুথ রয়েছে, যেখান থেকে মোবাইলে যোগাযোগ অসম্ভব ৷ তাই আগামী 19 এপ্রিল ওই কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ রক্ষায় নির্বাচন কমিশনের ভরসা হতে চলেছে স্যাটেলাইট ফোন ৷ এই প্রথম লোকসভা নির্বাচনে স্যাটেলাইট ফোন ব্যবহার হতে চলেছে ৷

স্যাটেলাইট ফোন ব্যবহার করবেন ভোটকর্মীরা

আলিপুরদুয়ার, 13 এপ্রিল: গণতন্ত্রের উৎসবে যোগদানের সুযোগ যাতে একজন ভোটারাও না হারান, সেই বিষয়টি সুনিশ্চিত করতে প্রতিবারই তৎপর থাকে ভারতের নির্বাচন কমিশন ৷ এবারও তার ব্যতিক্রম হচ্ছে না ৷ তাই ভোটকর্মীদের দুর্গম গিরিপথ পার করেও যেতে হবে ভোট নিতে ৷ কিন্তু শুধু পৌঁছালেই হবে না। এমন অনেক প্রত্যন্ত এলাকা আছে, যেখানকার সঙ্গে মোবাইলে যোগাযোগও অসম্ভব ৷ সেখান থেকে কমিশনের কার্যালয়ে ভোটের মিনিট-টু-মিনিট তথ্য আসবে কী করে ? এই সমস্যার সমাধানে এবার লোকসভা নির্বাচনে স্যাটেলাইট ফোন ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন ৷

পশ্চিমবঙ্গেও এমন বুথ রয়েছে, যেখানে কমিশনের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখতে ভোট-কর্মীদের ভরসা হতে চলেছে স্যাটেলাইট ফোন ৷ আলিপুরদুয়ার লোকসভা এলাকায় ওই বুথগুলি রয়েছে ৷ বুথের সংখ্য়া মাত্র তিন ৷ সেগুলি অবস্থিত দুর্গম বক্সা পাহাড়ে ৷ বক্সা টাইগার রিজার্ভ হয়ে রীতিমতো ট্রেকিং করে সেখানে পৌঁছাতে হবে ভোটকর্মীদের ৷

Lok Sabha Election 2024
আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ে দুর্গম এলাকা৷

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে 36টি এমন বুথ আছে যেগুলি মোবাইল শ্যাডো জোনে (যেখানে নেটওয়ার্ক নেই বললেই চলে) । 36টি বুথের মধ্যে বক্সা পাহাড়ের তিনটি বুথে কোনও নেটওয়ার্ক কাজ করে না । তাই সেখানে স্যাটেলাইট ফোন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । ভোটের দিন ভোটকর্মীদের সঙ্গে যোগাযোগ করা বা ভোট কত শতাংশ পড়ল, তা জানার জন্য এই ফোন ব্যবহার করা হবে ৷ পুলিশ ও বনবিভাগের আরটি মোবাইল সেট থাকলেও স্যাটেলাইট ফোনই ব্যবহারের করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কমিশনের তরফে ।

বক্সা পাহাড়ে আদমা, চুনাভাটি ও বক্সা তিনটি বুথ সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 ফুট উচ্চতায় অবস্থিত ৷ বক্সা দুয়ার বিএফপি স্কুলে 780 জন ভোট দেবেন । আদমা ফরেস্ট বস্তি প্রাইমারি স্কুলে 461 জন ভোট দেবেন । তাসিগাঁও, আদমা, সদর বাজার, ডারাগাও, লেপচাখা গ্রামের ভোটাররা এই তিনটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দেবেন । এই তিনটি বুথের জন্য একটি স্যাটেলাইট পাঠানো হচ্ছে ৷ নির্বাচন কমিশনের তরফে ওয়েবকাস্টিং করার চেষ্টা করা হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে । ভোটগ্রহণ কেন্দ্রের আশপাশে ঘটে যাওয়া সমস্ত সাউন্ড রেকর্ড করা হবে । কিন্তু কোনও ভিডিয়ো সরাসরি দেখা যাবে না ।

Lok Sabha Election 2024
এভাবেই যেতে হবে ভোটকর্মীদের

আলিপুরদুয়ারের জেলাশাসক তথা ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার আর ভিমলা বলেন, "বক্সা পাহাড়ে আদমা, চুনাভাটি ও বক্সা বুথ আছে । ওখানে ট্রেকিং করে ভোটকর্মীদের যেতে হবে । অন্য কোনও উপায় নেই । এছাড়া তিরিশের ওপরে বুথ মোবাইল শ্যাডো জোনে আছে । সেখানে ওয়েব ক্যাম রেকর্ডিং করবে । লাউভ রিলে হবে না । কিন্তু রেকর্ডিং সবসময়ের জন্য হবে । এছাড়াও আমরা ভোটকর্মীদের খবরাখবর ও তথ্য নেওয়ার জন্য আমরা আরটিসি স্যাটেলাইট ফোন ব্যবহার করব ।"

আরও পড়ুন:

  1. 18 বুথে ওয়েবকাস্টিং সম্ভব নয়, সমস্যায় নির্বাচন কমিশন
  2. অরণ্যে ভোটার এক! দ্বীপে পৌঁছতে ভরসা নৌকা, রইল গুজরাতের 'বিশেষ বুথ' ঠিকানা
  3. শতায়ু ভোটারদের দিকে বিশেষ নজর নির্বাচন কমিশনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.