ETV Bharat / state

নিজাম প্যালেসে হাজির জিয়াউদ্দিন-দিদার, মোট 8 শাহজাহান ঘনিষ্ঠকে তলব

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 12:12 PM IST

Updated : Mar 11, 2024, 2:41 PM IST

Ziauddin Mollah arrives at Nizam Palace: শেখ শাহাজাহানের বাড়িতে গিয়ে আক্রন্ত হন ইডি আধিকারিকরা ৷ সেদিন ঘটনাস্থলে ছিলেন জিয়াউদ্দিন মোল্লা ৷ তাঁকেই এবার ডেকে পাঠাল সিবিআই ৷ নিজাম প্যালেসে হাজিরও হয়েছেন তিনি ৷

Etv Bharat
Etv Bharat

কলকাতা, 11 মার্চ: জিয়াউদ্দিনের পর নিজাম প্যালেসে শেখ শাহজাহানের অপর ঘনিষ্ঠ দিদার বক্স এলেন নিজাম প্যালেসে ৷ শাহজাহানের মোট আট ঘনিষ্ঠকে তলব করেছে সিবিআই ৷ এর মধ্যে মুখ্য দুই মুখ জিয়াউদ্দিন ও দিদার বক্স ৷ শেষ পাওয়া খবর, দিদার বক্সকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিবিআই সূত্রের খবর, এই দিদার বক্স মূলত শেখ শাহাজাহানের অফিসে বসতেন। এছাড়াও তার কাজ ছিল টাকা শেখ শাহাজাহানের বাড়ি ও অফিস থেকে অন্যত্র সরবরাহ করা।

নিজাম প্যালেসের 13 তলায় সিবিআই দিদার বক্সকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গিয়েছে। পাশাপাশি নিজাম প্যালেসেই অন্য একটি ঘরে জেরা করা হচ্ছে শেখ শাহজাহানের ডান হাত বলে পরিচিত জিয়াউল মোল্লাকে। জানা গিয়েছে তাদের বয়ান রেকর্ড করে তবেই এই বিষয় শেখ শাহজাহানকে জেরা করবেন সিবিআইয়ের তদন্তকারীরা।

কেন ইডি বা সিবিআই বিনা নোটিসে শেখ শাহজাহানের বাড়িতে এসে তল্লাশি অভিযান চালাবে ? গত 5 জানুয়ারি যখন রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর (ইডি) গোয়েন্দারা, সেই সময়ে জিয়াউদ্দিন মোল্লা নামে এই ব্যক্তি সংবাদ মাধ্যমকে এমন প্রতিক্রিয়া দিয়েছিলেন। এরপরেই শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পাওয়ার পর জিয়াউদ্দিন মোল্লাকে ডেকে পাঠায় সিবিআই। সোমবার বেলা সাড়ে 11টা নাগাদ তিনি নিজাম প্যালেসে হাজির হন। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীরাও। শুধু জিয়াউদ্দিন নয়, তাঁর সঙ্গে আরও সাত জনকে তলব করেছে সিবিআই ৷ আগামী 14 তারিখের মধ্যে তাদের নিজাম প্য়ালেসে হাজির হতে বলা হয়েছে ৷ এরা সকলেই শাহজাহান ঘনিষ্ঠ বলেই দাবি সূত্রের ৷

জিয়াউদ্দিন মোল্লা সন্দেশখালির পঞ্চায়েত প্রধান। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর গৌরব ভরিল ইতিমধ্যেই নিজাম প্য়ালেসে এসে নিজের বয়ান রেকর্ড করে গিয়েছেন। এবার সেই বয়ানের ভিত্তিতে এই জিয়াউদ্দিন মোল্লাকে ডেকে পাঠিয়েছে সিবিআই। জিয়াউদ্দিন মোল্লাকে টানা জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকরা ৷

সিবিআই-এর অভিযোগ যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা গত 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল তখন এই জিয়াউদ্দিন মোল্লার নেতৃত্বে বহিরাগত প্রচুর মানুষ শাহজাহানের বাড়ির সামনে জড়ো হয়েছিল। জিয়াউদ্দিন মোল্লার সঙ্গে আর কোন কোন প্রভাবশালী যোগ রয়েছে, কেন তারা 5 জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের বাধা দিয়েছিলেন, তা জানার চেষ্টা করছে সিবিআই গোয়েন্দারা ৷ পাশাপাশি গোয়েন্দাদের অনুমান, ঘটনার দিন অর্থাৎ 5 জানুয়ারি শেখ শাহজানের বাড়িতে এমন কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে আসলে একাধিক প্রভাবশালী নাম প্রকাশ্যে আসতে পারত। যার জন্যই সেদিন জিয়াউদ্দিন মোল্লা সাহায্য নিয়েছিল শেখ শাহজাহান।

অন্যদিকে, সিবিআই সূত্রে খবর, ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রধান অভিযুক্ত শেখ শাহজাহানের একাধিক ঘনিষ্ঠ সহযোগী ও পরিচিতজন-সহ সন্দেশখালির মোট নয়জনকে তলব করেছে সিবিআই। তাদের কলকাতার নিজাম প্যালেস, সিবিআই অফিসে হাজির হতে বলা হয়েছে।

আরও পড়ুন

4 দিনের সিবিআই হেফাজতে শেখ শাহজাহান, বন্ধ-দরজার আড়ালে হল শুনানি

শাহাজাহানের গ্রেফতারির পর ওসি বদল সন্দেশখালিতে

Last Updated : Mar 11, 2024, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.