মিনাখাঁ, 21 মার্চ: সন্দেশখালিকাণ্ডে এবার মিনাখাঁর এসডিপিও-র দফতরে গেল সিবিআই ৷ ইডির উপর হামলার ঘটনার তদন্তে এই প্রথম কোনও পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বললেন তাঁরা ৷ বুধবার রাতে প্রথমে মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানের দফতরে যান সিবিআই আধিকারিকরা ৷ পরে সেখান থেকে মিনাখাঁয় এসডিপিও-র বাড়িতে যান তাঁরা ৷ এদিন মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খানকে নোটিশ দিয়ে বেশ কিছু সিসিটিভি ফুটেজ চাওয়া হয়েছে ৷ প্রায় 1 ঘণ্টা 20 মিনিট সেখানে ছিলেন সিবিআই আধিকারিকরা ৷
সূত্রের খবর, 5 জানুয়ারি ইডির উপর হামলার দিন থেকে এখনও পর্যন্ত মিনাখাঁ-র এসডিপিও দফতরে ঠিক কারা কারা এসেছিলেন ? তা জানতে সংশ্লিষ্ট দফতরের সিসিটিভি ফুটেজ তলব করা হয়েছে ৷ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার পর সিবিআইয়ের একটি সূত্র দাবি করেছিল, শেখ শাহজাহানের দু'টি মোবাইল ফোন এখনও হাতে পাননি তাঁরা ৷ যদিও এনিয়ে বসিরহাট জেলা পুলিশের তরফে দাবি করা হয়, গত 29 ফেব্রুয়ারি সন্দেশখালি কাণ্ডের 'মাস্টারমাইন্ড' শেখ শাহজাহানকে গ্রেফতারির সময় তাঁরাও কোনও মোবাইল ফোন পাননি ।
সিআইডি-ও শাহজাহানের কোনও মোবাইল হাতে পায়নি বলেই দাবি করেছে ৷ আর এই প্রেক্ষাপটে বিস্ফোরক অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা ৷ এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী দাবি করেন, "যখন শেখ শাহজাহান মমতা পুলিশের আশ্রয়ে ছিল, তার 'লোক দেখানো' গ্রেফতারির আগে 'আমিনুল' নামে এক মমতা পুলিশ অফিসার শাহজাহানের আইফোন বাজেয়াপ্ত করে তাঁর ঊর্ধ্বতন অফিসারদের কাছে হস্তান্তর করেন ৷"
সেদিনই, পাল্টা পুলিশের তরফে, শুভেন্দু অধিকারীর অভিযোগের স্ক্রিনশট পোস্ট করে এক্স হ্যন্ডেলে লেখা হয়, "এই অভিযোগ পুরোপুরি মিথ্যা ৷" কোনও খারাপ উদ্দেশ্যে পুলিশকে হেয় প্রতিপন্ন করার জন্য এটি করা হয়েছে ৷ এই মানহানিকর ও ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷ এদিকে, নদিয়ায় একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দেওয়ার পর বুধবার রাতে এনিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "সিবিআই সঠিক জায়গাতেই গিয়েছে ৷ ওর কাছেই দু'টি আইফোন রাখা আছে ৷ সেটা দিয়েই শাহজাহান এদিক-সেদিক যোগাযোগ করত ৷ দেরিতে হলেও একদম ঠিক জায়গায় গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷"
আরও পড়ুন: